যেভাবে নিজেকে একজন 3D আর্টিস্ট এবং ডিজাইনার হিসেবে গড়ে তুলবেন

How to 3d artist

3D মুভি, আনিমেশন, গেইম নিশ্চই দেখেছেন, খেলেছেন....মজা পাননি এমন কেউ খুজে বের করার মত বড় রিস্ক আমি কখনই নিতে চাই না...আমি জানি আপনিও চাইবেন না, কারন শিশু কি বুড়া সে যেই হোক না কেন কেমন জানি একটা রহস্যের মত হাসির সিনেমা গুলোতে হাসি-মজাদার রহস্য ছড়িয়ে দেয়। আর গেমারদের নিয়ে কিছু বলার নাই, তবে একটু কম খেলেন ভাই.....

কখনো ভেবে দেখেছেন এগুলো কিভাবে তৈরী করে ?


কিসের মধ্যে কি প্রশ্ন করে বসলাম দেখেন তো ? আমার তো খেয়ে দেয়ে কাজ নেই সিনেমা দেখার সময় এই গুলা মাথায় আসবে...না অনেকেই ভেবে দেখেছেন নিশ্চয় এবং জানতেও পেরেছেন আশা করি...তাহলে আর কাজ নাই আপনার এই পোষ্ট পড়ে...থেমে যেতে পারেন

তবে যদি মনে করেন জানতে চাই আরো কিছু তাহলে সাথে চলুন ....


আপনি কি নিজেকে একজন ক্রিয়েটিভ মনে করেন ?


উত্তর যদি হাঃ হয়, তাহলে আপনাকেই খুজছি এই পোষ্ট লেখার জন্যে, হা এই জিনিসটা একটু লাগবেই এই পথে আগাবার জন্যে,

আর যদি নিজেকে ক্রিয়েটিভ মানতে না পারেন তাহলে একটি পথ আপনার জন্যে খোলা আছে সেটি হল প্রচন্ড আগ্রহ এবং প্রাকটিস করার মনমানসিকতা...

আরো কিছু লাগবে...

১। প্রচুর ধৈর্য লাগবে

২। 2D(X,Y) এবং 3D(X,Y,Z) জগত সর্ম্পকে নুন্যতম ধারনা এবং পার্থক্য গুলোও বুঝতে হবে।

৩। 3D(X,Y,Z) পরিমাপ সর্ম্পকে ধারনা থাকতে হবে

৪। মডেল নিয়ে প্রচুর ঘাটাঘাটি করার অভ্যাস লাগবে।

ধরে নিলাম আপনি পারবেন উপরের চরম ঘাট গুলো পার হতে পারবেন(!) তাহলে চলুন এবার


কিভাবে শুরু করবেন ?


কখনোই ভাববেন না যে একরাতেই 3D আর্টিস্ট হয়ে যাবেন(হতে পারলে মিষ্টি খাওয়াবেন!!!),

আগে নিজেকে প্রশ্ন করুন খুব স্থির ভাবে আপনি কি সত্যি একজন 3D আর্টিস্ট হিসেবে নিজের ক্যারিয়ার গড়ে তুলতে চান  নাকি কৌতুহল এর সাথে কাজ চালাবেন ?

আপনি যদি মনে করেন আপনার ক্যারিয়ার শুরু করার অনেক সময় আছে তাহলে আস্তে আস্তে এগুতে পারেন আর যদি মনে করেন আপনি এই কাজ গুলো নিয়েই থাকতে ভালবাসবেন বা নিজের প্রফেশন গড়ে তুলতে চান তাহলে নিচের ঘাট গুলো শুধু মাত্র আপনার জন্যে...

3D Max দিয়েই শুরু করুন

Autodesk 3ds Max

সফটটি একথায় অসাধারন এবং বেশিরভাগ মডেলারই এর মাধ্যমে শুরু করে পরে আরো সফট এর দরকার হয়

নেট থেকে ডাউনলোড করার চেয়ে মার্কেট থেকে একটা DVD কিনে নিন এর পর যাত্রা শুরু করুন, বর্তমানে এর ভার্সন-১২ চলছে বেশ দারুন ইন্টারফেস

মুভি, গেইম কালেক্ট করুন যার কাছে যা আছে ....

অগেই একটা অনুরোধ করব.... মুভি এবং গেইম খেলার পরামর্শ দেব শুধুমাত্র শেখার জন্যে তাদের কাজ গুলো ভাল ভাবে লক্ষ্য করার জন্যে, বিভিন্ন পরিবেশ, কারেক্টার, অনুভুতি, ফাইটিং, রঙ এর কাজ, একশন আরো অনেক কিছু যা শুধুমাত্র ভালভাবে লক্ষ্য করলেই আপনার আগ্রহ এবং উৎসাহ বাড়াতে সাহায্য করতে পারে...

আর যদি শুধু মাত্র সময় কাটিয়ে সিনেমা, গেম খেলে পার করে দেন তার জন্যে আমি কোন ভাবেই দায়ি থাকব না....(!!)

তাহলে বেশি বেশি করে 3D মুভি দেখা শুরু করতে পারেন(দয়া করে নিজের ভালটা বুঝবেন)

Youtube এর সাহায্য নিতে পারেন হাজারো 3D ক্লিপ দেখার জন্যে

গেইম গুলো খেলতে খেলতে পরিবেশ গুলো দেখতে পারেন, বিভিন্ন বিষয় বস্তুর উপর নজর রাখতে পারেন....

দরকার প্রাক্টিস প্রচুর পরিমানে

আপনার আশেপাশে যা আছে ভাল করে দেখুন এবং বানাতে চেষ্টা করতে থাকুন

সময় সল্পতার জন্যে খুব ভাল করে লিখতে পারলাম না বলে আন্তরিকভাবে দুখিত

আগামীতে ইনশাল্লাহ আরো বিস্তারিত লিখব

সবাই ভাল থাকবেন

Level 0

আমি Nur Hasan। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 102 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

শিখে যাচ্ছি যা খুসি ভাল লাগে.... তাই ফেইসবুকে আমিঃ https://www.facebook.com/hasanrang05


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ভাই কি থ্রিডি ডিজাইনার??
আমার খুব সখ এইসব ব্যাপারে……….

    Level 0

    @zonayedpca: হা ভাই……কাজ করছি 3ডি আর্টিস্ট হিসেবে

Level New

vai chaliye jan

Nur Hasan vai kichu mone na korle apnar skype id daea jabe?
amio 3d nie gahata ghati kori to,ektu jogajog rakhtam.
my id :nano3ddreams

Level 0

VALO LAGLO

ভাইয়া নিয়মিত এটা নিয়ে চালিয়ে যান। খুব চমতকার যুগোপযুগী পোষ্ট হয়েছে। আমি এ ধরনের পোষ্ট খুজছিলাম।

    Level 0

    @আরিফ: শুধু পোষ্ট খুজলে হবে না…Youtube এ চলে যান হাজার টিউটোরিয়াল পাবেন…. শিখতে থাকুন

এই ধরনের ভাল মানের একটা সফট দরকার। থাকলে শেয়ার করবেন।

    Level 0

    @আরিফ: Photoshop আর 3D Max হলে চলে যাবে আপনার দয়া করে ডাউনলোডের ফ্রী লিঙ্কের অপেক্ষায় না থেকে একটা ডিভিডি কিনে আনুন আর youtube থেকে শুরু করুন

আপনার কথা গুলো আমার মনের কথা গুলোর সাথে কেমন যেন মিলে গেল।

Level 0

এটা কি হলো? শুধু থ্রিডি মুভি আর গেম দেখলেই হবে। আর কিছু করা লাগবে না। আরে ভাই এগুলো তৈরীর পদ্ধতিই যদি দিতে না পারেন তাহলে কিসের পোস্ট। ফাও কথা। আপনার আর পোস্ট দেয়ার দরকার নেই।

    Level 0

    @touhid92:
    এক পোস্টেই সব চান ? তাহলে আমার কাছে চলে আসুন,

    আপনার মত জ্ঞানীরও আমার পোস্ট পড়ার কোন দরকার নাই..

নুর ভাই ভালো লাগলো একজন বাংলাদেশি 3D Artist এর লেখা পড়ে ।

পথ দেখানোর জন্য ধন্যবাদ.আপনি খুব গুছিয়ে লিখতে পারেন, পরবর্তিতে এই টিউনের ধারাবাহিক টিউন পাব তো, না কি ?

Level 0

আমার Intel 2.93 GHz LGA 775 Core 2 Duo E7500 Processor, ASUS P5G41T-M LX3 DDR3 Motherboard, 4GB DDR3 RAM, Asus AMD HD 6570 1 GB DDR3 Graphics Card এই কনফিগারেশনের ডেস্কটপ পিসি আছে । এই ডেস্কটপ পিসি টি কী 3DS MAX জন্য উপযোগী ? যদি না হয় তাহলে একটা ডেস্কটপ পিসির কনফিগারেশন দেন তাহলে খুব ভালো হয় ।

    Level 0

    @Debolina: তুফান গতিতে চলবে…. নিশ্চিন্তে

Level 0

ভাই আমার খুর সখ ৩ডি শেখার
আপরার প্রয়োজন আমাদের
আপনাকে অসংখ্য ধন্যবাদ!!!!!!!!!!

ভাই 3D শেখার জন্য আমি প্রস্তুত আপনি আসিবেন টউন নিয়ে কবে??????

vai tune ta chaliye jan….

নুর ভাই আপনি যে বললেন আপনার কাছে আসার জন্য দেখে শেখার জন্য কিন্তু কই আপনার মোবাইল নাম্বার তা দিন কিভাবে আপনাকে কাছে পাব……আমার শেখার খুব ইচ্ছা সফটঃ সবই আছে কিন্তু ব্যবহার জানি না।

Level 0

প্রথমে MAYA দিয়ে শুরু করে ছিলাম পরে 3ds max শুরু করি । maya থেকে 3ds max অনেক সহজ । আর এই কাজে একবার ঢুকে পড়লে, না শেষ করে পারা জানা না । পুরোই নেশা ধরা একটা কাজ ।