আসুন ফেসবুক কে ব্যবহার করি নিজের উন্নতির জন্য

টেকটিউনস এ গত কয়েকদিন ধরেই ফ্রীলেন্সিং নিয়ে টিউন হচ্ছে । যা খুবই সময় উপযোগী বলেই আমার মনে হয় ।( গত কাল আমাকে একজন বলে সে নাকি ফ্রী লেন্সিং করার জন্য অনেক অফার পাইছে । আমি হাসব না কাঁদবো বুঝে উঠতে পারলাম না । শুধু বললাম , ভাই আপনার ভুল হচ্ছে ফ্রী লেন্সিং করার জন্য কেও কাওরে অফার করে না । বুঝুন আমাদের দেশের ডিজিটাল অবস্থা )  কিছু দিন আগে নুর ভাই এর টিউন পড়ে আমি চিন্তা করলাম উনি যা বলেছেন তা  উনার মতো একজনের না এমন সময় নষ্ট আমরা সবায় প্রতিনিয়ত করে যাচ্ছি । একজন নতুনের আগমন ঘটে এই ফ্রীলেন্সিং নামে বিশাল সমুদ্রে , সে আসে এবং সবার আগে ভাবে এইবার পাইছি কিছু আয় করে নেই । তারপর কিছু ব্লগে ঢুকে । সেইখানে পড়ে কিছু বিভ্রান্তিকর ব্লগ । তারপর সোজা ক্লিকিং । ( এমন হতভম্ব অবস্থায় আমিও পড়েছি ) । আমার ইন্টারনেট এ হাতে খড়ি ২০০৯ সাল এর ডিসেম্বর এ সাইবার ক্যাফেতে । এমন কোন উদ্দেশ্য ছিল না , বসতাম পিসির সামনে । কিছুক্ষন ঐ সাইট এ থাকতাম , কিছুক্ষন আরেক সাইট এ । ফেসবুক এ একাউনট খুলতে জানতাম  না । খুলে দিল একজন বন্ধু । মাঝে মাঝে ফেসবুক এ ঢুকতাম । ঢুকে কি করবো সেইটা বুঝতাম না । লজ্জাই কাওকে জিজ্ঞেস করতাম না । কি না কি ভাবে আবার । এর মধ্য সন্ধান পেলাম অনলাইন থেকে ইনকাম করা যায় । পিটিসি নামের একটা সাংঘাতিক ব্যাপার আছে , ক্লিক করলেই টাকা । যার থেকে জানলাম তার পিছনে কিছুদিন ঘুরলাম । কোন ভাবেই সে বলবে না । এই সব সবায় জানে না । আমি ভাবলাম সাংঘাতিক তো। যাই হোক অবশেষে সে দিল , আর বলল ভাই প্রতিদিন ক্লিক মারবা । তাইলেই টাকা পাবা । আমি তো মহা খুশি । প্রতিদিন সাইবার ক্যাফে যাই আর ক্লিক মারি অনেক গুলু পি টি সি সাইট এ। আমার সায়বার ক্যাফের বিল আসে প্রতিদিন ৩০ টাকা করে । ভাবলাম যাক না , টাকা তো আসবে ।২ মাস পর টনক নড়ল , টাকা তো আসে না । এরমধ্য সাইবার ক্যাফের বিল দিতে দিতে আমি শেষ। অবশেষে হতাশাই বিদ্ধ হলাম । ২০১০ সালের শেষের দিকে বন্ধু একজন খবর দিল টেকটিউনস এর । আসলাম আর হতভম্ব হইয়ে গেলাম । এইসব কি । এত তথ্য। সাইবার ক্যাফে তে যাই আর টেকটিউনস গিলে খাই । কত কম্পিউটার এর সেটিংস্‌ যে উলটা পাল্টা করে দিসি তার ইয়ত্তা নাই (টিপস পড়ে কাজ করতে গিয়ে 😀 )। অবশেষে একদিন কম্পিউটারও নিয়ে নিলাম (২০১০ সালের শেষ দিকে ) । আর চিন্তা কিভাবে ফ্রী লেন্সিং জগতে নিজের একটি প্লাটফরম দাড়া করাবো । শিখার প্রবল আগ্রহ বার বার হোঁচট খাই নিজের নেট স্পীড আর আর্থিক গত সমস্যার কারনে । এরও একটি সমাধান বের করে ফেলেছি এখন ।

আমার মতো যারা কিছুটা সমস্যার মধ্য আছেন পারিপার্শ্বিক অনেক গুলু ব্যাপার নিয়ে । শিক্ষক খুঁজে পাচ্ছেন না আপনার আশেপাশে।গুগলটা ঠিকমত বুঝতে পারেন না । তারা ফেসবুকটা কে একটি শিক্ষা প্রতিষ্ঠান বানিয়ে ফেলেন। ফেসবুক তাকে আমরা কেও ভালমত ব্যাবহার করতে পারি না । কিন্তু চাইলেই এইখান থেকে প্রচুর কাজের আউটপুট পাবেন। কিভাবে?

ফেসবুক এ আজকে থেকে সব আকাইম্মা কাজ বন্ধ করে দেন । আপনার যদি আই টি জগত নিয়ে আগ্রহ থাকে , বন্ধুত্ব করুন অইসব আই টি পাগল মানুষ দের সাথে । চ্যাট করুন তাদের সাথে । আপনার সমস্যা খুলাখুলি বলুন তাদের । তারা হেল্প করবেই, নিশ্চিত থাকুন । তখন বলতে না পারলেও পড়ে বলে দিবে আপনার সমাধান । ( আমি তো জ্বালায় মারি সবাইরে । কিন্তু কেও এতটুকু রাগ হয় না। 😀 )

আরও ভালো হয় যদি আপনি জইন করেন ফেসবুক এর ব্লজ্ঞিং , ফ্রী লেন্সিং গ্রুপ গুলুতে । তারা আপনাকে সাহায্য করার জন্য বসেই আছে , শুধু আপনার প্রশ্নের জন্য অপেক্ষা। তাছারা অন্যর সমস্যার সমাধান থেকেও আপনি শিখতে পারবেন প্রচুর। এর চাইতে বড় সুবিধা আর হয়তে পারেনা। আমাদের একটা দোষ আছে আমরা প্রশ্ন করতে ভয় পাই , পাছে যদি কেও কিছু বলে । ভাই প্রশ্ন করতে না জানলে কখনয় কিছু শিখতে পারবেন না । তবে আপনি যে বিষয়ে জানতে চান প্রশ্ন করার আগে একটু কষ্ট করে গুগল সার্চ করবেন। এরপর তাদের দেওয়া তথ্য পড়বেন । তাহলে গ্রুপ গুলু আপনাকে যে সমাধান দিবে তা বুঝতে আপনার জন্য একদম সোজা হবে । গুগল এর উপর কোন শিক্ষক তো হতে পারে না তাই না ?

এত কিছু লিখার জন্য আবার ভাবিয়েন না আমি অনেক বড় একজন ফ্রী লেন্সার । আমি এখনো শিখতেসি । কিছুই তেমন পারি না । তবে আমি ফ্রী লেন্সিং ভালবাসি। এইখানেই ভবিষ্যতে নিজেকে দেখতে চাই। আমার মতো সময় নষ্ট যাতে আরেকজনে না হয় তাই এই ব্লগ লেখা । আর শুধু নিজের অভিজ্ঞতা শেয়ার করলাম ।

সব শেষে একটি মজার কিন্তু ভাবার জন্য প্রশ্ন

ভাইজানরা বিয়ের বায়োডাটাতে জোর গলায় কি বলতে চান আমি একজন ফ্রী লেন্সার  , নাকি একজন পিটিসি সম্রাট ।

প্রশ্ন রেখে গেলাম , ভেবে উত্তর বের করুন ।

শুভ কামনা সব নতুনদের জন্য । একটু সময় দেন নিজেকে ডেভেলপ করতে । আশা করি কখনয় হতাশ হবেন না ।

Level 0

আমি মাহমুদ শরফুদ্দিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 203 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

''সহজতার মনোভাব আমরা প্রকৃতি থেকে শিখে নেই। তবে এমনই কপাল খারাপ যে আমরা সবসময় তা এড়িয়ে চলি...!!!!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ami anek ptc site kajkorlam je poriman dollar target ashe pay/alardpay cash reqesht korle kothai jeno chole jai are dollar kaj valo lagena.

    @Aung Shing: আমার অবস্থা ঠিক আপনার মতোই ছিল । তবে হতাশ হবেন না । কাজ শিখুন একটু কষ্ট করে । অনেক শুভ কামনা আপনার জন্য 😀

Level 0

ধন্যবাদ। আপনার লেখা পড়ে আমি উৎসাহিত হয়ে পূর্বের টিউনগুলো দ্রুত পড়লাম। বুঝতে পারলাম, আপনি গঠন মুলক সমালোচনাকে স্বাগত জানান। আরও উৎসাহী হয়ে সমালোচনা করতে বসলাম (বাঙ্গালী যাতে দক্ষ)। আপনার লেখায় বাস্তব পরিস্থিতি ছবির মতো উপস্থাপিত হয়েছে। আপনাকে খুব পরিচিত মনে হয়েছে। আশেপাশেই অনেক তরুণরাই আপনার মতো। তবে তাদের বেশিরভাগের সাথে আপনার অন্তত দুটি বড় পার্থক্য আছে। ১. আপনি মেধা ও আগ্রহের কারণে কম সময়ে ভুল ও সঠিক পথ চিহ্নিত করতে পেরেছেন, ২. লেখনির মাধ্যমে সচেতন করছেন, পথ দেখাচ্ছেন।
আপনার লেখা কিছুটা সংক্ষিপ্ত, কিন্তু সহজবোধ্য ও শক্তিশালী। তবে সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল গতি। দুর্বলতা ও আছে, বাংলা বানানে। ভাই শেষ কথা, আরও বেশি লিখুন, আরও বড় লিখুন যে কোন বিষয়ে। অনেক ধন্যবাদ।

    @Mask: আপনার গথন মুলক মন্তব্য আমার অনুপ্রেরনা হয়ে থাকল । অনেক ধন্যবাদ আপনাকে । ভালো থাকুন

Level 0

apnar facebook id ki pete pari ?

Valo Bolecen vaijan…Chaliye jan…

Level 0

Thanks………

Level 0

Obossoi Free Lancher :p

ভাই অনেক ভাল লিখেছেন চালিয়ে যান

অনেক ধন্যবাদ।

Heavy and real writing.Bangladesh want such as writer but not as destiny style.

Level 0

ptc kick :d

এমন একটা সুন্দর টিউন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।ভাই আমি ফ্রীলেনসার জগতে নতুন,এই একটু আধটু মাইক্রোওয়ার্কাসে কাজ করি।আমার এক ফ্রেন্ড বলল যে ,সে নাকি ফেসবুক লাইকের কাজ করে কিন্তূ তাকে জিজ্ঞাস করলে সে বলেনি ,ভাই আমি এই বিষয়ে জানতে খুব আগ্রহি ,দয়া করে একটু বলবেন।দয়া করে আপনার ফেসবুক আইডি টা দিবেন।ধন্যবাদ।

    @Md.ibne hasan sarker: ভাই একটু আধটু থেকেই অনেক বেশি ধীরে ধীরে জানবেন । এইটাই বাস্তবতা । আমি নিজেও শিখছি , তাই শিক্ষকের মতো কথা বলা আমার উচিত হবে না । আর আপনার বন্ধু সম্ভবত কিছু সাইট আছে যারা বলে ফেসবুক লাইক করলে টাকা দিবে । হইত দিবে তবে অনেক সময় নষ্ট করবে আপনার । সে যদি কোন বায়ার থেকে এই কাজ পেয়ে করে তবে সেইটা ঠিক আছে । আর যদি তা না করে তবে বলবো উনি কিছু টা সময় নষ্ট করছেন । যাই হোক ফেসবুক থেকে ইনকাম টা মুলত প্রত্যক্ষ ভাবে আসে না , পরোক্ষ ভাবে আসে । সেইটা না হই অন্য কোন দিন বলবো । আমি শুধু আমার মতামত দিলাম । ভালো থাকবেন । শুভ কামনা আপনার জন্য । অনেক ধন্যবাদ 😀 😀 😀

Level 0

mora oneke onak bola moi join kari na.,

Level 0

aha…ami akhana notun ami kibabe post karbo bojina..

Level 0

baparta age vebe dekhini… apni jeta bolechen seta sotti kora jete pare, fb te friend request pathalam, accept kore neben.

lekhata darun hoyeche … chaliye jaan 🙂

    @UFO: ভাবার জন্যই এই টিউন । আশা করি ফেসবুক আপনাকে এখন থেকে অনেক সাহায্য করবে 😀 😀

Level 0

ভাই PTC সাইট গুলোর পিছনে ঘোরা ছেড়ে দেবো ?

    @sk: একেবারে মাথা থেকে ঝেরে ফেলুন ভাই । আর শপথ নেন আর ঐ পথে যাবেন না বলে । 😀 😀

Level 0

thanks a lot….

Level 0

অনেক সুন্দর লিখেছেন ভাই…. আসলেই তাই গুগল এবং ফেসবুকই হচ্ছে সবচেয়ে বড় শিক্ষা প্রতিষ্ঠান।

Level 0

ভাই আপনাকে অনেক ধন্যবাদ। আপনার মূল্যবান মতামতের জন্য। আমি ো এখান থেকে কিছু শিখার চেষ্টা করতেছি।

vai onak valo laglo apnr posta