ফ্রীল্যাংন্সিং এ 99Designs প্লাটফরম (Guaranteed INCOME)

আসসালামু-আলাইকুম

প্রথমেই ধন্যবাদ দিচ্ছি টেকটিউনস কে। কেননা তারা আমাদের জন্য তৈরী করেছেন এরকমের একটি প্লাটফরম।

আর এটা আমার প্রথম টিউন,যদিও অনেক দিন যাবত টেকটিউনসের সাথে আছি।

আর সকল টিউনার বন্ধুদের সাহায্য কামনা করছি। কেননা যাদের টিউন দেখে আমি এই টিউন টি করার সাহস পেয়েছি,আমার প্রত্যাশা তাদের পরবর্তি উৎসাহে আমি আরো সামনে এগিয়ে যেতে পারবো।তাই আমার ভুলগুলো হ্মমার দৃষ্টিতে দেখবেন।

প্রথম টিউন তাই বেশি এগুলাম না।

99Design একটি জনপ্রিয় ফ্রীল্যাংসিং সাইট।যেখানে একজন ব্যাক্তি তার graphics design এর মননশীলতা কে কাজে লাগিয়ে একটি ভাল আয় করতে পারেন। এ সাইটটিতে কাজ পাবার জন্য কোন বিট করতে হয় না।সাধারণত এখানে লোগো তৈরীর উপর শতশত কাজ পাওয়া যায় এবং তার মুল্য ৳১০০-৳২০০০-৳৩০০০ ও হয়।কাজের বিবরণ ও আইডিয়া  দেয়া থাকে তাই সহজেই কাজটি করা যায়।

এছাডাও আপনি অন্যের কাজ দেখে আইডিয়া নিতে পারবেন খুব সহজেই।

এহ্মেত্রে আপনার যা প্রয়োজনঃ

১। ইংলিশের উপর বেসিক জ্ঞান

২। ফটোশপ ও ইলেস্টটর এর উপর জ্ঞান।

ভয় পাওয়ার কোন কারন নেই।যদি আপনার ফটোশপ ও ইলেস্টটর এর উপর জ্ঞান না থাকে তাহলে একটু সময় নিয়ে টেকটিউনসের গ্রাফিক্স এর উপর লেখা টিউনগুলো দেখে দেখে সহজেই শিখতে পারেন। যদিও একটু দেরি হবে কিন্তু যাই হোক সফলতার তো কোন শর্টকাট নেয়।

আসুন তাহলে দেখি কিভাবে শুরু করা যায়( শুধু মাত্র নতুনদের জন্য)

প্রথমে এখানে ক্লিক করুন( এ সাইটটিতে কোন রেফারেল সিস্টেম নেই)

এবার যে পেজটি এসেছে তার উপরের ডান দিকে signup এর উপর ক্লিক করুন

এরপর পাবেন নিচের মত একটি পেইজ।যেখান থেকে আপনি আপনার প্রোফাইল আপডেট করতে পারবেন।

99Design সাধারনত চারটি পদ্ধতিতে তার পেমেন্ট করে থাকে।এগুলো হলঃ

১। মানিবুকারস

২। ওয়েস্টার্ন ইউনিয়ন

৩।

৪।

আপনারা সাহস দিলে এর উপর চেইনলি টিউন করবো।

আগামী পর্বে

99Design এর পেমেন্ট পদ্ধতির উপর বিস্তারিত আলোচনা করবো।

তারপর কিভাবে moneybookers এ রেজিঃ ও ডলার withdraw এর পদ্ধতি।

প্রোফাইল আপডেট ও  লেভেল কি?

এরপর কিভাবে ডিজাইন সাবমিট ও withdraw করতে হয়।

কনটেস্ট জিতার জন্য কিছু টিপস।

আশা রাখি সাথে থাকবেন ও ঊৎসাহ দিবেন।

আমার সম্পুর্ন ফ্রীল্যাংসির এর উপর তৈরী করা ব্লগটি দেখতে পারেন।যা বাংলায় করা হয়েছে।

এখানে যান।

কমেন্টস দিলে ভাল লাগবে।

ধন্যবাদ ৫ মিনিট সময় বিনিয়োগ করে আমার লেখাটি পড়ার জন্য।

Level 0

আমি আরাফাত আহমেদ রনি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 31 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

দেশের একজন সাধারণ নাগরিক এবং অসাধারণ হবার জন্য আপ্রান পরিশ্রম করছি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

খুব ভালো হচ্ছে ভাইয়া… চালিয়ে যান।

সুমন ভাই প্রথমেই আপনার কমেন্টস।আহ! আমি ধন্য

অনেক ডিজাইন জমা দিয়েছি। একটায় ও জিতি নাই।

    Level 0

    @SHAIKH NOOR-E-ALAM: vai, amio kicu design korcilam..but apnar motoi obosta :(..apner profile ar tikana ta ki deya jabe?

Level 0

khub valo tune

আপনার টিউন টি পড়ে খুব ভালো লাগল। এধরনের একটি টিউন পড়েই আমি ৯৯ ডিজাইনস এ অ্যাকাউন্ট খুলেছিলাম এবং ২ টা iPhone icon ডিজাইন প্রতিযোগিতা জিতেছিলাম কিন্তু এখন আর অংশগ্রহন করা হয় না।

Level 0

nice post..

Level 0

vaia bd thake paypal verifai korbo kivabe?

Level 0

ভাই আমি ফটোসপ ইলোস্ট্রটর সহ অনেক প্রোগ্রাম জানি তবুও ইন্টারনেটে ইনকাম করতে এসে এখন দেয়ালে পিঠ ঠেকার মত অবস্থা। প্লিজ আপনার টিউনটি চালিয়ে……………………

ধন্যবাদ বন্ধুরা। একটি বিদ্যালয় থেকে সব সময় সব শিহ্মার্থী ভাল করে না। এটা বিদ্যালয়ের দোষ নয় তেমনি এহ্মেত্রেও।তবে খেয়াল করে দেখুন টমাস আলভা এডিসন ৯৯৯৯ বারের পর বাল্ব আবিস্কার করেন।তাই আমি বলতে চাই তার ১০০% এর ১% করলেই আপনি সফল হবেন।ইনশাল্লাহ

Level 0

Rony Vai Apni ki Ai site e kaj koren………. Korle janaben,…………………………………..

Level 0

ধন্যবাদ ভাই, চালিয়ে যান। আপনার পরবর্তী টিউন এর জন্য অপেক্ষা করছি।

Level 0

eirokm aro koekta siter nam bolte perben ??? :))

খুব ভালো লিখেছেন।
ভাই কোখায় হারাই গেলেন.. পরবর্তী টিউনের অপেক্ষায় আছি।