এবার আপনাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেব কিভাবে PTC আমাদের প্রানবন্ত মেধা গুলোকে গ্রাস করছে….শেয়ার করার দায়িত্ব আপনার হাতে দিলাম

আমার গত পোষ্টটা নিশ্চয় পড়েছেন ...আপনারাই কিন্তু নির্বাচিত করেছিলেন, আর যদি কোন কারনে না পড়ে থাকেন তাহলে চোখ বুলাতে পারেন এই লিঙ্কে একটু ভিসিট করে(যেদিন থেকে PTC কে Kick দিয়েছি সেদিন থেকেই Web development, SEO, SMM, CMS, Blogging, 3D Design শিখতে পেরেছি আর শিখে চলেছি…)

পোষ্টটিতে ব্যাপক সাড়া এবং সহযোগিতা করার জন্যে সকলকে অনেক ধন্যবাদ জানাই, এবং টেকটিউন্স কর্তিপক্ষ কে বিশেষ ধন্যবাদ থাকল....

আর যে পোষ্টটি পড়তে যাচ্ছেন সেটার শুরু কিন্তু ঔ আগের পোষ্টটি থেকেই, সকলের পক্ষ থেকে পজেটিভ কমেন্ট পেলেও হটাত করে শেষের দিকে খেয়াল করলে লক্ষ করবেন এই কমেন্টটি, (by aminul666)

আমার মেজাজ কিছুটা গরম হয়ে গেল, তারপর ভাবলাম কেই এই মহাজ্ঞানী একটু দেখতে হয়। কমেন্টের সাথে দেওয়া লিঙ্কটাতে ভিসিট করলাম, ঠিক আমাকেই আবিস্কার কলাম যা করেছিলাম দুই বছর আগে সুন্দর করে ব্লগ বানিয়ে তাতে রেফারাল লিঙ্ক দিয়ে ক্লিকার ধরা ফাদ....মনে মনে হাসলাম আর জ্ঞানী কে মনে মনে বললাম আর মাত্র দুই মাস তারপর হয়তো চুকিয়ে যাবে এই ক্লিকান ব্যবসা...

আমার আবার গুগলিং/ফেবুং করা বদভ্যাস, কি করি ?


ঔ ব্লগটিতে পেয়ে গেলাম সেই জ্ঞানীর নাম, কি আর করা ( scientist aminul) দিয়ে দিলাম সার্চ Facebook এ আর পেয়ে গেলাম তিনটি সার্চ রেসাল্ট...কাহিনি কি একটু দেখতে হয়

তিনটি প্রফাইল মিলে দেখলাম একই মানুষের
https://www.facebook.com/profile.php?id=100001384088294
https://www.facebook.com/profile.php?id=100000809975613
https://www.facebook.com/profile.php?id=100000522575758
এরপর আরো ঘাটতে থাকলাম info টাবে গিয়ে আরো কিছু ব্লগের লিঙ্ক আর ইমেইল ঠিকানো পেয়ে গেলাম...
http://scientist-aminul.blogspot.com/
http://scientistaminul.com/
https://sites.google.com/site/scientistaminul08/
ইমেইল ঠিকানা গুলো দিয়ে exact match "[email protected]" সার্চ মারলাম Google মামার কাছে আরো কিছু প্রফাইল লিঙ্ক গুলো পেয়ে গেলাম
প্রায় সবগুলোতেই দেখি তার PTC বন্দনা, আর আমিও ভাবলাম বেশ দারুন ক্লিকার একজন তুমি...।

গোবরে পদ্ম ফুল খুজে পেলাম !!!


এরপর তার ব্লগ গুলো একটু চোখবুলাতে থাক্লাম...প্রায় সব গুলো পোষ্ট PTC আর রেফারাল ধরার জন্যে সুন্দর পিকচার টিউটোরিয়াল দিয়ে সাজানো।
কিন্তু হটাত করে আমার চোখ থেমে যায় একটি পেপার কাটিং এর উপর

পেপার কাটিং এর ছবির সাথে ফেইসবুকে পাওয়া মানুষ টার সাথে মেলাতে থাক্লাম...এবং মিল খুজে পেলাম
পেপার এর হেডলাইন দুটি দেখে আমার শ্রধ্বা হল তার প্রতি, পেপারের লেখা গুলো পড়ার চেষ্টা করলাম, কিন্তু ছাপসা বিধায় ব্যর্থ হলাম, কিন্তু যুগান্তরের মত পত্রিকাতে যেহেতু পরপর দুইটি প্রতিবেদন দেখলাম সেহেতু ধরেই নিলাম সে যে কিছু একটা করেছে এটা মুটামুটি নিশ্চিত(কেউ যদি ঔ প্রতিবেদন টি পড়ে থাকেন তাহলে আরো ভাল জানবেন)

আমি একজন বিজ্ঞানী, আমি কেন PTC তে ?


এই প্রশ্নটার উওর আমি দিতে পারলাম না....

PTC এই বিজ্ঞানীর জন্যে কেন ক্ষতিকর ?


**PTC এর কাজ করতে কোন চিন্তা করতে হয় না।

**এর জন্যে কোন পুর্ব অভিজ্ঞতার দরকার হয় না।

**এ কাজের জন্যে কোন ক্রিয়েটিভ হওয়ার দরকার নাই।

**যত বেশি PTC তে ক্লিক করতে যাবে তত বেশি সময় নষ্ট হবে।

**রেফালাল এর বোনাস তাকে আরো বেশি ক্লিক করতে টানবে।

**সামান্য কিছু টাকা পেলে তার কাজ শেখার প্রতি অনাগ্রহ বাড়তে পারে।

আর এইসব কাজই একজন ক্রিয়েটিভ মানুষ কে মাত্র সামান্য কিছু টাকার জন্যে অনেক বিশাল বড় কিছু সৃষ্টি করা থেকে বিরত রাখতে যতেষ্ট।

আপনারা আমার থেকে অতি বিচক্ষন এবং সচেতন তাই আপনাদের কে চোখে আঙ্গুল দিয়ে দেখার মত সাহস বা জ্ঞান আমার কোন টাই নাই.....আর একটু ভেবে দেখুন তো আপনার মাঝেও কি এরকম দুই-একটা প্রতিভা নেই নাকি PTC এর ক্লিকের স্রোতে ভেসে যাচ্ছে....একটু খেয়াল করে দেখুন তো....

আর আমার ক্ষুদ্র প্রচেষ্ট দিয়ে একটি facebook fan page তৈরি করেছি ....আশা করি আপনাদের যেকোন মতামত, পরামর্শ, উপদেশ, অভিজ্ঞতা দিয়ে নতুন, এবং তরুন দের এগিয়ে যাবার জন্যে সামান্য অবদান রাখবেন...

Fan page link: I hate PTC in Bangladesh

সকলের জন্যে শুভ কামন....

Level 0

আমি Nur Hasan। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 102 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

শিখে যাচ্ছি যা খুসি ভাল লাগে.... তাই ফেইসবুকে আমিঃ https://www.facebook.com/hasanrang05


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই আপনার মত সচেতন মানুষরা যদি টিটিতে না থাকতো তাহলে আমিও ক্লিক করার কাজে মন প্রাণ উজার করে দিতাম! ধন্যবাদ

    Level 0

    @HANNAN ATIK: আমরা সবাই সচেতন কিন্তু মাঝে মাঝে চোখ এড়িয়ে যায়….আপনাকে অনেক ধন্যবাদ পোষ্টটি পড়ার জন্যে আর সঠিক সিদ্ধান্ত নিতে পারার জন্যে….

খুবই দু:খ পেলাম।…………………………………………………………………………

    Level 0

    @শাহনেওয়াজ রহমানী: দুঃখ পেয়ে আর কি করবেন….আমি আরো বেশি দুঃখ পাব যদি এই তরুন বিজ্ঞানী ক্লিকের স্রোতে ভেসে যায়….

Level 0

U r really a good man bro, ei puro tune tate apni ekbarer jonno oi chhele tar kono gibot na kore tar obostha ta tule dhore take ekta example hishabe daar koriye PTC r voyabohota shomporke shobaike ekta bastob shommoto shikkha dilen tate apnar lekhonir shokti ebong maturity prokash peyachhe, Keep it up bro, apnar lekhar haat bhalo.

Level 0

Vai amio ek din vule akti ptc te dkukechilkam . Ak din click korar per google mamake ask kortei bollo eita vua . Tarpor promise korechi r konodin kono vabei ptc te join korbo na . Ami akjon class ten er student . Amr freelancer hoyar echsa ase . Amr ki akhon thekei kaj suru kora uchit?

vai confusion theke bachalen.ami o sei pothe paa bariachilam……..khub thanks

    Level 0

    @sahadat rumi: সঠিক সিদ্ধান্ত নিতে পারার জন্যে অনেক ধ্ন্যবাদ….কাজ শিখে যান সময় হলে ফল পেয়ে যাবেন………

Level 0

facebook te freelance er page er sondhan thakle ektu deben?

আপনার কথা আমি মনে প্র্রানে বিশ্বাস করি। কিন্তু সমস্যা হল আমাকে আমার এক ফ্রেন্ড বলল যে “সালাম তোমরাতো ফ্রিল্যান্সিং নিয়ে অনেক কথা বল কিন্তু কিছুই কামাই করনি আর আমরা ইন্টারনেট থেকে কামাই করে সেই টাকা দিয়ে জামা প্যান্ট কিনলাম” তখন আমার হাসা ছারা আর কিছু করার ছিল না। কারন আমি এখনও ছাত্র তাই নেটে কেমন করে কামাই করা যায় সেগুলো দেখি আর মাঝে মাঝে হালকা ট্রাই করি। কিন্তু এখনও সফল হইনি। আর আপনার মত মানুষের কথা শুনে পিটিসি নিয়েও তেমন মাথা ঘামাইনা। কিন্তু মাঝে মাঝে তো মনে হয় আসলে কারা ঠিক আমরা না তারা? আমি কাজ শিখছি ভবিষ্যতে ভাল কিছু করার জন্য। আর তারা এখনি ভাল কিছু করছে। আর আমি যে কাজ পারি তা দিয়ে খুব ভাল কিছু যে করতে পারব সে বিশ্বাস টাই মাঝে মাঝে হারিয়ে যায়। তখন মনে হয় যে ‍দিনে তো কত সময়ই নষ্ট করি তার সাথে আরও দুই ঘন্টা নষ্ট করলে কি খুব বেশী ক্ষতি হবে?
কারন কাজ করে যে কামাই করতে পারব তার ও লক্ষন দেখিনা।
আমি হালকা একটু এইচ টি এম এল পারি কিন্তু তা দিয়ে কিছু করা যায় না।
আবার পিএইচ পি শিখলাম কিন্তু সেটাও খুব অল্প মানে লাভ নাই।
ইদানিং এস ই ও শিখছি কিন্তু সেটাকে আমার অনেক টা পিটিসির মত মনে হয়।
তাই মনে হচ্ছে যে পিটিসিই বেস্ট।

আমার ফ্রেন্ড আবার নেটে কারও সাথে পরিচিত হয়ে গেছিল কাজ শেখার জন্য।
কিন্তু যাওয়ার পর ঐ লোক বলেছে যে ওডেস্কে কাজ নিয়ে দেবে পাচ হাজার লাগবে।
পিটিসিতে লাগে সাত হাজার!!
আমি যার কাছে পি এইচ পি শিখেছি সে আবার অত্যান্ত ব্যাস্ত। তাই তার কাছে আর যেতে পারিনা।
তাই মাঝে মাঝে ভাবি যে পিটিসি ই বেটার(যদিও এটা মন থেকে বলিনা হতাশা থেকে বলি)।

আমার আরেক ফ্রেন্ড তো ভর্তি হওয়ার জন্য প্রায় রেডি তাকে এখনও ঠেকিয়ে রেখেছি কিন্তু কবে যেন দেখবে যে তার সাথে আমিও ভর্তি হয়ে গেছি।

    Level 0

    @abdus salam 120: Fucking Shit. How SEO is looking like PTC? I made $5 in 7 months from PTC and $5000 in 3 months from SEO. Kotha ektu buijha boilen. SEO is an art. It’s a science. PTC is a…. Ar gali dilam na

    Level 0

    @abdus salam 120: যে যত তারাতারি উপরে উটতে চায় সে তত তারাতারি পড়ে যায়….
    আর SEO কে যদি PTC এর সাথে তুলনা করেন তাহলে আমি বলব আপনি SEO এর S টাও শিখতে পারেন নি
    আসলে সবাই সব কিছু পারে না…আপনাকে যে HTML, PHP শিখতে হবে আমন কোন কথা নাই….আপনি যে জিনিস টা পছন্দ করেন বা করতে ভাল লাগে সেটাই শুরু করেন দেখবেন ভাল করতে পারছেন…আশা করি বুঝতে পেরেছেন

      @Nur Hasan: আপনার কথা ঠিক আমি SEO এর S টা ও শিখতে পারিনি। আমার দুর্বলতা হল আমি ইংরেজীতে কাচা। আর বাংলায় ‍SEO এ উপর যে সব টিউটোরিয়াল আছে সেগুলো দিয়ে আমার সাইটের SEO করতে পারি কিন্তু সেগুলো পড়ে আমি ওডেস্ক থেকে আয় করতে পারিনা।
      আর একজনে কাছ SEO শেখা শুরু করলাম সে আমাকে দিয়ে তিনদিন ধরে শুধু রেজিস্ট্রেশন করিয়ে নিচ্ছে। তার ভাষ্য মতে যদি আমি দ্রুত রেজিষ্ট্রেশন করতে পারি তাহলে আমি SEO তে তারাতারি সাকসেস হতে পারব। তাই আমি বলেছিলাম যেPTC আর SEO আমার কাছে একই মনে হচ্ছে।
      আমি PTC কে পছন্দ করিনা।

Level 0

mlm soho eydhoroner joto site ace bd te … ami mone kori sobgola site o mlm company amader jobu somaj k dhongsor jonno jothesto.

Level 0

Nur vaiya,amar salam niben. Ami ekjon student.Amar hate tai beshi taka thake na. Ja pai tar kichu jomiye sheratonbd.Com nam-e ekti ptc site-e ek mash age vorti hoyechilam. Site ti ekhon tar ki kaj jeno sharteche.Ekhon ki ami oi taka firiye niye ashte parbo?Please vaiya ektu janaben.

    Level 0

    @Powermun: সাইটটি দেখলাম MLM টাইপের …সাইটটি এর আগে কখনো ভিসিট করেছি বলে আমার মনে পড়ে না…ফ্রিল্যান্স হল বিনা পুজিতে এবং বিনা ঘুসে চাকুরীর ব্যবস্থা….আর যে সাইট গুলো জয়েন করার আগেই টাকা নেয় সেই সাইট গুলো নিয়ে আমার যথেষ্ট সন্ধেহ আছে আর অগুলো থেকে সব সময় ১০০ হাত দূরে থাকি….সাইটটি কর্ম প্রনালী নিয়ে আমার ধারনা নাই তাই বলতে পারলাম না যে টাকা ফিরিয়ে নিতে পারবেন কিনা…..

আপনি তো অনেক দিন পিটিসির পিছনে দৌড়াইছিলেন। আমি মাত্র ১ সপ্তাহ……..

    Level 0

    @SHAIKH NOOR-E-ALAM: আর সময় দেবেন না প্লিজ….১০০% গ্যরান্টি দিয়ে বলছি যদি কষ্ট করে একটু ঘাটাঘটি করে কিছু শিখতে পারেন তাহলে তাহলে হয়তো এই অধমের কথা একদিন মনে পড়বেই…

Level 0

অনন্য, অসাধারণ বুদ্ধিদীপ্ত টিউন। আমি ভীষণ আনন্দিত একজন বিপথগামী, প্রতারকের মুখোশ উন্মোচনে। আমি উল্লসিত অসংখ্য তরুনের সঠিক পথ দেখাবে এই লেখা। পিটিসি, এমএলএম ও অন্যান্য প্রতারণার ফাঁদ প্রত্যাখ্যান ও প্রতিরোধ করুক বাংলার তরুণ সমাজ। নুর হাসান ভাই সেরা টিউনার।

    Level 0

    @Mask: সেরা শব্দ টার মাঝে অনেক দায়িত্ব এবং নেশার গন্ধ আছে …যা থেকে আমি সবসময় দূরে থাকতে পছন্দ করি….এর আগের টিউনটি নির্বাচিত হবে ভাবিনি…তবে কেন জানি মনে হচ্ছিল যে আমার অভিজ্ঞতা যদি সবার সাথে শেয়ার করি তাহলে হয়তো কিছু সংখ্যক তরুন ফ্রিল্যন্সার কে বিপদ গামী থেকে সরিয়ে রাখতে পারব…তাই নিসংকচে আমার খারাপ অভিজ্ঞতার কথা গুলো জানিয়ে দিয়েছি…..
    আপনাকেও অনেক ধন্যবাদ লেখাটিতে কমেন্ট দিয়ে উৎসাহ দেবার জন্যে….

Level 0

vaia ami ptc kore 10usd paise. Amar paypal id te usd asse. 10usd paete, 6000 click korte hoise. Vai ami paypal verifi korbo kivabe? Kau bolben ? Ar jebone ptc korbo na. Amar 1gb up net lagse. 6000click korte.

পিটিসি চালাইছি ২০১১ সালের ফেব্রুয়ারি, মার্চ ও এপ্রিল মাসে। এরপর $50 ইনকাম করে তা আর তুলতে পারিনি। এরপর আর কখনই পিটিসিতে যাইনি।