Facebook like এর মাধ্যমে আয়ের কলাকৌশল।

Facebook like এর মাধ্যমে আয়ের কলাকৌশল।

হ্যালোঁ বন্ধুরা কেমন আছ।

আজকে আমি আপনাদের সাথে ফেসবুক লাইক দিয়ে আয় করতে হলে কি করা প্রয়োজন এবং কিভাবে করা যাবে তা নিয়ে আলোচনা করবো। এপর্বে বিস্তারিত আলোচনা করবো না তবে আপনাদের সাড়া পেলে আগামী পর্বে বিশধভাবে আলোচনা করবো।

ফেসবুক লাইক কাজটি কি?

প্রকৃতপহ্মে এটি একটি সোসাইল মিডিয়া মার্কেটিং কাজ। বর্তমান পৃথিবীতে ফেসবুক সবচেয়ে জনপ্রিয় সোসাইল মিডিয়া আর সেখানে রয়েছে নিজের ব্যাক্তিগত অথবা ব্যবসায়িক পেইজ।আর প্রতিটি পেজের জন্য দরকার হয় ফেনের।যারা নিয়মিত আপনার পেজের সাথে সম্পৃক্ত থাকবে।আর এর ফলে আপনি পৃথিবী জুড়ে আপনার ব্যাক্তিগত ও ব্যবসায়িক বিষয় মার্কেটিং করতে পারবেন।

আর এখানে আপনি নানাবিধ কাজ করতে পারেন এবং যার মাধ্যমে আপনি ভাল আয় করতে পারবেন।

১।আপনাকে পেইজ লাইক করতে হতে পারে

২। আপনাকে ফটো লাইক করতে হতে পারে।

৩। আপনাকে কোন কমেন্টস লাইক করতে হতে পারে।

ইত্যাদি খুবই সহজ ধরনের কাজ।

কিন্তু কাজ কোথায় পাবো?

সবচেয়ে জরুরী প্রশ্ন।

আপনি ফ্রীল্যাংসিং সাইট এর find job option এর মাঝে facebook like লিখে সার্চ দিন।দেখবেন এর উপর হাজার হাজার কাজ রয়েছে।

আমি কয়েকটি ধাপে উত্তর দিচ্ছিঃ

• আপনি ওডেস্ক অথবা ফ্রীল্যান্সার সাইট থেকে বিড করে কাজ নিতে পারবেন।

• অথবা যারা এগুলোর বড় প্রজেক্ট নিয়ে কাজ করে তাদের সাথে যোগাযোগ করতে পারেন।

তবে প্রথমে যারা নতুন তারা ২ নং অপশনটি বেছে নেয়া ভাল।

এহ্মেত্রে যা মনে রাখতে হবে যেঃ

• আপনি নতুন তাই লাভের চেয়ে কাজটি শিখে নেওয়া ভাল।

• বায়ার এর সাথে ভাল সম্পর্ক বজায় রাখুন। তাহলে এক সময় ভাল রেট পাবেন।

সর্বপরি একটি জিনিস মাথায় রাখবেন,বিদেশে বাংলাদেশী ফ্রীল্যান্সারদের সততার একটি সুনাম আছে। তাই বায়ার এর চাহিদা মত কাজটি সঠিক রাস্তায় করুন।আপনি সফল হবেনই।

আমার সম্পুর্ন ফ্রীল্যাংসির এর উপর তৈরী করা ব্লগটি দেখতে পারেন।যা বাংলায় করা হয়েছে।

এখানে যান।

কমেন্টস দিলে ভাল লাগবে।

ধন্যবাদ ৫ মিনিট সময় বিনিয়োগ করে আমার লেখাটি পড়ার জন্য।

Level 0

আমি আরাফাত আহমেদ রনি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 31 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

দেশের একজন সাধারণ নাগরিক এবং অসাধারণ হবার জন্য আপ্রান পরিশ্রম করছি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ভাই লেখা চালিয়ে যান। দরকারী পোষ্ট।

ভাই পাঁচ হাজার লাইক কোথায় পাব?
আমার তো অত আইডি নাই।

Level 0

thnx bro, carry on. It should helpful for all & also me.

Valo laglo…carry on !

Level 0

kesu paypal usd sell korbo. Karo need hole amar sathe contact koro, amar facebook link facebook.com/ashikur.shawon

জানা ছিলো। ধন্যবাদ

Level 0

এখন আয় করুন facebook, twitter, google+, youtube , traffic থেকে । america এর fan: নামক সাইট থেকে এখানে facebook এ ১ টি add like করলে ২-৬ টাকা দেয় , টুইটারে ১ টি add follow করলে ১.৫০-৩ টাকা দেয় google+ এ ১ টি add allow করলে ২ টাকা দেয় ,youtube ৩০ sec: ৫ টি ভিডিও দেখলে ১ টাকা দেয় , traffic এর ১৫ sec: ৫ টি add দেখলে ১ টাকা দেয় । reg: করতে http://fullfreekey.webs.com/ এ গিয়ে eran money তে click করুন সরাসরি reg: page পাবেন । (১৫ ইউরো বাংলা টাকা ১৫০০ হলে পেজার মাধ্যমে বাংলাদেশের যে কোন ব্যাংক থেকে টাকা তুলতে পারবেন )। (আর এই কাজে ৫ পয়সা দরকার হয় না ) payza reg: করতে https://secure.payza.com/?vLiV3ih1TMwIdFBCstJC%2bg%3d%3d এই খানে যান সরা সরি reg: page পাবেন ।
!!!!!! কি ভাবে কাজ করবেন fullfreekey.webs.com এ গিয়ে (more) এ help eran money তে click করুন এখানে image আকারে দেওয়া আছে যা দেখলে পানির মত সহজ হবে । facebook ,এবং twitter এ ৫ জন friend থাকতে হবে না হলে add আসবে না ।
এটা কোন ভুয়া নয় ১০০% সঠিক