Mozilla Firefox এর হাজার হাজার Add-ons আর Password মনে রাখুন একটি মাত্র User,Password মনে রেখে (সুপার টিউন)

টেকটিউনস বন্ধুরা আসসালামু আলাইকুম । কেমন আছেন সবাই ? আশা করি ভালোই আছেন ।

বর্তমান সময়ে ইন্টারনেট ছাড়া আমরা এক মুহূর্ত ও থাকতে পারি না । আর এই ইন্টারনেট সারফিং এর সময় আমাদের অনেক সাইট এর address bookmark করে রাখতে হয় এবং User Name, Password ও মনে রাখতে বা Remember দিয়ে রাখতে হয় । যাতে পরে ওইগুলা  খুব সহজে আমরা কাজে লাগাতে পারি । কিন্তু কোন কারনে যদি Browser Uninstall হয় বা PC তে Windows Setup তখন সব গুলা ফিরিয়ে আনা প্রায় অসম্ভভ, হয়ত কোন কোন ক্ষেত্রে তার কিছু আমরা মনে করতে পারি । যদিও সব Browser এ Bookmark Backup Option আছে । তাও অনেক সময় হয় ত তা খুব বেসি ভাল ফল দেয় না। আর তাই আমি আজ আপনাদের এমন একটা  Option  দেখাব যা দিয়ে আপনি খুব সহজেই আপনার ব্রাউজার এর সকল Bookmark, Addons, Username/Password সব কিছু মুহুরতেই ফিরিয়ে আনতে পারেন । আর এই Option টার নাম হচ্ছে Sync. যার নাম  হয়ত আমরা অনেকেই জানি বা শুনেছি ।

আসুন দেখি এটা কিভাবে করা যায় ঃ-

যা যা লাগবে

১)  আমাদের অতি পরিচিত Mozilla FireFox Browser ( আমি Mozilla FireFox 38.0 Use করেছি) ।

২)  Mozilla Firefox Open করুন তারপর  Tools => Options => Sync => Create Account Open করুন  (চিত্রের মত)

৩)  আর যাদের Menu Option (Right Click করে) নেই তাদের জন্য তারপর (১) চিত্র অনুসরন করুন ।

৪) এবার ছটপট একটা Account Create করে ফেলুন ।

 

আপনার কাজ শেষ ।

৫) এবার Addons, Bookmark, Username/Password সব কিছু  Firefox এ add করে নিন (আপনার মন মত)।

 

৬) আবার যখন  আপনি Windows Setup দিবেন তখন শুধু  Sign In করুন

 

 

৭) Sign In করে কিছুক্ষণ অপেক্ষা করুন এই রকম একটা Message পাবেন

 

 

এবার আপনার  Mozilla FireFox  Enjoy করুন

ভাল লাগলে অবশ্যই শেয়ার এবং একটি কমেন্ট করতে ভুলবেন না ।

আজকের মত বিদায়। ভাল থাকুন। আল্লাহ হাফেজ।

 

 

Level 0

আমি Sowrove Hossain। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আমি এক মাস যাবত ব্যবহার শুরু করছি ।ধন্যবাদ শেয়ার করার জন্য

ধন্যবাদ শেয়ার করার যন্য 🙂 সুন্দর টিউন 😀

এই ফালতু সিস্টেম কয়েক মাস আগে আমার দেড় বছরের কালেক্টেড বুকমার্ক উধাউ করে দিয়েছে… তারপর থেকে ম্যানুয়াল সিস্টেম চালাই। সিঙ্ক এর গুস্টি কিলাই!!!!!!!!!!