অডেস্ক এ যারা একদম নতুন শুরু করবেন এবং এপ্লাই করতে করতে জাদের পিঠ ব্যাকা হয়ে গেছে তাদের জন্য স্পেশাল পোস্ট।

নতুন অডেস্কারদের জন্য এইটা দিলাম স্পেশাল পোস্ট। যারা এপ্লাই করতে করতে হতাশ তাদের কাজে আসবে আশা করি, , , , একটু দেখেন,

ধরে নিলাম আপনি ভাল SEO এর কাজ পারেন। ওকে গুড। এখন অডেস্ক এ সাইন আপ করেই কি আপ্নে ফুল কনফিডেন্ট এ এপ্লাই করা শুরু করে দিবেন প্রথম দিনই??
অডেস্ক মানেই আপনি পুরো একটা নতুন জগতে প্রবেশ করেছেন। তাই ঘড়ি ধরে ঠিক এক সাপ্তাহ মানে ৭ দিন আপনি কোন এপ্লাই করবেন না। হয়তো বলবেন ৭ দিন কি আমি আঙ্গুল চুসবো? না ভাই, ৭ দিন আপনি পুরো অডেস্ক এর খুটি নাটি দেখবেন, নিয়ম কানুন পরবেন। লাগ্লে নেট থেকে বাংলা কিছু পরবেন অডেস্ক নিয়ে। সেই সাথে দেখবেন আপনার অভিজ্ঞতাটা আস্তে আস্তে বারবে অডেস্ক এ। আর আগে যদি কোন বড় ভাই থেকে টিপস নিয়ে থাকেন, তাহলেও এপ্লাই করতে পারবেন না। প্রব্লেম এ পরে জাবেন সিউর। তাই নিজেই কিছু জানার চেষ্টা করুন।

কি করতে পারেন এই ৭ দিন, অন্তত ৫০ জন মানুষের প্রোফাইল ঘাটবেন। তাদের রিজিউম গুলি পড়বেন। মানে আপনি যে কাজ করবেন সেইরকম মানুষের প্রোফাইল , , , , তারা কি কি টেস্ট দিয়েছেন তা দেখবেন। মোট কথা মনে করবেন এটাই আপনার প্রোফাইল, কি করে এটা এতো সুন্দর হলো এবং আরো কি করা জায় তা ভাব্বেন।

এবার আপনি অডেস্ক এর প্রতিটা মেনুতে ক্লিক করে দেখবেন অন্দর মহলে কি আছে। ভাই, এমন কিছু লোক দেখছি যারা প্রায় ৬ মাস অডেস্ক এ থাকার পর আমাকে বলে যে, ভাই পেমেন্ট মেথড এ সাইন করবো কিভাবে। মানে কিছু টাকা পাইছে হয়তো, তাই উঠাবে আরকি। বলেন দেখি কেমন অবস্থা।

আর জরুরি কাজ হল, বায়ারদের জব পোস্টিং এর দিকে খেয়াল করুন ভাল ভাবে। সে কি বলতে চায় তা বোঝার চেষ্টা করুন। তার পর মনে মনে সেই জব অনুজাই কভার লেটার বানান। সো, কখনো কপি পেস্ট কভার লেটার দিবেন না। এমনকি আপনার লেখা কভার লেটারো কখনো কপি পেস্ট করবেন না। তাতে কাজে দেবে না। সব সময় ইন্সট্যান্টলি কভার লেটার লেখবেন। তাতে সেটা জত বড়ই হোক না কেনো।

সবার শেষে, ৭ দিন পর এপ্লাই শুরু করুন। এখন আপনি অনেক ভাল কিছু জানেন জেটা হয়তো ৭ দিন আগে এপ্লাই করা শুরু করলে এক মাসেও জানতেন না। দেখবেন আস্তে আস্তে আপনি প্রায় প্রতিদিনই দুই একটা করি ইন্টারভিউ পাবেন। সো গো অন, , , ,

Level 0

আমি হাসিররাজা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 60 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি তো আমার মতই আছি। জীবনে কোন পরিবর্তন নেই। কোন দিন আসবে বলে আশা করি না। মানুষকে ভালবাসি, মানুষের হাসিমুখ ভালবাসি, মানুষকে হাসাতে ভালবাসি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

খুবই সময় উপোযোগি পোস্ট নতুন যারা এই কাজে আস্তে চাই তাদের জন্য দরকার এটি।
ধন্যবাদ ভাইয়া আপনাকে এ রকম একটি জিনিস আমাদের সাথে শেয়ার করার জন্য।

    @পথিক রসুল: থেঙ্কু ভাই, খুব সুখ অনুভব করলাম মনে আপ্নের কথায় 😛 সবার কাজে আসুক সেই কামনায় ভাল থাকুন আপ্নিও, আমিও আছি ভালই 😛

Level 0

হুম ভাল পোস্ট কাজে দিবে।যদি না পোল্টি খান…………..

    @almas17: ভাই, আমি আগে বহুত পল্টি খাইয়াই তো শিখছি। এহন আর চাঞ্চ নাই 😛

সময় উপোযোগি পোস্ট । Thanks

Level 0

vary nice post.

ভাই আপনাকে অনেক ধন্যবাদ। আমি কিছু দিন আগে থেকে মনে করসি অডেস্ক এ জইন করব। জাক ভালই হইলো। আপনার টিউন তা পেয়ে। আমি আপনার ছট ভাই হিসেবে আর একটা অনুরধ। আমাকে অডেস্ক এর বিষয়ে আরও কিছু তথ্য দিবেন। [email protected]
ভাই আপনি অডেস্ক নিয়ে আরও পোস্ট করবেন। আল্লাহ হাফেয………………

    @mdalaminhossain.bk: প্রব্লেম নাই আলামিন ভাই, এখন থেকে ট্রাই করব নিয়মিত কিছু লিখতে। এখানেই পাবেন সবকিছু। তবে আপনি আরো এক্সপার্ট দের সাহাজ্জ পেতে পারেন বাংলাদেশে অডেস্ক এর ফ্যান পেজ এ। আমি গতকাল সেখানে জয়েন করলাম। http://www.facebook.com/groups/odeskhelp/

Level 0

dorkari ekta post….dhonnobad hasirraja hahahahaha…..valo thakben onek valo….ar agamite erokom aro poth dekhaben amader

    @sumit: জি ভাই, চেষ্টা করব আরো কিছু লেখার। সুখ পেলাম আপনার কথায় 😀 আর আপ্নিও ভাল থাকবেন

Good Tips!

@hashirraja vai jan onke darun akta post dekhe valo laglo asa kori ar kisu share korban
Thanks Bro

vi polti kete kete obsta karap hoe geche………….

Level 0

আমার জন্য এটা দরকার ছিল, Thanks

আর কি অইবো ট্যাগ টুগ দিয়া? 🙂

ধন্যবাদ 🙂 😀

ভাল লাগলো। খুব সহজ করে কাজের কথা গুলো লিখেছেন। ধন্যাবাদ, ভাল থাকবেন।

বুঝলাম! ধন্যবাদ।