আউটসোর্সিং-এ বাংলাদেশের অবস্থান এখন মোটামুটি সম্মানজনক প্রায় সব আউটসোর্সিং মার্কেটপ্লেস গুলোতে। এই সম্মানজনক অবস্থানে পৌছাতে পেছনের মানুষগুলোকে অনেক পরিশ্রম করতে হয়েছে। কচ্ছপ গতির ইন্টারনেট কানেকশন আর লোডশেডিং এর মত বড় বাধার সাথে পাল্লা দিয়ে যাদেরকে কাজ করতে হয় তারাই জানেন কতটা পরিশ্রম করতে হয়েছে এই অবস্থায় আসতে।
বাংলাদেশে এখনো আউটসোর্সিংকে পেশা হিসাবে নিতে সবাইকে দশবার ভাবতে হয়। কারণ পেশা হিসাবে এখনো তেমন সম্মান দেয়া হয়না ফ্রিল্যান্সারদেরকে। একজন ইঞ্জিনিয়ার কোনো এক প্রাইভেট ফার্মে ছোটখাট একটা জব করলেও তিনি গর্ব করে তা বলতে পারেন, কিন্তু যখন তিনি ফ্রিল্যান্সার হিসাবে কাজ করেন, তাকে সেটা বলতে ইতস্তত করতে হয়। আসল কারণ হলো তার কাজ বা কাজের প্রক্রিয়া সাধারণ মানুষ বুঝতে পারেন না। এই সব শ্রেনীর মানুষের না বোঝার দায় কিন্তু পরোক্ষভাবে ফ্রিল্যান্সার/আউটসোর্সারদের ঘাড়েই পড়ে। এটা সব মানুষের জন্য বোধগম্য করে তোলার দায়িত্ব ফ্রিল্যান্সার/আউটসোর্সারদেরই।
এই নাজুক অবস্থার পেছনে মরার উপর খাঁড়ার ঘা এর মত হয়ে উঠেছে নাম সর্বস্ব কিছু প্রতিষ্ঠান যারা ট্রেনিং এর নাম করে আগ্রহীদের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে বড় অঙ্কের টাকা। "ঘরে বসেই বিনা পরিশ্রমে আয় করুন ৫০ হাজার টাকা" - এই ধরণের চটকদার বিজ্ঞাপনে প্রতারিত হচ্ছেন অনেকেই। আর স্বভাবতই সেই সব প্রতারিতদের আশে পাশের মানুষগুলোর আউটসোর্সিং সম্পর্কে নেতিবাচক ধারণা জন্মে।
এই সুযোগ ঐ নামসর্বস্ব প্রতিষ্ঠানগুলো পাচ্ছে কেননা ফ্রিল্যান্সার/আউটসোর্সাররা অর্গানাইজড না, এবং তারা এর বিরুদ্ধে তেমন কিছুই করেননা ঝামেলা এড়াতে।
এই অবস্থার পরিবর্তন কারো একারপক্ষে সম্ভব নয়, তাই সবাইকে এগিয়ে আসতে হবে। এরই প্রথম পদক্ষেপ হিসাবে নবীন ফ্রিল্যান্সাদের সঠিক দিকনির্দেশনা দিতে পান্থ বিহোস, মামুন সৃজন, অমিত নন্দী, সুমন-এর মত বেশ কিছু অভিজ্ঞ ফ্রিল্যান্সার একত্রিত হয়েছেন ল্যান্সার টক-এ। এটা সামান্য একটা উদ্যোগ যা হয়ত বিস্তৃত হতে পারে আরো অভিজ্ঞদের সহযোগিতায়।
আসুন, আমরা সকলে নিজেদের জন্যই যার যার যায়গা থেকে নিজ নিজ দায়িত্ব পালনের চেষ্টা করি। তাহলেই হয়ত সত্যকারের পরিবর্তন সম্ভব।
পুর্বে প্রকাশিতঃ প্রিয় টেক।
আমি তন্ময়। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 32 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাল উদ্যগ।
ধন্যবাদ