আমার পূর্বের প্রকাশিত টিউনটি পড়ুন “আপনার Blogger সাইটে Dofollow Comment Plugin ইনসটল করুন”। আজ আমি আপনাদের দেখাব কিভাবে আপনার ফায়ারফক্স ব্রাউজারের গতি বাড়াতে পারেন। আশাকরি সবাইকে ভালো লাগবে। আর কোনো ভুল-ত্রুটি হলে ক্ষমা করবেন। তাহলে কথা না বাড়িয়ে চলুন টিউনটি শুরু করা যাক।ওয়েবসাইট প্রথমবার ভিজিট করার সময় ব্রাউজার কিছু ডাটা হার্ডড্রাইভে সংরক্ষণ করে রাখে এবং পরে উক্ত সাইটটি ভিজিটের সময় সংরক্ষণ করা তথ্য থেকে লোড করে। তবে হার্ডড্রাইভের চেয়ে র্যাম থেকে তথ্য আনতে ব্রাউজারের কম সময় লাগে। এজন্য ব্রাউজারের ক্যাশ র্যাম নির্বাচন করে দিলে ব্রাউজারের গতিও অনেক বাড়বে। ব্রাউজার ক্যাশিংয়ের জন্য র্যাম নির্বাচন করতে ফায়ারফক্সের নিচের স্টেপ গুলো ফলো করুন।
১. প্রথমে অ্যাড্রেসবারে “about:config” লিখে এন্টার চাপতে হবে।নতুন একটি বার্তা আসবে ব্রাউজারে, সেখান থেকে “I’ll be careful, I promise!” বাটনে ক্লিক করতে হবে।
২. এখন একটি ফিল্টার ঘর আসবে। সার্চবক্সে “browser.cache” লিখতে হবে। “browser.cache.disk.enable” এ ডাবল ক্লিক করে এর ভ্যালু fasle এবং “browser.cache.memory.enable” এর ভ্যালু true করতে হবে।
৩. এরপর যে কোনো জায়গায় রাইট ক্লিক করে New>Integer এ ক্লিক করে “browser.cache.memory.capacity” টাইপ করে OK চাপতে হবে। পরের ফিল্ডে ১০০০০০ (১০০ মেগাবাইটের সমান) লিখে OK চেপে ফায়ারফক্স রিস্টার্ট করতে হবে।
এটি পূর্বে প্রকাশিত হয়েছিল এখানে। চাইলে আমার ব্লগটি ঘুরে আসতে পারেন এখানে অথবা http://tech-windows-easy.blogspot.com। সবাইকে টিউনটা ধৈয পড়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।
আমি বিপ্লব কর্মকার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 20 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
nyc