সুপ্রিয় টেকটিউনস কমিউনিটি, সবাইকে আমার আন্তরিক সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় ওয়েব ব্রাউজার মজিলা ফায়ারফক্সের সুপার ফাস্ট এবং অপটিমাইজড ভার্সন ফায়ারফক্স আল্টিমেট নিয়ে আমার আজকের টিউন।
মজিলা ফাউন্ডেশন এর ফায়ারফক্স ব্রাউজার এর সাথে আমরা কমবেশি সবাই পরিচিত। হয়তো অনেকেই টেকটিউনসে আমার প্রথম টিউন হতে জেনেছিলেন মজিলা ফাউন্ডেশন এর ইমেইল ক্লায়েন্ট থান্ডারবার্ড সম্পর্কেও। তারপর একই ধারাবাহিকতায় টেকটিউনসে আমি প্রথম বারের মতো আলোচনা করেছিলাম ফায়ারফক্সের আরও দুই সহোদর মজিলা ওয়াটারফক্স এবং সাইবারফক্স সম্পর্কে। মজিলা ফাউন্ডেশন সব সময় আমাদের প্রয়োজনের কথা ভেবে নিত্য নতুন ভার্সন আপডেট এবং আপগ্রেড করে আসছে।
তারই ধারাবাহিকতায় আমরা সাইবারফক্স, ওয়াটারফক্স কিংবা ফায়ারফক্স প্রতিনিয়ত ব্যবহার করে আশাকরি। মাঝে মাঝে মনে হয় ব্রাউজারটি বুঝি স্লো হয়ে গেছে। একারনেই মজিলা ফাউন্ডেশন আমাদের সুবিধার কথা ভেবে উপরোক্ত দ্রুতগতির ভার্সনগুলো মুক্ত করেছিলো।
এবার গতির সীমাকে ছাড়াতে মজিলা ফাউন্ডেশন আরও একটি দ্রুতগতির ভার্সন উন্মোক্ত করেছে। যার নাম মজিলা ফায়ারফক্স আল্টিমেট। আজকের টিউনে আমরা ফায়ারফক্স আল্টিমেট এর বিশেষ সুবিধাগুলো সম্পর্কে জানবো। আর অবশ্যই টিউন শেষে থাকবে সম্পূর্ণ ফ্রি ডাউনলোড অপশন।
মজিলা ফায়ারফক্স আল্টিমেট হলো মজিলা ফায়ারফক্সের মডিফায়েড এবং অপটিমাইজড ভার্সন। যেটা আপনার ওয়েব ব্রাউজিংকে দ্রুতগতির এবং ঝামেলাবিহীন করতে তৈরী করা হয়েছে। ফায়ারফক্স আল্টিমেট ব্যবহারে আপনি অন্য যেকোন ব্রাউজার থেকে দ্রুতগতির ইন্টারনেট ব্যবহারের সুবিধা পাবেন। ডাউনলোড করার আগে চলুন দেখে আসি নতুন এই ব্রাউজারে কী কী সংযোজন অথবা বিয়োজন করা হয়েছে।
ফায়ারফক্স আল্টিমেট এর ফিচারগুলো যদি আপনার ভালো লেগে থাকে তাহলে নিচের ডাউনলোড লিংক থেকে মাত্র ৩৮ মেগাবাইটের এই সফটওয়্যারটি ডাউনলোড করে নিন। বরাবরের মতোই মজিলার সবগুলো সফটওয়্যার আপনাদের জন্য ফ্রি।
মজিলা ফায়ারফক্স আল্টিমেট ব্রাউজারটি ডাউনলোড করতে চাইলে এখানে ক্লিক করুন | সাইজ ৩৮ মেগাবাইট মাত্র
ডাউনলোড শেষ হয়ে থাকলে স্বাভাবিক নিয়মে সফটওয়্যারটি ইনস্টল করে নিন। আগে থেকে মজিলা ফায়ারফক্স ইনস্টল করা থাকলে সেখানথেকে বুকমার্ক এবং অন্যন্য তথ্য অটোমেটিক ফায়ারফক্স আল্টিমেটে চলে আসবে।
টিউনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা বুঝতে যদি কোন রকম সমস্যা হয় তাহলে আমাকে টিউমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। কারন আপনাদের যেকোন মতামত আমাকে সংশোধিত হতে এবং আরো ভালো মানের টিউন করতে উৎসাহিত করবে। সর্বশেষ যে কথাটি বলবো সেটা হলো, আশাকরি এবং অপরকেও কপি পেস্ট টিউন করতে নিরুৎসাহিত করি। সবার সর্বাঙ্গিন মঙ্গল কামনা করে আজ এখানেই শেষ করছি। দেখা হবে আগামী টিউনে।
আপনাদের জন্য » সানিম মাহবীর ফাহাদ
আমি সানিম মাহবীর ফাহাদ। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 176 টি টিউন ও 3500 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 159 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আগে যা শিখেছিলাম এখন তা শেখানোর কাজ করছি। পেশায় একজন শিক্ষক, তবে মনে প্রাণে টেকনোলজির ছাত্র। সবার দোয়া প্রত্যাশি।
Thanks a Lot @ Fahad vai………..