আসসালামু আলাইকুম। আশাকরি সবাই ভাল আছেন। আমরা প্রায় সকলেই জানি যে রবি সিম দিয়ে smartphone এ
internet.org browse করে Facebook.com, Bdjobes.com, Bdnews24.com সহ আরোও কিছু
প্রয়োজনীয় website ফ্রিতে ব্রাউজ করা যায়। কিন্তু আমাদের অনেকের smartphone না থাকায় এ সুবিধা নিতে
পারছিনা। তাই আজ আমি আপনাদের দেখাবো কিভাবে পিসিতে রবি সিমে মজিলা ফায়ারফক্সে Internet.org ফ্রি
ব্যবহার করা যায়। তো চলুন শুরু করা যাক।
যেহেতু Internet.org মোবাইল প্লাটফর্ম এর জন্য সেহেতু আপনাকে পিসিতেও Internet.org মোবাইল ভিউ
ব্যবহার করতে হবে।
প্রথমে মজিলা ফায়ারফক্স ব্রাউজার ওপেন করুন। এরপর Firefox address বারে লিখুন about:config এবং enter চাপুন।
এবার I’ll be careful, I promise! এ ক্লিক করুন।
এবার যেকোন জায়গায় মাউস রেখে রাইট বাটুন ক্লিক করে new>string এ যান।
এবার Enter the preference name এ দিন
general.useragent.override এবং ok চাপুন।
এবার এখান থেকে Script টি ডাউনলোড করে
খালি বক্সে দিন এবং ok করুন। ব্যাস আপনার কাজ শেষ। এবার Internet.org তে যান এবং সব ঠিক থাকলে আপনি
নিচে অবিরত থাকুন লিখাটি দেখতে পাবেন। অবিরত থাকুন এ ক্লিক করুন। তাইলে
আপনি এরকম দেখতে পাবেন।
এবার Internet.org তে
গিয়ে তালিকাভুক্ত সাইটগুলো ফ্রি ব্যবহার করুন। যখন আপনি Internet.org ব্যবহার করবেন না তখন about:config এ যেয়ে উপরের সার্চ বক্সে লিখুন general.useragent.override এবং সেখানে রাইট বাটুন ক্লিক করে String টি Reset করে দিবেন।
আজ এ পর্যন্তি। ভাল থাকবেন সবাই। খোদা হাফেজ।
আমি আশিক রেজা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 27 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাই আপনি মনে হয় টিটি নতুন।।এটা নিয়ে অনেক টিউন হইছে।।তবুও হয়ত কারো কাজে দিবে