ওডেস্ক-এ কাজ পাননি তো কি হয়েছে ।। কাজ দিন অন্য কন্টাক্টরকে

এই টেকটিউন্স-এ অনেক টিউনার কিংবা ভিজিটর আছেন যারা মাসের পর মাস ওডেস্ক এ বিড করেও কাজ পাচ্ছেন না। এতে হয়তোবা অনেকেই ওডেস্ক বিড করা ছেড়ে দিয়েছেন। ভাবছেন অযথা সময় নষ্ট। কিন্তু আজ আমি বলবো আপনি কাজ পান না আপনার ভুলের কারনে, এখন আপনি বলবেন কেন? আমি বলবো হয়তোবা আপনি আপনার প্রোফাইল ১০০% কমপ্লিট করতে পারেন নি। কিংবা আপনি ওডেস্ক এর নিজস্ব রেডিনেস টেস্ট দেন নাই। কিংবা দিলেও ৫ স্কোর না হওয়ার কারনে পাস করতে পারেন নি। অথবা আপনি জবে বিড করার সময় আপনি সুন্দর ভাবে কভার লেটার লিখতে পারেন নি। যার কারনে আপনাকে ক্লায়েন্টারা ডিক্লাইন করেছেন। কারন তারা টাকা দিয়ে যোগ্য কন্টাক্টরকেই খুজে নিবে।
১০০% প্রোফাইল কমপ্লিট করার উপায়,রেডিনেস টেস্ট পাসের তরিকা আর সুন্দর এবং যথাযথ কভার লেটার লেখার নিয়ম কানুন নিয়ে লিখব অন্য কোনো টিউনে।
তবে আমার মতে, যদি অাপনার ভেরিফাইড পেপাল অ্যাকাউন্ট থেকে থাকে তবে আপনি আগে ক্লায়েন্ট হয়ে জব পোস্ট করুন, জব টি হবে ফিক্সট প্রাইজের ছোট খাটো কাজ। যেমন একটা লোগো ডিজাইন এর। হতে পারে ছোটখাটো ডাটা এন্ট্রির কাজ। ভাবছেন কেন বলছি। আসেন দেখা যাক এতে আপনার কি লাভ।

লাভ নং ১। আপনি লাইভ বুঝতে পারবেন, কিভাবে কন্টাক্টররা বিড করে।
লাভ নং ২। আপনি বুজতে পারবেন কি ভাবে সুন্দর এবং হৃদয়গ্রাহী কভার লেটার লিখা যায়। যা জব ইন্টারভিউ এর জন্য ক্লায়েন্ট কে আকৃষ্ট করে। কাজ পাবার হার বেড়ে যায়।
লাভ নং ৩। আপনি এমন সব কন্টাক্টর দের সাথে পরিচিত হবেন যারা আপনার ফ্রিলান্সিং কারিয়ার এর জন্য একসময় কাজের হবে।
লাভ নং ৪। কিভাবে কন্টাক্টরের সাথে চুক্তি করতে হয় তাও শিখতে পারবেন।
লাভ নং ৫। কাজ পাওয়ার পর কিভাবে ক্লায়েন্ট ও কন্টাক্টরের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখতে হয় তাও শিখতে পারবেন। কাজ পাওয়ার পর কিভাবে এবং কেন কন্টাক্টরেরকে বোনাস কিংবা মাইলস্টোন দেয় ক্লায়েন্ট।
লাভ নং ৬। ভালো ফিডবাক পাওয়া যায়।
লাভ নং ৭। ভালো রেটিং পাওয়া যায়।
আরও লিখব কিন্তু জরুরী কাজে এখন বাইরে যেতে হচ্ছে। পরে এ আরও লেখার আশা রাখি।

পাদটিকাঃ ওডেস্ক নিয়ে চেইন টিউন করার ইচ্ছা আছে। আপনারা উৎসাহ না দিলে আমি লিখতে পারব কিনা জানি না।

Level 0

আমি tunes। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 67 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

লেখাটি পড়ে অনেক ভাল লাগলো। তবে ওডেস্ক এর sample কভার লেটার যদি কমেন্টে লিখতেন তাহলে খুব খুশি হতাম। ধন্যবাদ–

    @Madonexon: @:অাপনি যদি graphics designer হোন তবে নিম্নের কভার লেটারটি দেখুন।(তবে কখনোই কোন নমুনা কভার লেটার নিজের বলে চালাবেন না। এতে ইহকালেও কাজ জুটবেনা। নকল বাজদের ওডেস্ক-এ কাজ পায় না।): Dear,
    I am Firoz Al Mamun and am graphics designer.and I am very interested in your job post involving these skills. I have recently worked in Blizzard Multimedia. I have experience. I am expert Illustrator, Photoshop. I have consistent by delivered project on time and under budget, which has earned me the role of team lead on a number of recent projects, as you’ll see in my work history. I believe my skills would be ideal for your project. A number of my projects are in my oDesk portfolio.
    You can trust me. I will do it, if you give this job.
    Regards,
    Firoz Al Mamun

      Level 0

      @ফিরোজ: অনেক অনেক ধন্যবাদ কভার লেটারটি কষ্ট করে লেখার জন্য তবে মাঝে মাঝে সকলকে উৎসহ দেওয়ার জন্য আমাদের মাঝে থাকবেন।

Level 0

do chain tune plea$

ওডেস্ক নিয়ে চেইন টিউন করেন। আপনাকেই খুজছে টেকটিউনস…………….

Level 0

উৎসাহ দিলাম

dilam utsaho

ধন্যবাদ কাজ না পাওয়া ব্যাক্তি দের মধ্যে আমি ও একজন যার প্রোফাইল ১০০% কমপ্লিট রেডিনেস টেস্ট ৫ স্কোর 2 টা তেই। মোট টেস্ট দেয়া আছে 7( রেডিনেস টেস্ট ছারা) টা 3 টাতে টপ 30% এ আছি তার পর ও কাজ পাইনা । হয়তো কভার লেটার ভালো হচ্ছে না……….

কভার লেটার লেখতে কিভাবে হয় তার টিউন নিয়ে অাপনাদের সামনে হাজির হবো তারাতারি। দুরন্ত বালক ভাইয়া, অাপনার কভার লেটার লেখা সুন্দর ও সাবলীল করতে হবে। জব পোস্টিং ভালো ভাবে বুঝে তার সারবেত্তা লিখতে পারাটাও কিন্তু সুন্দর কভার লেটার লেখার নমুনা।

ওডেস্ক কাজ করার স্বপ্ন অনেক দিনের। সঠিক দিক নির্দেশনার অভাবে কিছু করতে পারছি না।
ঢাকায় কি কোন ভালো trainning প্রতিষ্ঠান আছে? থাকলে জানান প্লিজ।

ভাই এমনিতেই ইদানিং স্প্যাম পোস্টের জালায় বাচি না ওডেস্কে!! এর মধ্যে আবার এই পোস্ট! গনহারে জব পোস্ট মারতে থাকবে লোকজন, কচার লেটার সেখার জন্য! কিভাবে একটা কভার লেটার লিখতে হয় তার জন্য গুগল সার্চ করাটাই কি ভাল উপদেশ নয়?? আর যদি বলেন, সবাই তো তা পারে না, তাহলে বলব যে ব্যাক্তি সামান্য গুগল সার্চ দিতে পারেনা, সে ব্যাক্তি কি ওডেস্কে কাজ করার যোগ্যতা রাখে???
কভার লেটার নিয়ে আপনি টিউন করার ইচ্ছা প্রকাশ করেছেন, সেটাই ভাল হবে!! ধন্যবাদ

    @পাগলা স্ক্যানার: কভার লেটার নিয়ে আপনি টিউন করার ইচ্ছা প্রকাশ করেছেন, সেটাই ভাল হবে!!
    সহমত!!
    অামার টিউনটিতে অামি বলেছি যে,”যদি অাপনার ভেরিফাইড পেপাল অ্যাকাউন্ট থেকে থাকে তবে আপনি আগে ক্লায়েন্ট হয়ে জব পোস্ট করুন, জব টি হবে ফিক্সট প্রাইজের ছোট খাটো কাজ। যেমন একটা লোগো ডিজাইন এর। হতে পারে ছোটখাটো ডাটা এন্ট্রির কাজ।”
    অামি কিন্তু সবাইকে বলি নি যে, সবাইকে জব পোস্টিং করতে হবে। অামি বলতে চেয়েছি, ছোট খাটো কাজের পোস্টিং করতে। তাতে তো কিছু ৳টাকা খরচ করতে হবে। এতে লাভ হবে। অামার বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি।
    ধন্যবাদ।।।

দুঃখিত আগের রিপ্লাইয়ে ‘কচার লেটার’ চলে এসেছে, ওটা কভার লেটার হবে!!!

Level 0

thanks

Level 0

thanks chaliya jan

সাথে থাকুন।ধন্যবাদ।।।

tune tir jonno dhonnobad

টিউনগুলো তাড়াতাড়ি শুরু করার জন্য আহবান করছি।

    টিউনগুলো তাড়াতাড়ি শুরু করব। অামি পেশাদার মানুষ, অামি অফিসের কাজের পাশাপাশি টিউনগুলো করতে হবে। সাথে থাকুন।ধন্যবাদ।।।

Level 0

ami adu vai, jak apnader comment gulo porte valoi lage

    @adu vai: অাদু ভাই, অাপনি কি কখনোই ক্লাশ সেভেন থেকে এইটে উঠবেন না? 🙂

Level 0

apnar tune so good, we want to serial post about odesk. Take care and good luck.

Level 0

dilam

Level 0

ভাইয়া আমি ওডেস্কে নিয়মিত কাজ করতাম । কিন্তু প্রায় দুইমাস তেমন কোন জব নাই কি করব । প্লিজ হেলপ করেন না । আমার ওয়েব ডিজাইন এর কাজ করার খুব ইচ্ছা । আমি কোন প্রতিষ্টান থেকে ওয়েব ডিজাইন শিখব বলবেন কি । আমার মোবাইল নং- ০১৯২০৪৭২৭১৮ । আশা করি নিরাশ করবেন না ।

বড় আপনার কথা গুলো ভাল লাগল কিন্তু ধন্যবাদ ছাড়া আর কিছু ‍দিতে পারলাম না।আর আমারও ইচ্ছা জাগে দেশের সবায় নিয়োজিত হতে,জানি না আমি আপনার মত কবে সে দাড়ে পেীছাবো।

Level 0

Apnakey Onek Dhonnobad.