কেমন আছেন সবাই। আশা করি সবাই ভালই আছেন। আল্লাহ পাক আমাকে ও আপনাকে সবসময় সুস্থ রাখুন এই কামনাই করি। আমি আজকে আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব।
যদিও এই বিষয়টি নিয়ে টেকটিউনস এর টিউনার শফিউজ্জামান শফি ভাই গত ১ বছর আগে একটি টিউন করেছিলেন, যা একটি ভিডিও টিউটোরিয়াল এর মাধ্যমে দেখানো হয়েছে। আজ আমি আপনাদের সাথে লিখিত আকারে টিউনটি উপস্থাপন করব। আশা করি আপনারা উপকৃত হবেন।
বি:দ্র: টিউনটি একটু বড় তাই ধৈর্য্য সহকারে পড়ুন, আশা করি আপনাদের কাজে লাগবে।
আমরা আমাদের বিশেষ প্রয়োজনে এবং সময় ও শ্রম বাচানোর জন্য বিশেষ কিছু ওয়েব সাইট ব্রাউজারে বুকমার্ক করে রাখি। যেমন নিচের চিত্রটি দেখুন:
এর ফলে আমরা মাত্র এক ক্লিকেই আমাদের কাঙ্খিত স্থানে গমন করতে পারি। কিন্তু কোনো কারণে আমাদের ব্রাউজার যদি রিমোভ করি তাহলেই যত সমস্যা, আমাদের কালেকশনে রাখা বুকমার্কগুলো আর খুজে পাইনা/হারিয়ে যায়। কিন্তু যদি এই বুকমার্কগুলো ব্যাকআপে রেখে পরবর্তীতে আবার রিস্টোর করা যায় তাহলে কেমন হয়! তো আমি আজকে আপনাদের সাথে আজকে এ বিষয়টি নিয়েই আলোচনা করব। আশা করি এতে আপনারা উপকৃত হবেন, ইনশাআল্লাহ।
ব্রাউজারের বুকমার্কগুলো ব্যাকআপে রাখতে ও ইন্সটল করতে নিচের ধাপগুলো অনুসরণ করুন:
১। আপনার মজিলা ফায়ারফক্স ব্রাউজার ওপেন করে মেনু থেকে Bookmark এ ক্লিক করুন এরপর Show all bookmark এ ক্লিক করুন। (নিচের চিত্রটি লক্ষ করুন)
২। উপরের কাজটি ঠিকমত করলে Firefox এর Library ওপেন হবে, এখান থেকে Import and Backup এ ক্লিক করে Backup এ ক্লিক করুন। (নিচের চিত্রটি লক্ষ করুন)
৩। Backup এ ক্লিক করার পর আপনার কম্পিউটারের যেকোন স্থানে Backup File টি সংরক্ষণ করুন। তবে উল্লেখ্য যে, চিত্রের চিহ্নিত স্থানে যেকোন নাম দিতে পারেন তবে নামের শেষে .JSON দিতেই হবে। (নিচের চিত্রটি লক্ষ করুন)
৪। পরবর্তীতে নতুন করে ইন্সটল দেয়া Firefox ওপেন করে মেনু থেকে Bookmark এ ক্লিক করুন এরপর Show all bookmark এ ক্লিক করুন এবং এখান থেকে Restore এ ক্লিক করে একেবারে নিচ থেকে Choose File এ ক্লিক করে পূর্বে সংরক্ষণ করে রাখা Backup ফাইলটি দেখিয়ে দিন। (নিচের চিত্রটি লক্ষ করুন)। ব্যাস আপনার কাজ শেষ।
ধন্যবাদ আপনাদের, টিউনটি পড়ার জন্য।
ফেসবুকে আমি: এখানে
টিউনটি পূর্বে এখানে প্রকাশিত
আমি রাহিন আহমদ। Founder & Tutor, MR IT Solutions BD, Sylhet। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 12 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
নিজের সম্পর্কে বলার মতো তেমন কিছু নেই। প্রযুক্তি সম্পর্কে নিজে যতটুকু জানি তা অন্যদের মধ্যে শেয়ার করতে এবং নতুন কিছু শিখতে ভাল লাগে।