ভাবুনঃ ইন্টারনেট এ আয় করছেন নাকি শুধু শুধু সময় ব্যয় করছেন?

কিছুক্ষন এগে একজন আমার কাছে একজন খাস করে শুধু একখান খবরের কাগজ হাতে করে নিয়ে এসেছে আমাকে দেখানোর জন্য। আমি তার দিকে তাকিয়ে বলছি এই তুমি এইরকম করছো কেন আর তোমার চেহারার অবস্থা এমন হলো কি করে। তুমি কি? সোনার হরিন পেয়েছো নাকি? 😛

সে এতো স্পীড এ এসেছিলো যেনো মনে হলো সে সোনার ডিম পাড়া রাজহাঁস পেয়ে গেছে!। আমি বললাম কি হয়েছে তা খুব আরামে বলতে পারো।

সে আমাকে পেপার এর একটা পাতা দেখিয়ে বলে দেখুন এখানে কি? লেখা আছে? আমিও খুব তাহাহুরা করে দেখতে গেলাম ভাবলাম হয়তো লটারির মাধ্যমে ৪০ লক্ষ টাকা পেয়ে গেছে।
পেপারে চোখ বুলালাম কই এইতো দেখি পকম্পিউটার প্রজুক্তি পাতা এখানে লটারির খবর থাকবে কেন? তারপরেও দেখলাম নাহ! সেই রকম কিচ্ছু নাই 🙁 আমি বললাম কি দেখাইতে নিয়ে আসছো এই খবরের কাগজ। সে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলো একটা শিরোনাম "ফ্রিল্যান্সার আউটসোর্সিংয়ে জনপ্রিয় সাইট ডোল্যান্সার" আমি অবাক হয়ে সেই খবরটা পড়লাম যে এখানে নাকি সফটওয়্যার ডেভেলপার, গ্রাফিক্স ডিজাইনার, ওয়েব ডিজাইনার সহ ডেভেলপার রা নাকি কাজ করে লাখ লাখ বৈদেশিক মুদ্রা আয় করছে!

আমি মনে মনে ভাবছি যে "আমি মনে হয় সব চেয়ে ভুল কামটাই করেছি এই "যে খায় ঘর সংসার তার নাম দুলানছার" কোম্পানিতে তে জয়েন না করেই। আমি এতো কিছু জানি যেমনঃ ফেসবুকে চ্যাঁট, বন্ধুরাকে পোক, গেম খেলতেও পারি। তাহলে নিশ্চয় আমি একখান খাঁটি দেশি দুলানছার হয়ে যাবো।

যায় হোক আমি তাকে আর কিছু না বলে চুপ করেই সপ্নের সেই বুড়ো জগতে। আমি যেনো এক পুরাতন যুগে চলে এসেছি। এবং আমি দেখছি যে আমার সামনের বুইড়া একখান কম্পিউটার এবং সেই কম্পিউটার এর স্ক্রিনে অনলাইন এ আয় করার জন্য বেশ কিছু নামি দামি প্ল্যাটফর্ম ভাসছে। যেমন Elance, Frelancer, oDesk, Scriptlance সহ আরো অনেক কিছু। এবং আমি সেইগুলোই নিয়ে সারাদিন কাজ করছি। পুরাতন যুগে নতুন কিছু সিখছি এবং সাথে বেশ টাকাও পাচ্ছি। হয়ে গেছি গ্রাফিক্স ডিজাইনার, ওয়েব ডেভেলপার আরো না জানি কত কি!

 

সে আমাকে একটা ধাক্কা দিয়ে বলল অবাক হয়ে গেছেন আতিক ভাই। তাই আমার সেই স্বপ্ন ভাইঙ্গা যায় 🙁 ইস স্বপ্ন না বেশ মধুর ছিল যা আপনাদের বলে বোঝাতে পারবো না।

যায় হোক আমি তাকে বললামঃ ভালয় টাকা যেমন হাতিয়ে নিচ্ছে তেমনি জনগণের কাছে নামও কিনে নিচ্ছে। তবে একটা জিনিষ লক্ষ্য করেছো আমাদের মতো আতিকুর এর কোনদিন পরিবর্তন আসে নাই। আর তুমি ভাবছো এইটা দেখে আমি নাচবো? অবশ্যই না! কারণ আমি তোমাদের মতো মহিলা নয়। আমি মাথা উচু করে বলতে পারি "আমি একজন ফ্রিলান্সের" আর তোমরা বলতে পারবে? সেতো চুপ হয়েই গেলো ২০-২৫ সেকেন্ড পরে আমাকে বলছেঃ যানেন আমি মাত্র ১০০টা ক্লিক করে ১ডলার পায় এবং সেটাকে অন্যের কাছে বিক্রি করে ৭০টাকা পায়।

বললাম তাই নাকি? তাহলে তুমি আমার বাড়ি চলে আসো তার চেয়ে ৫ডলার দেবো যদি তুমি প্রতিদিন শুধু আমার জুতো পরিস্কার করে দাও। তাও আবার সেই ডলার উঠাইতে গেলে ৮৫ করে পাইবা।

আমি আরোও বললাম যে জানো তুমি এখানে যতটুকু টাকা দিয়ে সময় নস্ট করছো তার চেয়ে যদি তুমি শুধু ইন্টারনেট এর খরচ দিয়ে কিছু সেখো তাহলেই তুমি তার চেয়ে বেশি আয় করতে পারবে। যেমন আমি পারি। আমি তাঁকে আর কিছু বলিনি কারণ সে যেভাবে এসেছিলো তার থেকে এখন দেখি তার চেহারার অবস্থা খারাপ।

আসলে সে আমাকে খুব বলতো যে ভাই একখান দুলানছার করেন আপনার ১দিনেই টাকা উঠে যাবে। আমি বলতাম টাকা দিয়ে মানুষের ঘরে হাত পাততে যাবো না। আর আমার সময়ের দাম আছে। তুমি আর কনোদিন ফালতু এইসব নিয়ে আসবে না।

দুলানছার সাইট সম্পর্কেঃ

ওয়েব সাইটিটে ভিজিট করলাম। কই সাইট তো লোড-ই হচ্ছে না। কয়েকবার রিলোড দিলাম কাজ হলো না, তাই আমার অন্য কাজ করতে শুরু করি। বেশ কিছুক্ষন পর ট্যাব ক্লোজ করতে গিয়ে দেখি একখান বুড়ো চেহারার ওয়েব সাইট ওপেন হয়েছে এবং বেশ পরিচিত মনে হচ্ছে। অ্যাড্রেস বারে চোখ রেখে দেখি দুলানছার.কম আবছা ভাবে খেয়াল করে দেখলাম ভুল করে ফ্রিলান্সার.কম সাইটের পুরাতন চেহারা চলে এসেছে তাই দিলাম রিলোড কিন্তু নাহ! কাজ হয়না আবার ৫-৬মিনিট অপেক্ষা করার পরে সেই আগের অবস্থায়। এবার একটু ভালো করেই দেখলাম যে শুধু লোগো ও তাদের সাকসেস স্টোরি ছাড়া সবকিছুই একই।

যা যা দেখলাম তা আমার চোখ কে বিশ্বাস করাতেই পারছিলাম না। সেই সাইট নাকি "The world's largest outsourcing & Website leasing marketplace!" দুনিয়াতে সবচেয়ে বড় সাটের মধ্যে একখান।

একটু পাসে নজর রেখে আরো অবাকঃ

  • 134317 freelance professionals
  • $1410383.25 user earnings
  • 0 projects completed
  • 16 projects available

এবার তো আরোও মাথা ঘোল! কাজ শেষ হয়েছে ০টা টাকা আয় হয়েছে $1410383.25 এতোগুলা? ভাবতেই অবাক হয়ে গেলাম। মনে মনে ভাবলাম হয়তো ঘরে বসে বসেই কাজ না করেই আয় করতে পারবো। আগে যে ওয়েব সাইট গুলোতে কাজ করতাম তা বাদ দিয়েই দেব! দিলাম সালাকে সাইন-আপ লিংক এ ক্লিক। কিন্তু একটি এই নিবন্ধন ফরম সকলের জন্য নয় 🙁
এবার আমার তারকাটা ব্রেন দিয়ে একটু পরিক্ষা-নিরিক্ষা করার জন্য অভিযান চালাইলাম। দেখলাম একখান ক্লোন স্ক্রিপ্ট দিয়ে সেই সাইটটি তৈরি যার নাম হচ্ছে RBS (Reverse Bidding System-Scriptlance Clone) যে স্ক্রিপ্ট আবার কোড-ইগনিটার পিএইচপি ফ্রেমওয়ার্কে দিয়ে তৈরি করা। এবার আরোও পরিক্ষা করে দেখলাম ১০+ এসকিউএল এরর মানে হ্যাকার দের কবলে যেকোনো সময় পড়তে পারে :)।

এবার চললাম কোম্পানি সমন্ধে জানতে দেখলাম ডোমেইন লক করা আছে। মানে এতো বড় একটা কোম্পানির ঠিকানা গোপন? কিন্তু কেন?

যায় হোক কিছু তথ্য দিচ্ছিঃ

  • ডোমেইন নিবন্ধন করা হয়েছেঃ নেমচিপ.কম থেকে
  • ডোমেইন কেনা হয়েছেঃ ২০ ফেব্রুয়ারি ২০১১ ভোর ৫ টা ৪৬মিনিট এ (কয়দিন হলো দুনিয়াতে আসা আবার বলে কিনা ৬ বছরের অভিজ্ঞতা স্যক্সেস আরোও কত কি!
  • ডোমেইন দুনিয়া ছাড়াবেঃ ২০ ফেব্রুয়ারি ২০১৮ ভোর ৫ টা ৪৬মিনিট এ (একটু বেশিই মনে হচ্ছে)

আমি সুনেছি এই ওয়েব সাইট নাকি এমএলএম পদ্ধতিতে ব্যবহারকারীকে নিবন্ধন করা হয়। তাহলে এবার আসুন আপনাদের একটু

এমএলএম কোম্পানির অংক শিখিয়ে দেইঃ

মনে করুণ আপনি একটি এমএলএম কোম্পানিতে জইয়েন করলেন দিলেন ৫০০ টাকা। আপনার এই ৫০০টাকা উঠানোর জন্য আপনাকে অবশ্যই কয়েকজন লোক কেও জয়েন করাতে হবে। তাহলেই না আপনার টাকা উঠবে। মনে করুণ আপনার কোম্পানি একজন লোক জয়েন করার জন্য আপনাকে ১০০টাকা দিবে তাহলে আপনার ৫০০টাকা উঠানোর জন্য কইজন লোক কে জয়েন করাবেন নিশ্চয়ই ৫ জন অথবা লাভ করার জন্য তারোও বেশি।

একটু ভেবে দেখুনঃ

আপনি দিলেন ৫০০ টাকা আর আপনার ৫জন বন্ধু দিলো ৫০০টাকা করে(৫০০X৫)= ২৫০০টাকা তাহলে কোম্পানি পেলো কত? কোম্পানি আপনাকে ৫০০ দিয়েছে তাহলে কোম্পানি পাইলো ২০০০টাকা লাভ সুধুই আপনার কাছ থেকে। একই ভাবে অন্য ৫ জনের কাছ থেকে কোম্পানি পাবে ১০হাজার টাকা তার মানে হলো কোম্পানি পেলো ১০০০০+২০০০=১২০০০ টাকা।

মেজাজটাই খারাপ হইয়া গেলো 🙁 ইস যদি একখান কোম্পানি খুলবার পাইতাম 😛

তাহলে বুঝুন আপনি নিজেই বড়লোক হচ্ছেন কিন্তু? কিচ্ছু করার নাই কারণ আপনাদের মাথায় যদি এমএলএম ঢুকে যায় তাহলে আমি তো দুরের কথা কে পারবে তা আল্লাহ ছাড়া কেউ জানে না।

ইস! আজ এখানেই সমাপ্ত! মনে রাকবেন। আপনি ঐরকম যত সাইট আছে যেমনঃ স্কাইলান্সার, টেকলান্সার, অনলাইনঅ্যাডক্লিক, ডুলান্সার সহ আরোও অনান্য এমএলএম কোম্পানি এরা কখনো অন্যের উপকার চাইনা, চাই শুধু নিজের পকেট লোড করতে। ফ্রিলান্সিং এর নামে মানুশ কে ধোঁকা দিচ্ছে এরা কেড়ে নিচ্ছে সকলের মুল্যবান সময় সহ তাদের অর্থ।
আমার নিজের চোখে দেখা একজন তার চায়ের দোকান বিক্রয় করে একটা কম্পিউটার কিনে সেই এই কাজ করছে, সে বুঝতেই পারেনি যে এর ভিতর খুবিই অন্ধকার।

সবার কাছে আমার একটা অনুরোধঃ

আপনারা যারা এই কাজ করার জন্য একটি বা তার অধিক কম্পিউটার কিনেছেন তারা অবশ্যই নতুন করে ভাবতে সিখুন এবং আপনি যতটুকু অইদিকে সময় ব্যয় করেন সেই সময়টুকু ব্যয় করে নতুন কিছু সিখুন। দেখবেন আপনার জীবনে অনেক উন্নতি আসবে।
আমার এক ছোট ভাই সে মাত্র পঞ্চম ক্লাস পর্জন্ত লেখা পড়া করে বাদ দিয়ে দিয়েছিলো। কিন্তু তার সেখার ইচ্ছা অনেক ছিল। তাই সেই এখন একজন সফল ফ্রিলান্সের হতে পেরেছে। (সে অনুমতি না দেওয়াই তার নাম প্রকাশ করা হল না।)

ধন্যবাদ সবাইকে
জানিনা কেমন লিখেছি কারণ অফিসিয়ালি কাজে অনেক বাংলা লিখেছি কিন্তু এইরকম একটি সাইটে এইটিই আমার প্রথম লেখা। ভুল হলে মাফ করবেন।

Level 0

আমি আতিকুর রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 32 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Vai Sobai To Freelancing Pare Na?? Ar Amio Dolancer Etc Site k hate kori……..

    @Jobayer Hossain: আপনি কি ভেবেছিলেন যে টেকটিউনস এর ময়দানের আমার এই টিউনে মন্তব্য করতে পারবেন? আসলে নিজের মধ্যে চেষ্টা থাকা লাগবে।

    ইচ্ছা থাকলেই উপাই হয়

vaiy apni kosto kore ato likha likte gelen keno,aigula toe purana khahini

    @Md.ibne hasan sarker: আসলে পুরাতন-ই সবকিছু তবে নতুন চোখে দেখার প্রয়োজন আছে।

    Level 0

    @Md.ibne hasan sarker: তবে এই কথাটুকু তো নতুন যেটা এর আগে কোথাও দেখিনি ” ভাবুনঃ ইন্টারনেট এ আয় করছেন নাকি শুধু শুধু সময় ব্যয় করছেন? “

Level 0

Awesome ……

ফ্রিল্যান্সিং এর সঙ্গা পাল্টাইয়্যা যাইতেছে…

Level 0

ভাই অনেক ধন্যবাদ। এগুলা বন্ধ করার কোন উপায় এদেশে নাই…………? MLM co. গুলার সহজ অঙ্কগুলা সাধারন মানুষের মাথায় ঢুকে না কেন বূঝি না…………।

    @cometstorm: যতদিন না আমরা সচেতন না হব ততদিন এগুলো থাকবে। দেশের কোন দোষ নাই, সকল দোষ আমাদেরই।

      Level 0

      @আতিকুর রহমান: আপনার যে কথাটির সাথে আমি একমত সেটি হল “দেশের কোন দোষ নাই, সকল দোষ আমাদের” হ্যাঁ কথাটি মনে হয় সত্যি কারন আপনাদের( আপনাদের বললাম কারন আমি এখনও ফ্রিল্যান্সার হয়ে উঠতে পরিনি ) উচিত ছিল আরও আগে এই ফ্রিল্যান্সিং বিষয়টি সম্পর্কে মানুষকে সঠিক ধারনা দেয়া, তাহলে হয়তবা আজ মানুষ এরকম বিভ্রান্ত হতনা ।
      বিঃ দ্রঃ =কিছু ভুল বলে থাকলে ক্ষমা করবেন ।

    @sbn5233: কই আমিও তো কোনদিনও হয়তো পারতাম না ফ্রিলান্সার হতে। আমি ফ্রিলান্সার হয়েছি শুধু টেকটিউনস এর জন্য। আমি ভালো করে লক্ষ্য করেছি এবং আপনার কমেন্ট ও বেশ কয়েকটা পড়েছি। আমার মনে হয় আপনি যতদিন থেকে টেকটিউনস এ আছে তত দিনে মনে হয় টেকটিউনস এর ফ্রিলান্সিং বিভাগের পোস্ট এইচটিএম টিউটরিয়াল, পিএইচপি টিউটোরিয়াল সহ ওয়ার্ডপ্রেস এবং কি ফটোশপ এরো অনেক টিউন আছে সেগুলো একবার করে পড়লেই আপনিও হয়ে যাবেন একজন ফ্রিলান্সার।

    চেষ্টা থাকলেই উপাই হয়! তাই চেষ্টা করুণ।
    ধন্যবাদ

      Level 0

      @আতিকুর রহমান: দাদা আমি এর মধ্যাই “টেকটিউনস এর ফ্রিলান্সিং বিভাগের পোস্ট এইচটিএম টিউটরিয়াল, পিএইচপি টিউটোরিয়াল সহ ওয়ার্ডপ্রেস এবং কি ফটোশপ এরো অনেক টিউন” পরে শেষ করেছি সাথে w3school আর ইউটুবে যা পেয়েছি তার থেকে কিছুটা হলেও সেখার চেষ্টা করেছি আর বাকি সময়টা ইন্সটিটিউট এর C শিখতেই চলে যায় । সামনে দেরমাস ব্যাপী পরীক্ষা তারপর মাঠে নামবো । আর PSD to HTML বা PSD to WP সম্পর্কে শেখার জন্য ভাল কিছু লিঙ্ক দিলে উপকৃত হতাম ।

Level 0

Darun Khub Shundor Tune. Ame O Ae Bishoy Neye Onek Vebechi Abong Apnar Sathe Akmot. Amake Oneke Boleche Ae Kaj Korte But Ame Kokhonoe Agree Kortam Na. Aj Bujhte Parlam J Sudhu Ame Noi Amar Sathe O Onno Kau Ache…

Level 0

এখন পিটিসি করেত্ত ফ্রিল্যান্সার 😉 আর কয়দিন পর ইন্টারনেট ব্যবহার করেই ফ্রিল্যান্সার হয়ে যাবে সাইলেন্সারের দল।

ধন্যবাদ টিউনটির জন্য। আমাদের সচেতন হতে হবে না হলে কত জন যে শেয়ার বাজারের মত পথে বসবে তার হিসাব থাকবে না।

    @swordfish: খবরের কাগজে তাই-ই লেখা ছিলো যেঃ যারা কেবল কম্পিউটার সমন্ধে জানে তারাও এই সাইট থেকে আয় করতে পারবে। তাহলে তো তারাও ফ্রিলান্সার। আপই কি বলেন?

এটা মলম(MLM) বিক্রেতাদের নতুন ব্যবসায়িক বুদ্ধি।দরকার সচেনতনার এবং অন্যকে সচেতন করার।আপনার লেখাটা এখানে(techspate ডট কম) যদি একটু কপি-পেষ্ট মেরে দিতেন তাহলে ফিচার স্পেট করে দিতাম।

আমরা বিশ্বাস করি যে ২ দিনে বড়লোক হইতে ২টাকাও লাগে না। লাগে কিছু আঁতেল!!
-আঁতেল Lancer.com
মলম ব্যবসা নিয়ে কাল একটি টিউন দিছিলাম ।। উকু দিয়ে আসতে পারেন https://www.techtunes.io/internet/tune-id/109028/

    @বিপুল বিডি ০৮: হ্যা আমি আগেই অই টিউন পড়েছিলাম। কিছু গাধা আছে যারা আরোও সবাইকে গাধা বানাইছে। কিন্তু তারা বুঝেও বুঝছে না।

হেহহ হেহহ ব্যাপক বিনোদন দিছেন দেখছি, “তাহলে তুমি আমার বাড়ি চলে আসো তার চেয়ে ৫ডলার দেবো যদি তুমি প্রতিদিন শুধু আমার জুতো পরিস্কার করে দাও। তাও আবার সেই ডলার উঠাইতে গেলে ৮৫ করে পাইবা।” 😛 তারে কাজটা দিয়ে দেন ভাই প্লিজজজজজজজজজজজজজজজজজজজজ !! 😉

দেখেন এখানেঃ http://aishaon.wordpress.com/2011/11/27/dolancer-gambling/ আমি একটা রিভিউ দিছিরাম। বাট ঐ গাধাগুলো গালি দেয়া ছাড়া আর কিছুই পারে না।

Level 0

ami coment korina . Kintu apnar lekha pore coment na kore parlam na. ‘Thank you’ vai…
Valo thakben

Level 0

আর একটা কথা লিখতে ভুলে গিয়েছিলাম সেটা হল আপনার টিউনের হেড লাইনটা সবচেয়ে বেশি ভাল হয়েছে । এতটুকু কষ্ট যখন করেছেন তাহলে আর একটু কষ্ট করে ফ্রিল্যান্সিং সম্পর্কে কিছু লিখলে বেশ উপকৃত হতাম ।

vai apner post ta ki copy kore facebook dite pari???
amar dolancer ke bash deoar khub shokh……》》
salader ke pele hoi……emon bash dibo na

    @monsterking: সমস্যা নাই পোস্ট করতে পারেন তবে অবশ্যই মূল লিংক দিয়ে দিবেন।
    ধন্যবাদ!

Level 0

ভাই ফ্রীলাঞ্চেইং এর জন্য কি কাজ শিখব??এবং কত্তেকে শিখব দয়া করে জানাবেন।।ধননবাদ।।

    @imran_cse: আমি টেকটিউনস এর টিউন, ইউটিউব ভিডিও ও গুগলে অনুসন্ধান করেই সিখেছি। তবে সবকিছুর আগেই টেকটিউনস!

    Level 0

    @imran_cse: আপনার প্রশ্নের কিছু উত্তর হয়তবা এখানেপেতে পারেন ।

    Level 0

    @imran_cse: আপনার প্রশ্নের কিছু উত্তর হয়তবা এখানেপেতে পারেন ।

Level 0

আসলেই আমি কিছুদিন আগে ফিল্যান্সিং শুরু করেিছলাম!!! এখন যেই অবস্থা নিজেকে ফিল্যান্সিং এর লোক পরিচয় দিতে ভয় পাই!! যদি না ভেবে বসে যে আমিও ১০০ ক্লিক করে আয় করি!!!!

ধন্যবাদ আপনােক সচেনতামূলক পোষ্টটি করার জন্য।

    @mnuworld: আপনি ভবে ভাবছেন? কিন্তু এখানে আমাকে সরাসরি বলে যে “ভাই ডোলান্সার করছেন, কয়টা একাউন্ট আছে আপনার?” আমার তো তক্ষনি মেজাজ খারাপ হয়ে যায়।

    আপনাকেও ধন্যবাদ

ভাই খুবই ভালো একটি টিউন। আমার কয়েকজন বন্ধু http://bux.to তে ক্লিক করতেছে এছাড়াও আরো অনেক PTC তে ক্লিক করতেছে এখন শুনছি ডুলেন্সার ও নাকি Join করবে. আমি ফ্লিল্যান্সিং করতে চাইছি এর জন্য কি কি করতে হবে? যদি আমাকে জানাতেন তাহলে খুব উপকৃত হতাম।

    @প্রযুক্তির অতন্ত্র প্রহরী (বেকার খাঁন): আমিও শুনছিলাম বাক্স টু তেও অনেকেই ক্লিক করছে। এমন কি আমার এক গুরু আছে সেও করে 😛 আমি কিছু বলিনা শুধু চুপ করেই দেখে যায়। আর যারা আমার জুনিয়র তাদের বলি এটা ভালো না।

    ফ্রিলাসিং করার জন্য কিছুই করতে হয়না। আপনি যেমন টেকটিউনস এ বিনামুল্যে নিবন্ধন করেছেন তেমনি ফ্রিলান্সিং সাইটেও পারবেন। শুধু আপনাকে বেশ কিছু কাজ সিখতে হবে যেমন করে আপনি লেখাপড়া করেন। টেকটিউনস এর ফ্রিলান্সিং বিভাগ ও টিউটরিয়াল টিউন গুলো পড়ুন। তাহলেই আপনি অনেক কাজ করতে পারবেন। তবে আপনি যদি আগে ফ্রিলান্সিং ওয়েব সাইটগুলোতে ভিজিট করেন তাহলে বুঝতে পারবেন কি কি ধরনের কাজ পোস্ট হয় প্রতিদিন এবং আপনি সেই চাহিদা অনুযায়ী গুগল এ অনুসন্ধান করে টিউটোরিয়াল সংরহ করুণ।
    ধন্যবাদ!

Level 0

vai ami apnar sathe akmot amio freelancing kori odesk a amr account ache ai porjonto matro 1 ta kaj korechi akhono feedback pai ni. ami hoyto khub valo kaj jani na tobe basic onk valo jani r ja dekhlam ai 1 bochore tate amr mone holo ami jodi free temlpate download kore otate kaj kori tahole hoyto ami proffesionaly kaj korte parbo. amr qu hocche avabe template theke kaj korle ki kono problem hobe????????????

r vai r akta kotha amr bissas j dolancar er moto company gula akdin chole jabei ata jemon sotto; onk manus akhon ata theke taka earn korche atao sotto.

Amra protidin tv radio te ad dekhi jekhane bola hoy fair&lovely use kore apni air-host er chakri paben close up use kone apni gaok hoye jan aro koto dhoroner protarona ……….r sei jinisgula apni protidin use korchen agula nie to kokhono apnader tune dekhi na…….. apnara peyechen sudhu dolencar k ………. vai abaro bolchi ami atar pokkho patitto na but jara income korche tara pachhe kichu na kichu …….. tader problem solve hocche to ………… ora oder marketing korche r apni oder biruddhe marketing korche ………. vai amader deshe jodi aktu chinta koren tobe dekhben sob jaygay durniti ………..versity admission er somoy coaching gulor durniti model test nie academic coaching er durniti ………. rondre rondre durniti kake chere kake dhorben kawke dhorte na peye ki ai choto khato idur mora dolarence k dhorlen hmm apni bolte paren akhon theke jara ai dolarence a dhukben ba invesst korben vebe sune love loss hisab kore dhukben dhora khaoar somvabona 100% bass tai bole apni aivabe jonosochetona korte paren na. ami joto tuku jani oder MLM system apnar vasso moto jerokom orokom na tarpor oder website ato slow na kintu apni onk banie bolechen amon o to hote pare j ora profit er jonno oder site ektu druto koreche anari kono developer die (amar 🙂 moto) r oder marketing process ami bolbo super r ora succes vondamy kore i appreciate them . tader marketing process & plan (vege jaoar plan (hote pare sure na)) joss. R vai jodi odur vobbisote dekhen j ai dolencar akhono ache abong tara tader payment thik vabe kore jacche tahole apnader jonno jara akhono okhane joint koreni ba voy pacche tara to apnader dara protarito hocche …. tai noy ki ………..

Sorry apnader moto amio ai likhati lekhe onk manuser somoy nosto korbo asa korchi(jmn amr somoy nosto koreche amar ai tech tune vai) ……..

vai sorry ami apnar biporite jete chai ni ami sudhu amr montobbo dilam ami kintu dolarence er member noy……. amr ek frnd k dekhi se khub valo earn kore amko se bolchilo atate join korar jonno se amr samne bose kaj koreche ami dekhechi …….. site ta motamuti first ache ………. but amr agroho nai …….. amr khub iccha ami application banano shikhbo kintu php te gie atke giechi onk kichu bujhi na shudhu copy pest kore chalai tobe ata onk valo hoy ………….

amk jodi paren kew help korben ami karo help chai bolben parle amr ai bipode agie asen ami odesk a kaj kori kintu janina koto tuku sahos pabo bigoto 1 bochor dhore ghurlam kew kono help korlo na ja korlam nije nije korlam …………. plz amk help korben ami akjon php developer er help chai ……….

abaro khoma chaichi ……… vul hole maf kore diben (sorry).

    @Maruf: ফ্রিলান্সিং করেন/করছেন সুনে ভালো লাগলো। প্রথম দিকে সবাই এই রকমিই থাকে অন্যের টেম্পলেট কাস্টমাইজ, অন্যের কোডিং কপি সহ আরোও নানান কিছু এটাতে কোন সমস্যা হবে না। এই ভাবে কাজ করতে করতে একদিন দেখবেন অন্যের টেম্পলেট বা কোড কপি করা লাগছে না নিজেই অনেক কিছু পারছেন। তবে মনে রাখা প্রয়োজন হাল ছেরে দিলে চলবে না।

    আর আমি কোন কথা বাড়িয়ে বলিনি। আমি এক্ষনি পরিক্ষা করলাম আমার অয় একটি ট্যাব ব্যবহার করে। এই মন্তব্যগুলো পড়ে শেষ করে দিলাম তারপরেও ওপেন হয়নি সেই সাইট 🙁

Level 0

খুব সুন্দর হয়েছে
many many thnks for these infos

ভাই কিছি লোক আছে যারা কোনদিন ও ভুজবে না এগুলা। আমার পরিচিত অনেক আছে যাদের আমি অনেক ভুঝিয়েছি কিন্তু কোন কাজ হয় নি । যাই হোক মাঝে মাঝে এধরনের লেখা লিখতে হবে যাতে আস্তে আস্তে সবারই নজঅরে আসে ।

    @অর্জুন: হুউম, আমিও অনেক বোঝানোর চেষ্টা করে কিন্তু ফল পাইনি 🙁 কারণ তার উপরের লোকজন নাকি গাড়ি/বাড়ি করে একাকার 😛

ধন্যবাদ আপনাকে।

মলম পার্টি গুলা ঝামেলা খুব বেশী করে। দিনে ধমক দেই যে এটা নিয়ে আর কথা বল্বানা। রাতে মোবাইল এ কল করে বলে “ভাই আপনি কি কথাটা ভেবে দেখেছেন?” হাভিজাভি- ভুং ভাং

Level 0

* 135269 freelance professionals
* $1309731.87 user earnings
* 376 projects completed
* 328 projects available

vai apnar kotha sune ami ai prothom oder site a gelam amr kache abaro apnar kotha gulo vul promanito holo …. apni likhechen oder 0 projects completed. but apnar ai information vul
tader 376 project complete hoiche……. r oder site valoi first odesk er site theke ………. vai ami 2 ta aksathe open kore dekhlam konta age ase……… apnio try kore dekhte paren…..

O vai je jonno amr abr comment kora….. ami ki karo help pete pari apnar porichito kew othoba apni amk aktu php r kichu jinish a help korte parben Ki ………. (maruf.al.mamun) ata amr skype id apnar reply er jonno opekkha korbo…

    @Maruf: তাই নাকি? এইটা আবার কবে হয়লো? মনে হয় নিজেই প্রোজেক্ট শুরু করেছে আর নিজেই শেষ করেছে। আসলে এটা খুবিই স্বাভাবিক ব্যপার। আমিও RBS দিয়ে একটা সাইট বানানোর সিদ্ধান্ত নিয়েছিলাম প্রায় একমাস আগে। কিছু বাগ-থাকাই আর করিনি 😛 আমি জতগুলো বাংলা ব্লগ পড়েছি সবগুলোতে 0 projects completed ছিলো। @এই পোস্টাতেই দেখুন স্ক্রিন শট দেয়া আছে 😛

বিরক্তির বেপারটা হইলো, শালারা ধান্দাবাজিকে ফ্রীলান্সিং নাম দিছে।

Level 0

ami dishehara ak klanto pothik. nanan jaygay nanan poth pari diyechi, kintu pother dekha kokhonoi paini. aita amar barthota noy aita amar vagger likhon. karon ami to cheshtar kono truti korini. tar por ak shomoy chorom hotashagrostho hoye pori. vabi amake diye bujhi ar kichchuti hobena. ami akjon choto manush. tai chhoto chhoto shopno dekhtei beshi pochhondo kori. akash kushum kolpona ba boro rokomer kono shopno dekhina bollei chole. vabi amar shei chhoto chhoto shopnogulio bujhi odhorai theke jabe. onek asha niye abbuke onek kore bujhiye shujhiye razi koriye dhakay eshechilam. kintu kichhui korte parchilam na. amon shomoy freelancing er kotha jante pelam. neme porlam mathe. khoj khobor nite. oma, ekhaneo dekhi nanan munir nanan mot. shei shathe bivinno jayga theke protaronar kothao kane ashte laglo. buker moddhe ashar je prodip ektu ektu kore jolte shuru korechilo ta jano dhire dhire nive jete thaklo.kintu akta kotha, freelancing a ba outsourcing a naki technical based kaj e beshi? non-technical based kaj er chahida naki khubi kom? kothati jodi shotti hoy tahole amra jara arts background er student, tader ki hobe? tader ki kajer kono shujog nei? vaiya oneker hate paye dhorechi kintu keu kaj shekhate chayna, shobai shudhu bole wait koro, dekhi tomar jonno ki kora jay, etc. bas, oi porjontoi shesh. kajer kaj ar kichui hoy na. tai ki r korbo akhon baddho hoyei aishob ptc lacer a kaj korte hochche tobe ami pashapashi nije nijei kichu kaj shikhte cheshta korchi kintu khub koshto hochche. tai janina ami kotodur egute parbo? shob sheshe shokol tuner der proti amar onurodh, apnader moddhe keu jodi amake valo kono kaj (ja diye ami odesk a kaj korte parbo) ektu carefully shikhiye dite paren tahole khub upokar hoy ( er jonno joto taka lagbe ami dibo inshaallah)
[email protected]

    @talhareza: আপনাকে সেখার জন্য ইন্টারনেট খরচ ছাড়া আর কোন খরচ করা লাগবে না। আপনি প্রয়জনে কিছু বাংলা ওয়েব সাইট এ ভিজিট করুণ। কিছু একটিভ ফেসবুক গ্রুপ আছে সেগুলোতে আপনিও নিয়মিত সদস্য হয়ে যান। আপনাকে সবাই সাহায্য করবে সেখার জন্য। আপনি হয়তো মনে করেই যে আপনাকে কেউ সাহায্য করতে পারবে না কিন্তু দেখুন আপনার জন্য কত পথ খোলা।

    টিউটরিয়াল সাইট লিঙ্কঃ
    বাংলা এইচটিএমএল টিউটোরিয়াল দেখতে এখানে ক্লিক করুণ
    বাংলা ওয়ার্ডপ্রেস টিউটরিয়াল দেখতে এখানে ক্লিক করুণএখানে ক্লিক করুণ অথবা ফেসবুক গ্রুপ এ আপনাকে সাহায্য করার জন্য অনেকেই রয়েছেন।

    বিশেষ প্রয়জনে গুগল এ অনুসন্ধান করুণ।

    ধন্যবাদ!

Level 0

Please ai 2 ta link click koren :
http://new.ittefaq.com.bd/news/view/72433/2012-01-29/13
http://www.dailynayadiganta.com/details/26668

2 tai amader desher onno tomo jonoprio Newspaper.Tader mote akon onnotomo jonoprio Outsourcing SIte:Dolancer.Tahole amra jara sadharon jonogon jara “Freelancer site,Techtune” somporke na jane tara to savavik vabe asob news pore asob site a dukbey and tara nize der k Freelancer hisaba poricoy diba.Jeta apanader moto orginal freelancer der jonno kicu ta holeo opomanjonok.R ami techtune a apnar article o porlam and newspaper o porlam akon ami konta Biswas korbo?R newspaper 2ta aivabe prochar korse tara ki jane na What is Freelancer?Tara na Jene aivabe prochar kortese tahole tarao to manus k ritimoto dhoka disse.Jakhane amader Gono maddaham aivabe prochar korse shaikhane amader moto shadharon jonogon kivabe na kore thakte pare.Amio akjon Freelancer.ami jani ODESK,FreeLancer,Scriptlancer,Elance asob platfrom thake kaj korte kotota joggota rakte hobe.Amrao Odesk……kore income korbo tara o Dolancer,Skylancer,Adsourcing PTC(MLM) kore income kore.Tarao Freelancer amraw freelancer.Akon To newspaper golo Ritimoto tader k freelancer bole ghoshona dia dese.Tara akon aro Government shikreto(newspaper ar mote).Tahole amra ki?Sadharon Jonogon ki korbe?Jara sodho newspaper pore.Apnara akta kono boro dhoroner attempt nan.Jeta nia pore atleast Bondho na korte pari manus k to Sochaton korte pare.Please do something………We are with you………….

    @Shovon: যারা নিউজ পেপারে লেখা (সাংবাদিক) তাদের পকেটে মনে হয় মুড়ি খাওয়ার পয়সা থাকেনা, তাই টাকা নিয়ে তাদের খবরের কাগজ কে নামি দামি বানাইতেছে। এখন কিছুই করা সম্ভব নয় যদি উপর (দেশ নিয়ন্ত্রক) থেকে কো ব্যবস্থা না নেওয়া হয়।

    আজ হয়তো এই পোস্টটা আপনারা পড়তে পারতেন না যদি ডোলান্সার কোম্পানি এমএলএম ও পিটিসি করিয়ে ফ্রিলান্সিং এর নাম না দিত। যদি তারা কোন ভালো মানের ফ্রিলান্সিং সাইট করতো তাহলে অবশ্যই সেই সাইট কে নিয়ে গর্ব করতাম। বলতাম আমাদের দেশের সাইট পুরো দুনিয়া দেখছে। তারা তো চাইনা যে দেশের উন্নতি হোক তারা চাই শুধু নিজের উন্নতি হোক। কোন দরিদ্র আরোও দরিদ্র হচ্ছে তা দেখে তাদের লাভ নাই 🙁 বড়ই দুঃখ জনক।

আর্টস এর সাথে ফ্রীল্যান্সিং এর কোন সম্পর্ক নাই। আপনার কি ধারনা সায়েন্স এর স্টুডেন্টরা কলেজ বিশ্ববিদ্যালয় থেকে ওয়ার্ডপ্রেস, জুমলা বা পিএইচপি এর কাজ শিখে আসে? বেপারটা মোটেও তা না। আপনাকে অভিজ্ঞ কোন ফ্রিল্যানসার এর কাছ থেকে এসব কাজ শিখে নিতে হবে এবং নিয়মিত চর্চার মাধ্যমে আপনি আয় করার উপযোগি অভিজ্ঞতা অর্জন করতে পারবেন।

টেক টিউন্স এ সবাই কি বাংলা তে কমেন্ট করতে ভুলে গেলো?

অসাধারন টিউন।পড়ে অনেক মজা পেলাম।

    @মুকুট: অনেকদিন থেকে টেকটিউনস এ আছি, তবে কোনোদিন টিউন করিনাই (নিবন্ধন ও করি নি) তবে সব টিউন কমেন্ট পড়তাম দেখতাম প্রায় সবাই বাংলায় লিখতো কিন্তু যেদিন থেকে টেকটিউনস ক্লাউড সার্ভার আর নতুন কমেন্ট লে-আউট এসেছে তখন থেকে সবাই বাংলিশ এ লিখে থাকি। কারণ হচ্ছে আগের কমেন্ট ফরম এ বাংলা কিবোর্ড ছিলো কিন্তু এখন নেই। আর এটা নিয়ে টেকটিউন এর কোন মাথা ব্যথা নাই। তাছাড়া এখন অভ্র jQuery ভার্সন ও পাওয়া যাচ্ছে। তাই এটা টেকটিউনস এর কমেন্ট ফরম সহজেই যুক্ত করা যাবে।

দারুণ টিউন।

বিভিন্ন ব্লগগুলোতে যেভাবে টাকা রোজগারের লোভ দেখাচ্ছে তাতে মনে হয় যেন আলাদিনের জাদু প্রদীপ পেয়ে গেছে।

টাকা ইনকাম এতই সহজ !

আসলে কেউ নিজে থেকে ঠকতে চাইলে আপনি কী করে ঠেকাবেন !

অনেক অনেক অভিনন্দন। 😀

সুন্দর টিউন। কিন্তু টাকা মনে হয় গাছে ধরে।
খারাপ লাগে এটা দেখে সব তরুন এবং নতুন নেট ব্যাবহারকারীর প্রতারনা দেখে।
স্কাইল্যান্সার এর কাহীনি আমি একটা টিউনে তুলে ধরব। আরও কিছু জিনিস দেখি।
তবে আপনার টিউনটা সেই রকম হয়েছে। ধন্যবাদ.

টিউনে বহুত “দুলাঞ্ছারের দালাল” এর আগমন হইসে, তারা বিশ্বাস করাবেই যে ফিরিলাঞ্চিং কারে কয় 😀

সুন্দর টিউন। কিন্তু টাকা মনে হয় গাছে ধরে।
খারাপ লাগে এটা দেখে সব তরুন এবং নতুন নেট ব্যাবহারকারীর প্রতারনা দেখে।
স্কাইল্যান্সার এর কাহীনি আমি একটা টিউনে তুলে ধরব। আরও কিছু জিনিস দেখি।
তবে আপনার টিউনটা সেই রকম হয়েছে। ধন্যবাদ.