এই টেকটিউন্স-এ অনেক টিউনার কিংবা ভিজিটর আছেন যারা মাসের পর মাস ওডেস্ক এ বিড করেও কাজ পাচ্ছেন না। এতে হয়তোবা অনেকেই ওডেস্ক বিড করা ছেড়ে দিয়েছেন। ভাবছেন অযথা সময় নষ্ট। কিন্তু আজ আমি বলবো আপনি কাজ পান না আপনার ভুলের কারনে, এখন আপনি বলবেন কেন? আমি বলবো হয়তোবা আপনি আপনার প্রোফাইল ১০০% কমপ্লিট করতে পারেন নি। কিংবা আপনি ওডেস্ক এর নিজস্ব রেডিনেস টেস্ট দেন নাই। কিংবা দিলেও ৫ স্কোর না হওয়ার কারনে পাস করতে পারেন নি। অথবা আপনি জবে বিড করার সময় আপনি সুন্দর ভাবে কভার লেটার লিখতে পারেন নি। যার কারনে আপনাকে ক্লায়েন্টারা ডিক্লাইন করেছেন। কারন তারা টাকা দিয়ে যোগ্য কন্টাক্টরকেই খুজে নিবে।
১০০% প্রোফাইল কমপ্লিট করার উপায়,রেডিনেস টেস্ট পাসের তরিকা আর সুন্দর এবং যথাযথ কভার লেটার লেখার নিয়ম কানুন নিয়ে লিখব অন্য কোনো টিউনে।
তবে আমার মতে, যদি অাপনার ভেরিফাইড পেপাল অ্যাকাউন্ট থেকে থাকে তবে আপনি আগে ক্লায়েন্ট হয়ে জব পোস্ট করুন, জব টি হবে ফিক্সট প্রাইজের ছোট খাটো কাজ। যেমন একটা লোগো ডিজাইন এর। হতে পারে ছোটখাটো ডাটা এন্ট্রির কাজ। ভাবছেন কেন বলছি। আসেন দেখা যাক এতে আপনার কি লাভ।
লাভ নং ১। আপনি লাইভ বুঝতে পারবেন, কিভাবে কন্টাক্টররা বিড করে।
লাভ নং ২। আপনি বুজতে পারবেন কি ভাবে সুন্দর এবং হৃদয়গ্রাহী কভার লেটার লিখা যায়। যা জব ইন্টারভিউ এর জন্য ক্লায়েন্ট কে আকৃষ্ট করে। কাজ পাবার হার বেড়ে যায়।
লাভ নং ৩। আপনি এমন সব কন্টাক্টর দের সাথে পরিচিত হবেন যারা আপনার ফ্রিলান্সিং কারিয়ার এর জন্য একসময় কাজের হবে।
লাভ নং ৪। কিভাবে কন্টাক্টরের সাথে চুক্তি করতে হয় তাও শিখতে পারবেন।
লাভ নং ৫। কাজ পাওয়ার পর কিভাবে ক্লায়েন্ট ও কন্টাক্টরের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখতে হয় তাও শিখতে পারবেন। কাজ পাওয়ার পর কিভাবে এবং কেন কন্টাক্টরেরকে বোনাস কিংবা মাইলস্টোন দেয় ক্লায়েন্ট।
লাভ নং ৬। ভালো ফিডবাক পাওয়া যায়।
লাভ নং ৭। ভালো রেটিং পাওয়া যায়।
আরও লিখব কিন্তু জরুরী কাজে এখন বাইরে যেতে হচ্ছে। পরে এ আরও লেখার আশা রাখি।
পাদটিকাঃ ওডেস্ক নিয়ে চেইন টিউন করার ইচ্ছা আছে। আপনারা উৎসাহ না দিলে আমি লিখতে পারব কিনা জানি না।
আমি tunes। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 67 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
লেখাটি পড়ে অনেক ভাল লাগলো। তবে ওডেস্ক এর sample কভার লেটার যদি কমেন্টে লিখতেন তাহলে খুব খুশি হতাম। ধন্যবাদ–