ফায়ারফক্স-এর একটি খুব ছোট্ট সমস্যা, কিন্তু গুরুত্বপূর্ণ সমাধান।

প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। সকলের ভাল থাকার প্রত্যাশায় ফায়ারফক্স এর একটি সমস্যা ও তার সমাধান নিয়ে একটি ভিডিও তৈরী করেছি। সকলে জন্য এখানে শেয়ার করলাম। যারা অভিজ্ঞ তারা হয়ত বিষয়টি জেনে থাকবেন, তবে যারা জানেন না, আমার এই ভিডিও'টি তাদের জন্যই।

অনেকের কম্পিউটারে মজিলা ফায়ারফক্স-এর নিউ ট্যাব ওপেন করলেই chrome://quick_start/content/index.html ধরণের একটি লিংক চলে আসে। যারা লিংক মুছে ফাকা রাখতে চান, কিংবা সমাধান চান, তারা এই ভিডিও'টি দেখে শিখে নিতে পারেন।

এজন্য প্রথমে আপনার ফায়ারফক্স ব্রাউজারটি ওপেন করুন এবং এড্রেসবারে about:config লিখে এন্টার চাপুন। এখন যে স্ক্রীন আসবে, সেখানে I'll be careful, I promise! বাটনে ক্লিক করতে হবে।
এখন আপনার সামনে Preference Name এর একটি বড় লিষ্ট আসবে। এখানে Search Bar এ newtab লিখুন। ফলে Preference Name এর বড় লিষ্ট'টি ছোট হয়ে আসবে। এখন এই লিষ্ট এর ভিতর থেকে দ্বিতীয় লাইনে browser.newtab.url এ Right Click করুন এবং Modify এ ক্লিক করুন। ফলে এখানে আপনাকে Value পরিবর্তন করে দিবে। এখন আপনি এখানে chrome://quick_start/content/index.html এই লেখাটি পরিবর্তন করে about:newtab লিখুন এবং OK বাটন চাপুন।

এখন আপনি একটি নতুন ট্যাব (New Tab) ওপেন করুন। দেখুন আপনার সমস্যা সমাধান হয়ে গেছে। সরাসরি ভিডিও দেখেও সমস্যা'টি সমাধান করা শিখতে পারবেন। শুধু লিংক কেন, যে কোন কিছু থাকলেই সেটা পরিবর্তন করে দিতে পারবেন, ইচ্ছে মতো। তাহলে দেখে  নিন।
ভিডিও লিংক: https://www.youtube.com/watch?v=Tsr1SojvBKo

আপনাদের প্রয়োজনে আমার অন্যান্য সোস্যাল মিডিয়া প্রোফাইলগুলোকে ফলো করতে পারেন। কোন আপডেট থাকলে এগুলো থেকেই পেয়ে যাবেনঃ
Facebook | Youtube Channel | Twitter | LinkedIn | Google Plus

আমার অফিসিয়াল ওয়েবসাইটঃ wadudofficial.com

লেখাটি প্রথম প্রকাশঃ টেকপ্যাঁচাল ডট কম ব্লগে

Level 0

আমি আব্দুল ওয়াদুদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 27 টি টিউন ও 79 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Hi, My name is Wadud. Full Name: Md. Abdul Wadud (In Bengali: মোঃ আব্দুল ওয়াদুদ), I was born on October 12th, 1982 in Khulna, Bangladesh. I have earned B. Sc in Computer Science and Engineering. I’m Mostly a Freelancer, Freelancing Instructor and a Vlogger (Video Blogger). I’m writing blogs and...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

parle text pot korun

আমার yafd:tabs এটা আসে কি করবো?

একটু লিখে করলে ভাল হয়না!!!! ছোট ছোট টিউনও যাদি ভিডিও দেখা লাগে তাহলে হবে কি করে?

সাহায্য করার ইচ্ছে থাকলে ভিডিও না দিয়ে টিউনটা পুরোটা লিখতেন ।
হুদাই ।