২০০৯ এর আগষ্ট থেকে অনলাইন আর্নিং এর সাথে জড়িত আছি। ঐ সময় পেপারে এক এড দেখে গুলশানের এক সেমিনারে জয়েন করি। সেখানেই প্রথম ওডেস্ক সম্পর্কে জানতে পারি। তার পর থেকে নানা প্রতিকুলতা সত্ত্বেও লেগে আছি এবং পড়াশুনা শেষ করে এটাই পেশা হিসাবে বেছে নি।
ফরেক্স সম্পর্কে ২ বছর আগেই শুনেছিলাম কিন্তু এটা কি, কিভাবে করতে হয় জানা ছিল না, কিন্তু খুব ইচছা ছিল ফরেক্স এ ট্রেড করার। অবশেষে আমার এক বন্ধুর সহযোগীতায় ফরেক্স বুঝতে শুরু করি। প্রথমে ডেমো দিয়ে শুরু করি।
বেশ কিছুদিন ডেমো প্র্যাকটিস করার পর একটু কনফিডেন্ট আসলো, যে এখন ফরেক্স এ ইনভেষ্ট করা যায়। বন্ধুর প্রত্যক্ষ সহযোগীতায় নেমে পড়লাম ফরেক্স দুনিয়ায়।
net ফরেক্স নিয়ে বেশ কিছু পোষ্ট দেখেছে ্যা আমার খুব কাজে লেগেছে।
যারা নতুন তারা ফরেক্স নিয়ে আমার এ্ই ব্লগ টা দেখতে পারেন http://mybanglaforex.blogspot.com/
**রাজশাহীর কেউ ফরেক্স বিষয়ে জানতে চাইলে আমার সাথে সরাসরি যোগা্যোগ করতে পারেন, যতটুকু পারি সাহা্য্য করবো।**
আমি arhasan। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 10 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Hi I am a freelancer.
ভাই আমার ও ইচ্ছা আছে, কিন্তু ডেমোটা দিন আমরা প্রেক্টিস করি।