ইংরেজিতে ভাল না হলে কি ব্লগিং করা সম্ভব?

আপনিইংরেজিতে ভাল না হলে কি ব্লগিং করা সম্ভব? Blog.Dueza.Com যদি ইংরেজিতে ভাল হন তাহলে আপনিও ব্লগিং করতে পারবেন বা কোন বিষয়কে সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারবেন এবং আপনার দ্বারাই ব্লগিং করা সম্ভব। তাহলে কি ইংরেজিতে ভাল না হলে ব্লগিং করা সম্ভব নয়? এই প্রশ্নে উত্তরে বলতেই হয় যে ব্লগিং করতে হলে ইংরেজিতে ভাল হতে হবে এমন কোন বাধ্যবাধকতা নেই। একটু মনোযোগ দিয়ে এই উদাহরনটি লক্ষ্য করূন: আপনি যদি গুগলে নবজাতকের নাম লিখে সার্চ দেন তাহলে দেখবেন অনেক সাইট এসে হাজির হয়েছে আপনার চোখের সামনে। যারা শুধুমাত্র নবজাতকের সুন্দর ও অর্থবহ নাম দিয়ে সেবা দিচ্ছে । এটিও কিণ্ডু এক ধরনের ব্লগিং? এখানে তো কোন আর্টিক্যাল নেই! একই নাম একাধিক সাইটে রয়েছে শুধু মাএ এক এক জন এক এক ভাবে সাজিয়ে লিখেছেন। সবচেয়ে অবাক ব্যাপার হলো এসব সাইটে তারা গুগল এডসেন্স ব্যবহার করছে আয় করার জন্য। আপনাকে যদি বলা হয় একটি স্বাস্থ্য বিষয়ক ব্লগ সাইট করার জন্য তাহলে আপনিও একটু মাথা খাটিয়ে ব্লগ লিখতে পারেন। এ সম্পর্কে একাধিক সাইটে অনেক তথ্য রয়েছে। আপনি একটু মাথা খাটিয়ে এদিক ওদিক করে কিছু তথ্য যোগ বিয়োগ করে লিখতে পারেন একটি ব্লগ। এছাড়া আরও সহজ ভাবে চাইলে সাধারণ জ্ঞানের জন্য প্রশ্ন উত্তর টাইপের ব্লগ বানাতে পারেন। এই বিষয়ের সাইট গুলো ঘুরে দেখুন এবং সেখান থেকে অভিজ্ঞতা কাজে লাগান। নিজের কিছু সৃষ্টিশীলতা প্রয়োগ করে পোস্ট তৈরি করুন। মোট কথা ব্লগিং এর উপকরন ইন্টারনেটেই রয়েছে। কিণ্ডু শুধূ আপনাকে জানতে হবে কি ভাবে আয় করবেন এবং আয় বাড়াবেন

>>>>>টিউন টি পূর্বে Blog.Dueza.Com এ প্রকাশিত<<<<<

Level 0

আমি Dueza.Com। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 18 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

balo hoiasa. Thanks

hmm Blog theke Income o too kora jay …….

খুব ভাল হয়েছে।

Level 0

ধন্যবাদ। আপনাদের অনুপেরণায় আমার এই লেখা।আশা করি আজও পাশে আছেন আগামীতেও পাশে থাকবেন।

মাথা খাটিয়ে এদিক ওদিক করে কিছু তথ্য যোগ বিয়োগ না করে, মাথা খাটিয়ে ইংরেজিটা শিখে নিলে শুধু ব্লগিং নয়, আরো অনেক কিছু করা সম্ভব।

Level 0

রউফ আলম ভাই আমিও আপনার সাথে এক মত।