মজিলা ফায়ারফক্সে নিউ টেবের জন্য ক্লিক করলে অটোমেটিক লিংক চলে আসে ?আর আসবেনা,সমাধান এখানে।

বিসমিল্লাহির রাহমানির রাহিম।

সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও সালাম।আসসালামু আলাইকুম।কেমন আছেন সবাই।আশা করি ভালই আছেন।ভাল থাকুন,সুস্থ থাকুন এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার আজকের টিউন শুরু করছি।আজ আমি যে সমাধান দিব তা ইন্টারনেট ব্যবহারকারী ভাইদের ১০০% কাজে লাগবে।প্রথমে একটা কথা না বললেই নই,ভাই আমি তেমন কিছুই জানিনা।তবে যেটুকু জানি সেটুকুই আপনাদের সাথে শেয়ার করি।আজ আমি আপনাদের খুব সুন্দর একটা টিউনের কথাই বলছি।ভাই অনেক কথাই হল এবার কাজের কথাই যায়।বর্তমান আমরা ডিজিটাল যুগে বসবাস করছি।তেমনি তথ্য প্রযুক্তির চাহিদা দিন দিন বেড়েই চলেছে।আর আমরা তথ্য প্রযুক্তির চাহিদা পূরন করতে যেয়ে কত নাই সমস্যায় পড়ি।কথাই আছেনা,যেখানে সমস্যা, সেখানেই সমাধান।আমি ইন্টারনেট ব্যবহারকারী ভাইদের দৃষ্টি আকর্ষন করে বলছি,ভাই আপনি কি মজিলা ফায়ারফক্স ব্যবহার করেন।তাহলে টিউনটি আপনার জন্য।নিচের চিত্রে সমস্যাটি উল্লেখ করা আছে।

আমরা যখন মজিলা ফায়ারফক্সে প্রবেশ করি তখন যদি স্বয়ংক্রিয়ভাবে একটা অয়েব সাইটে প্রবেশ করে তাহলে কারনা বিরক্ত লাগে।বিরক্ত হবার মতই।কেননা আমি নদীতে গোসল করবো না কিন্তু কেউ যদি পেছন থেকে ধাক্কা মেরে নদীতে ফেলে দেয় তাহলে কত নাই রাগ হয়।তাই বলছি সাবধানতা অবলম্বন করুন,নিজেকে রক্ষা করুন।শুধু এটা নয় আপনি যখন একটা নতুন ট্যাব নিবেন তখনও স্বয়ংক্রিয়ভাবে অন্য বা বাজে একটা সাইটে নিয়ে যাচ্ছে।ভাই এই সমস্যা সমাধানের জন্য আপনাদের কথা ভেবেই ৩ মিনিটের একটা টিউটরিয়াল তৈরি করেছি।এই টিউটরিয়ালটি দেখলে কোন সমস্যা ছাড়াই আপনি বুঝতে পারবেন।টিউটরিয়ালটি দেখার জন্য এখানে ক্লিক করুন।

কোন প্রকার বুঝতে সমস্যা হলে আমাকে অবশ্যই টিউমেন্ট করে জানাবেন।যারা ttতে টিউমেন্ট করে জানাতে পারবেন না তারা আমর Facebook পেজে comment করে জানাতে পারেন।

আজ এ পর্যন্তই।ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

যারা আমার আগের টিউন দেখেন নাই তারা এখানে দেখতে পারেন।

আমাকে Facebook page এ পেতে এখানে ক্লিক করুন।

খোদা হাফেজ।

Level New

আমি রবিউল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 52 টি টিউন ও 70 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

vi asoley eta drkr chilo, kichudin theke e emon prb hocchilo, ami bujhtecilam nah emn kan hyteche, kjhub e mejej kharap kora jinish, tx prb solve niye tune krar jnne, google e bangla dekhte pari nah, i mean google chorme te, etar somadhan ki

vai ame jokon google chrome open kore tokon akta tab open hoe jae and akta web site a duki jaee

a tar ki kono somadan asee

    Bro ami google chrome use korina ty atar somadhan amar kase jana nai tobe apni akoy poddhoti obolombon kore dekhben.kaj hotao pare.

ভাই অসংখ্য ধন্যবাদ । অনেক ধরে এই ঝামেলা হচ্ছিল , এখন পরিত্রাণ পাওয়া গেল ।