কিছুক্ষন এগে একজন আমার কাছে একজন খাস করে শুধু একখান খবরের কাগজ হাতে করে নিয়ে এসেছে আমাকে দেখানোর জন্য। আমি তার দিকে তাকিয়ে বলছি এই তুমি এইরকম করছো কেন আর তোমার চেহারার অবস্থা এমন হলো কি করে। তুমি কি? সোনার হরিন পেয়েছো নাকি? 😛
সে এতো স্পীড এ এসেছিলো যেনো মনে হলো সে সোনার ডিম পাড়া রাজহাঁস পেয়ে গেছে!। আমি বললাম কি হয়েছে তা খুব আরামে বলতে পারো।
সে আমাকে পেপার এর একটা পাতা দেখিয়ে বলে দেখুন এখানে কি? লেখা আছে? আমিও খুব তাহাহুরা করে দেখতে গেলাম ভাবলাম হয়তো লটারির মাধ্যমে ৪০ লক্ষ টাকা পেয়ে গেছে।
পেপারে চোখ বুলালাম কই এইতো দেখি পকম্পিউটার প্রজুক্তি পাতা এখানে লটারির খবর থাকবে কেন? তারপরেও দেখলাম নাহ! সেই রকম কিচ্ছু নাই 🙁 আমি বললাম কি দেখাইতে নিয়ে আসছো এই খবরের কাগজ। সে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলো একটা শিরোনাম "ফ্রিল্যান্সার আউটসোর্সিংয়ে জনপ্রিয় সাইট ডোল্যান্সার" আমি অবাক হয়ে সেই খবরটা পড়লাম যে এখানে নাকি সফটওয়্যার ডেভেলপার, গ্রাফিক্স ডিজাইনার, ওয়েব ডিজাইনার সহ ডেভেলপার রা নাকি কাজ করে লাখ লাখ বৈদেশিক মুদ্রা আয় করছে!
আমি মনে মনে ভাবছি যে "আমি মনে হয় সব চেয়ে ভুল কামটাই করেছি এই "যে খায় ঘর সংসার তার নাম দুলানছার" কোম্পানিতে তে জয়েন না করেই। আমি এতো কিছু জানি যেমনঃ ফেসবুকে চ্যাঁট, বন্ধুরাকে পোক, গেম খেলতেও পারি। তাহলে নিশ্চয় আমি একখান খাঁটি দেশি দুলানছার হয়ে যাবো।
যায় হোক আমি তাকে আর কিছু না বলে চুপ করেই সপ্নের সেই বুড়ো জগতে। আমি যেনো এক পুরাতন যুগে চলে এসেছি। এবং আমি দেখছি যে আমার সামনের বুইড়া একখান কম্পিউটার এবং সেই কম্পিউটার এর স্ক্রিনে অনলাইন এ আয় করার জন্য বেশ কিছু নামি দামি প্ল্যাটফর্ম ভাসছে। যেমন Elance, Frelancer, oDesk, Scriptlance সহ আরো অনেক কিছু। এবং আমি সেইগুলোই নিয়ে সারাদিন কাজ করছি। পুরাতন যুগে নতুন কিছু সিখছি এবং সাথে বেশ টাকাও পাচ্ছি। হয়ে গেছি গ্রাফিক্স ডিজাইনার, ওয়েব ডেভেলপার আরো না জানি কত কি!
সে আমাকে একটা ধাক্কা দিয়ে বলল অবাক হয়ে গেছেন আতিক ভাই। তাই আমার সেই স্বপ্ন ভাইঙ্গা যায় 🙁 ইস স্বপ্ন না বেশ মধুর ছিল যা আপনাদের বলে বোঝাতে পারবো না।
যায় হোক আমি তাকে বললামঃ ভালয় টাকা যেমন হাতিয়ে নিচ্ছে তেমনি জনগণের কাছে নামও কিনে নিচ্ছে। তবে একটা জিনিষ লক্ষ্য করেছো আমাদের মতো আতিকুর এর কোনদিন পরিবর্তন আসে নাই। আর তুমি ভাবছো এইটা দেখে আমি নাচবো? অবশ্যই না! কারণ আমি তোমাদের মতো মহিলা নয়। আমি মাথা উচু করে বলতে পারি "আমি একজন ফ্রিলান্সের" আর তোমরা বলতে পারবে? সেতো চুপ হয়েই গেলো ২০-২৫ সেকেন্ড পরে আমাকে বলছেঃ যানেন আমি মাত্র ১০০টা ক্লিক করে ১ডলার পায় এবং সেটাকে অন্যের কাছে বিক্রি করে ৭০টাকা পায়।
বললাম তাই নাকি? তাহলে তুমি আমার বাড়ি চলে আসো তার চেয়ে ৫ডলার দেবো যদি তুমি প্রতিদিন শুধু আমার জুতো পরিস্কার করে দাও। তাও আবার সেই ডলার উঠাইতে গেলে ৮৫ করে পাইবা।
আমি আরোও বললাম যে জানো তুমি এখানে যতটুকু টাকা দিয়ে সময় নস্ট করছো তার চেয়ে যদি তুমি শুধু ইন্টারনেট এর খরচ দিয়ে কিছু সেখো তাহলেই তুমি তার চেয়ে বেশি আয় করতে পারবে। যেমন আমি পারি। আমি তাঁকে আর কিছু বলিনি কারণ সে যেভাবে এসেছিলো তার থেকে এখন দেখি তার চেহারার অবস্থা খারাপ।
আসলে সে আমাকে খুব বলতো যে ভাই একখান দুলানছার করেন আপনার ১দিনেই টাকা উঠে যাবে। আমি বলতাম টাকা দিয়ে মানুষের ঘরে হাত পাততে যাবো না। আর আমার সময়ের দাম আছে। তুমি আর কনোদিন ফালতু এইসব নিয়ে আসবে না।
ওয়েব সাইটিটে ভিজিট করলাম। কই সাইট তো লোড-ই হচ্ছে না। কয়েকবার রিলোড দিলাম কাজ হলো না, তাই আমার অন্য কাজ করতে শুরু করি। বেশ কিছুক্ষন পর ট্যাব ক্লোজ করতে গিয়ে দেখি একখান বুড়ো চেহারার ওয়েব সাইট ওপেন হয়েছে এবং বেশ পরিচিত মনে হচ্ছে। অ্যাড্রেস বারে চোখ রেখে দেখি দুলানছার.কম আবছা ভাবে খেয়াল করে দেখলাম ভুল করে ফ্রিলান্সার.কম সাইটের পুরাতন চেহারা চলে এসেছে তাই দিলাম রিলোড কিন্তু নাহ! কাজ হয়না আবার ৫-৬মিনিট অপেক্ষা করার পরে সেই আগের অবস্থায়। এবার একটু ভালো করেই দেখলাম যে শুধু লোগো ও তাদের সাকসেস স্টোরি ছাড়া সবকিছুই একই।
যা যা দেখলাম তা আমার চোখ কে বিশ্বাস করাতেই পারছিলাম না। সেই সাইট নাকি "The world's largest outsourcing & Website leasing marketplace!" দুনিয়াতে সবচেয়ে বড় সাটের মধ্যে একখান।
এবার তো আরোও মাথা ঘোল! কাজ শেষ হয়েছে ০টা টাকা আয় হয়েছে $1410383.25 এতোগুলা? ভাবতেই অবাক হয়ে গেলাম। মনে মনে ভাবলাম হয়তো ঘরে বসে বসেই কাজ না করেই আয় করতে পারবো। আগে যে ওয়েব সাইট গুলোতে কাজ করতাম তা বাদ দিয়েই দেব! দিলাম সালাকে সাইন-আপ লিংক এ ক্লিক। কিন্তু একটি এই নিবন্ধন ফরম সকলের জন্য নয় 🙁
এবার আমার তারকাটা ব্রেন দিয়ে একটু পরিক্ষা-নিরিক্ষা করার জন্য অভিযান চালাইলাম। দেখলাম একখান ক্লোন স্ক্রিপ্ট দিয়ে সেই সাইটটি তৈরি যার নাম হচ্ছে RBS (Reverse Bidding System-Scriptlance Clone) যে স্ক্রিপ্ট আবার কোড-ইগনিটার পিএইচপি ফ্রেমওয়ার্কে দিয়ে তৈরি করা। এবার আরোও পরিক্ষা করে দেখলাম ১০+ এসকিউএল এরর মানে হ্যাকার দের কবলে যেকোনো সময় পড়তে পারে :)।
এবার চললাম কোম্পানি সমন্ধে জানতে দেখলাম ডোমেইন লক করা আছে। মানে এতো বড় একটা কোম্পানির ঠিকানা গোপন? কিন্তু কেন?
আমি সুনেছি এই ওয়েব সাইট নাকি এমএলএম পদ্ধতিতে ব্যবহারকারীকে নিবন্ধন করা হয়। তাহলে এবার আসুন আপনাদের একটু
মনে করুণ আপনি একটি এমএলএম কোম্পানিতে জইয়েন করলেন দিলেন ৫০০ টাকা। আপনার এই ৫০০টাকা উঠানোর জন্য আপনাকে অবশ্যই কয়েকজন লোক কেও জয়েন করাতে হবে। তাহলেই না আপনার টাকা উঠবে। মনে করুণ আপনার কোম্পানি একজন লোক জয়েন করার জন্য আপনাকে ১০০টাকা দিবে তাহলে আপনার ৫০০টাকা উঠানোর জন্য কইজন লোক কে জয়েন করাবেন নিশ্চয়ই ৫ জন অথবা লাভ করার জন্য তারোও বেশি।
আপনি দিলেন ৫০০ টাকা আর আপনার ৫জন বন্ধু দিলো ৫০০টাকা করে(৫০০X৫)= ২৫০০টাকা তাহলে কোম্পানি পেলো কত? কোম্পানি আপনাকে ৫০০ দিয়েছে তাহলে কোম্পানি পাইলো ২০০০টাকা লাভ সুধুই আপনার কাছ থেকে। একই ভাবে অন্য ৫ জনের কাছ থেকে কোম্পানি পাবে ১০হাজার টাকা তার মানে হলো কোম্পানি পেলো ১০০০০+২০০০=১২০০০ টাকা।
মেজাজটাই খারাপ হইয়া গেলো 🙁 ইস যদি একখান কোম্পানি খুলবার পাইতাম 😛
তাহলে বুঝুন আপনি নিজেই বড়লোক হচ্ছেন কিন্তু? কিচ্ছু করার নাই কারণ আপনাদের মাথায় যদি এমএলএম ঢুকে যায় তাহলে আমি তো দুরের কথা কে পারবে তা আল্লাহ ছাড়া কেউ জানে না।
ইস! আজ এখানেই সমাপ্ত! মনে রাকবেন। আপনি ঐরকম যত সাইট আছে যেমনঃ স্কাইলান্সার, টেকলান্সার, অনলাইনঅ্যাডক্লিক, ডুলান্সার সহ আরোও অনান্য এমএলএম কোম্পানি এরা কখনো অন্যের উপকার চাইনা, চাই শুধু নিজের পকেট লোড করতে। ফ্রিলান্সিং এর নামে মানুশ কে ধোঁকা দিচ্ছে এরা কেড়ে নিচ্ছে সকলের মুল্যবান সময় সহ তাদের অর্থ।
আমার নিজের চোখে দেখা একজন তার চায়ের দোকান বিক্রয় করে একটা কম্পিউটার কিনে সেই এই কাজ করছে, সে বুঝতেই পারেনি যে এর ভিতর খুবিই অন্ধকার।
আপনারা যারা এই কাজ করার জন্য একটি বা তার অধিক কম্পিউটার কিনেছেন তারা অবশ্যই নতুন করে ভাবতে সিখুন এবং আপনি যতটুকু অইদিকে সময় ব্যয় করেন সেই সময়টুকু ব্যয় করে নতুন কিছু সিখুন। দেখবেন আপনার জীবনে অনেক উন্নতি আসবে।
আমার এক ছোট ভাই সে মাত্র পঞ্চম ক্লাস পর্জন্ত লেখা পড়া করে বাদ দিয়ে দিয়েছিলো। কিন্তু তার সেখার ইচ্ছা অনেক ছিল। তাই সেই এখন একজন সফল ফ্রিলান্সের হতে পেরেছে। (সে অনুমতি না দেওয়াই তার নাম প্রকাশ করা হল না।)
ধন্যবাদ সবাইকে
জানিনা কেমন লিখেছি কারণ অফিসিয়ালি কাজে অনেক বাংলা লিখেছি কিন্তু এইরকম একটি সাইটে এইটিই আমার প্রথম লেখা। ভুল হলে মাফ করবেন।
আমি আতিকুর রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 32 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
মলম পার্টি গুলা ঝামেলা খুব বেশী করে। দিনে ধমক দেই যে এটা নিয়ে আর কথা বল্বানা। রাতে মোবাইল এ কল করে বলে “ভাই আপনি কি কথাটা ভেবে দেখেছেন?” হাভিজাভি- ভুং ভাং
Vai Sobai To Freelancing Pare Na?? Ar Amio Dolancer Etc Site k hate kori……..