আচ্ছালামুয়ালাইকুম, কেমন আছেন সবাই। আশা করি ভাল আছেন। আমি আল্লাহর রহমতে ভাল আছি। আমি এই টিউনে আপনাদের দেখাব কিভাবে Mozila firefox ইন্টারনেট ব্রাউজার এর ব্রাউজিং এবং ডাউনলোডিং স্পীড বাড়াবেন। Mozilla Firefox এর স্পীড বাড়ানোর এটি একটি কার্যকর পদ্ধতি। এই পদ্ধতি আমি নিজেও অনুসরন করছি। তো প্রিয় ভিজিটর চলুন দেখি কিভাবে Mozilla Firefox ব্রাউজারের ব্রাউজিং এবং ডাউনলোড স্পীড বাড়াবেন ।
প্রিয় ভিজিটর আমি একটি টিউনে দেখিয়েছিলাম, কিভাবে google chrome ইন্টারনেট ব্রাউজারের ডাউনলোড এবং ব্রাউজিং স্পীড বাড়াতে হয়। যারা দেখেন নি এই লিঙ্ককে ক্লিক করে দেখে নিন।
- Ø Mozilla Firefox ব্রাউজার ওপেন করুন এবং এড্রেস বারে লিখুন About:memory এবং ইন্টার প্রেস করুন। এবার minimize memory তে ক্লিক করুন।
- Ø এবার আবার এড্রেস বারে লিখুন About:config এবং ইন্টার প্রেস করুন। I’ll be careful, I promise এ ক্লিক করুন। তারপর সার্চ করুন “pipelining” . মাউস এর Right button এ ক্লিক করে toggle করুন ১ম, ৩য় এবং শেষ লাইন। তারপর ৫নাম্বার লাইনে মাউসের Right button এ ক্লিক করে modify এ ক্লিক করুন এবং স্টাটাস ৮ করে দিন।
- Ø তারপর আবার সার্চ করুন browser.tabs.a এবং প্রথম লাইন Toggle করুন।
- Ø আবার সার্চ করুন browser.display.show_image এবং এখানে একটি লাইনি আসবে Toggle করে দিন।
- Ø এবার সার্চ করুন Network.DNS এবং প্রথম লাইন Toggle করে দিন।
- Ø এবার সার্চ করুন browser.cache.use এবং প্রথম লাইনে মাউসের Righ button এ ক্লিক কর modify এ ক্লিক করুন। 0 দেয়া আছে 1 করে দিয়ে Ok করুন।
- Ø এবার সার্চ করুন accessibility.typeaheadfind.enablesound এবং প্রথম লাইন Toggle করে দিন। তারপর ৪র্থ লাইনে মাউসের Right বাটানে ক্লিক করে New তে ক্লিক করুন এবং integer এ ক্লিক করুন 0 করে দিন।
- এবার বাকি পদ্ধতি গুলি অনুসরন করতে ভিডিও দেখুনঃ https://www.youtube.com/watch?v=hpOGU0bVSbE
- Ø এবার Mozilla firefox দিয়ে full speed এ ব্রাউজ এবং ডাউনলোড করুন।
- Ø প্রিয় ভিজিটর আগামি টিউনের আমন্ত্রন জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। ভাল থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।
টিউনটি পূর্বে প্রকাশিত http://seobanglabd.blogspot.com
Ø নিয়মিত আপডেট পেতে লাইক দিন আমাদের ফেসবুক পেইজে http://www.facebook.com/seobanglabd
Ø নিয়মিত ভিডিও আপডেট পেতে subscribe করুন আমার ইউটিউব চ্যানেলে।
ভাই যা যা বললেন সব করলাম কিন্তু ব্রাউজিং বা ডাউনলোড ফাস্ট হয়েছে বলে তো মনে হচ্ছে না… 🙁
আর accessibility.typeaheadfind.enablesound লিখে সার্স করলে কোনো ৪র্থ লাইন আসে না…
১ম লাইনটারই integer ‘0’ করতে হয়…