ভিপিএনের জন্য ফায়ারফক্সের প্রক্সি স্থায়ীভাবে পাল্টিয়ে গেছে? নিয়ে নিন সমাধান।

আসসালামু আলাইকুম।

অনেকের মত আমিও ভিপিএন দিয়ে ফেসবুক চালাই। নেদারল্যান্ডসের ভিপিএন। তো হঠাৎ একটা সমস্যায় পড়লাম। ভিপিএন চালু  বা বন্ধ যা রাখিনা কেন আমাকে ফায়ারফক্স নেদারল্যান্ডের বাসিন্দাই ভাবে। সার্চ দিলে আসে (www.google.nl). বিশাল প্রবলেম। দিলাম ফায়ারফক্স আনইন্সটল। আবার ক্রোম দিয়ে ডাউনলোড করে ইন্সটল দিলাম। বাট কিচ্ছু হলো না। এবার ভিপিএন আনইন্সটল দিলাম। এবার আর ফায়ারফক্সে কোন সাইটই আসে না। খালি প্রক্সি এরর দেখায়। ব্যাপক সমস্যায় পড়লাম। অবশেষে সমাধানও পেলাম। তো সেটা শেয়ার করি ভাবলাম। তাই লিখতে বসলাম।

এরকম প্রবলেমে পড়লে যেটা করতে হবে সেটা হলো প্রক্সি সেটিংস চেঞ্জ। কিন্তু ফায়ারফক্সে সেটিংসটা চিপায় আছে বলা যায়। খুজেঁ পাওয়া দুষ্কর। তাই আমি স্ক্রিণশট সহ টিউন করছি।

১. মেনু থেকে সেটিংসে যান।

২. এবার Advanced এ যেয়ে নেটওয়ার্ক অপশনে যান এবং Settings এ ক্লিক করুন।

৩. এবার Use system proxy settings এ ক্লিক করুন।

তো আশা করা যায় কাজ হবে। ফায়ারফক্স আন ইন্সটল করার বৃথা চেষ্টার কোন প্রয়োজন হবে না।

তবে বিদায় নেওয়ার আগে আরেকটু প্যাচাল পারি। এখনো দুইশো শব্দই হলো না।  বিশাল বিপদ। পিসির জন্য একটা ভিপিএন দিয়ে দিই বরং(www.sulovbd.com) হতে সংগৃহীত-

আপনি যদি গুগল ক্রোম ব্যবহারকারী হন তাহলে এখান থেকে Browsec নামক এক্সটেনশন টি আপনার ব্রাউজারে অ্যাড করে নিন।

আর আপনি মজিলা ফায়ারফক্স ব্যবহারকারী হলে এখান থেকে Browsec VPN নামক অ্যাডঅন টি আপনার ব্রাউজারে অ্যাড করে নিন।

বিশেষ দ্রষ্টব্যঃ অ্যাডঅন/এক্সটেনশন টি আপনার ব্রাউজারে অ্যাড করার পর অন করতে ভুলবেন না। তা নাহলে ফেসবুক ওপেন হবেনা। আর অন্য সাইটে ব্রাউজ করার সময় অফ রাখবেন।

আলহামদুলিল্লাহ! আগে পরের সব শব্দ মিলিয়ে মোট ২৬০ শব্দ হয়ে গেছে। আল্লাহ হাফেজ, আবার ফিরে আসার চেষ্টা করবো শীঘ্রই। সময় পেলে ঘুরে আসবেন আমার বন্ধুদের সাথে তৈরি টেকনোলজি ব্লগ।

Level 2

আমি তাহমিদ হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 115 টি টিউন ও 288 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

এটা বহু আগে জানি ২০১১ ইংরেজী থেকে, তার পর ও ধন্যবাদ

    আসল বিষয় হলো আমি জানতাম না। পেলাম। ভাবলাম অন্যদেরও কাজে লাগতে পারে। তাই একটু বিস্তারিত করে স্ক্রিণশটসহ লিখলাম।