আমার গত পোষ্টটা নিশ্চয় পড়েছেন ...আপনারাই কিন্তু নির্বাচিত করেছিলেন, আর যদি কোন কারনে না পড়ে থাকেন তাহলে চোখ বুলাতে পারেন এই লিঙ্কে একটু ভিসিট করে(যেদিন থেকে PTC কে Kick দিয়েছি সেদিন থেকেই Web development, SEO, SMM, CMS, Blogging, 3D Design শিখতে পেরেছি আর শিখে চলেছি…)
পোষ্টটিতে ব্যাপক সাড়া এবং সহযোগিতা করার জন্যে সকলকে অনেক ধন্যবাদ জানাই, এবং টেকটিউন্স কর্তিপক্ষ কে বিশেষ ধন্যবাদ থাকল....
আর যে পোষ্টটি পড়তে যাচ্ছেন সেটার শুরু কিন্তু ঔ আগের পোষ্টটি থেকেই, সকলের পক্ষ থেকে পজেটিভ কমেন্ট পেলেও হটাত করে শেষের দিকে খেয়াল করলে লক্ষ করবেন এই কমেন্টটি, (by aminul666)
আমার মেজাজ কিছুটা গরম হয়ে গেল, তারপর ভাবলাম কেই এই মহাজ্ঞানী একটু দেখতে হয়। কমেন্টের সাথে দেওয়া লিঙ্কটাতে ভিসিট করলাম, ঠিক আমাকেই আবিস্কার কলাম যা করেছিলাম দুই বছর আগে সুন্দর করে ব্লগ বানিয়ে তাতে রেফারাল লিঙ্ক দিয়ে ক্লিকার ধরা ফাদ....মনে মনে হাসলাম আর জ্ঞানী কে মনে মনে বললাম আর মাত্র দুই মাস তারপর হয়তো চুকিয়ে যাবে এই ক্লিকান ব্যবসা...
ঔ ব্লগটিতে পেয়ে গেলাম সেই জ্ঞানীর নাম, কি আর করা ( scientist aminul) দিয়ে দিলাম সার্চ Facebook এ আর পেয়ে গেলাম তিনটি সার্চ রেসাল্ট...কাহিনি কি একটু দেখতে হয়
তিনটি প্রফাইল মিলে দেখলাম একই মানুষের
https://www.facebook.com/profile.php?id=100001384088294
https://www.facebook.com/profile.php?id=100000809975613
https://www.facebook.com/profile.php?id=100000522575758
এরপর আরো ঘাটতে থাকলাম info টাবে গিয়ে আরো কিছু ব্লগের লিঙ্ক আর ইমেইল ঠিকানো পেয়ে গেলাম...
http://scientist-aminul.blogspot.com/
http://scientistaminul.com/
https://sites.google.com/site/scientistaminul08/
ইমেইল ঠিকানা গুলো দিয়ে exact match "[email protected]" সার্চ মারলাম Google মামার কাছে আরো কিছু প্রফাইল লিঙ্ক গুলো পেয়ে গেলাম
প্রায় সবগুলোতেই দেখি তার PTC বন্দনা, আর আমিও ভাবলাম বেশ দারুন ক্লিকার একজন তুমি...।
এরপর তার ব্লগ গুলো একটু চোখবুলাতে থাক্লাম...প্রায় সব গুলো পোষ্ট PTC আর রেফারাল ধরার জন্যে সুন্দর পিকচার টিউটোরিয়াল দিয়ে সাজানো।
কিন্তু হটাত করে আমার চোখ থেমে যায় একটি পেপার কাটিং এর উপর
পেপার কাটিং এর ছবির সাথে ফেইসবুকে পাওয়া মানুষ টার সাথে মেলাতে থাক্লাম...এবং মিল খুজে পেলাম
পেপার এর হেডলাইন দুটি দেখে আমার শ্রধ্বা হল তার প্রতি, পেপারের লেখা গুলো পড়ার চেষ্টা করলাম, কিন্তু ছাপসা বিধায় ব্যর্থ হলাম, কিন্তু যুগান্তরের মত পত্রিকাতে যেহেতু পরপর দুইটি প্রতিবেদন দেখলাম সেহেতু ধরেই নিলাম সে যে কিছু একটা করেছে এটা মুটামুটি নিশ্চিত(কেউ যদি ঔ প্রতিবেদন টি পড়ে থাকেন তাহলে আরো ভাল জানবেন)
এই প্রশ্নটার উওর আমি দিতে পারলাম না....
**PTC এর কাজ করতে কোন চিন্তা করতে হয় না।
**এর জন্যে কোন পুর্ব অভিজ্ঞতার দরকার হয় না।
**এ কাজের জন্যে কোন ক্রিয়েটিভ হওয়ার দরকার নাই।
**যত বেশি PTC তে ক্লিক করতে যাবে তত বেশি সময় নষ্ট হবে।
**রেফালাল এর বোনাস তাকে আরো বেশি ক্লিক করতে টানবে।
**সামান্য কিছু টাকা পেলে তার কাজ শেখার প্রতি অনাগ্রহ বাড়তে পারে।
আর এইসব কাজই একজন ক্রিয়েটিভ মানুষ কে মাত্র সামান্য কিছু টাকার জন্যে অনেক বিশাল বড় কিছু সৃষ্টি করা থেকে বিরত রাখতে যতেষ্ট।
আপনারা আমার থেকে অতি বিচক্ষন এবং সচেতন তাই আপনাদের কে চোখে আঙ্গুল দিয়ে দেখার মত সাহস বা জ্ঞান আমার কোন টাই নাই.....আর একটু ভেবে দেখুন তো আপনার মাঝেও কি এরকম দুই-একটা প্রতিভা নেই নাকি PTC এর ক্লিকের স্রোতে ভেসে যাচ্ছে....একটু খেয়াল করে দেখুন তো....
আর আমার ক্ষুদ্র প্রচেষ্ট দিয়ে একটি facebook fan page তৈরি করেছি ....আশা করি আপনাদের যেকোন মতামত, পরামর্শ, উপদেশ, অভিজ্ঞতা দিয়ে নতুন, এবং তরুন দের এগিয়ে যাবার জন্যে সামান্য অবদান রাখবেন...
Fan page link: I hate PTC in Bangladesh
সকলের জন্যে শুভ কামন....
আমি Nur Hasan। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 102 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
শিখে যাচ্ছি যা খুসি ভাল লাগে.... তাই ফেইসবুকে আমিঃ https://www.facebook.com/hasanrang05
ভাই আপনার মত সচেতন মানুষরা যদি টিটিতে না থাকতো তাহলে আমিও ক্লিক করার কাজে মন প্রাণ উজার করে দিতাম! ধন্যবাদ