সকলকে নমস্কার জানিয়ে টিটিতে আমি আমার প্রথম টিউন লিখতে যাচ্ছি । ভুল হলে ক্ষমা করবেন । প্রায় ২০১২ সাল থেকে আমি টিটির সাথে আছি কিন্তু কোন দিন কোন টিউন সাহস করি নি কারন যদি সেগুলো টিটি উপযুক্ত না হয় । যখন সাহস করে রেজিস্ট্রেশান করব ভাবলাম তখন আবার তা বন্ধছিল 👿 । যাই হোক আজ তিনমাস হল রেজিস্ট্রেশান করেছি কিন্তু সাহস হয়নি টিউন করার । এখন অনেককেই দেখছি নানা অপ্রয়োজনীই টিউন করতে , তাই ভাবলাম একটি টিউন করে দেখি যদি কারো কাজে লাগে । জানি টপটিউনারদের মত হবে না , তবুও .........
এখন আপনাদের সাথে শেয়ার করব মজিলা ফায়ারফক্সের লেটেস্ট ভার্সন ।
আমরা যারা নেট ইউস করি তাদের বেশিরভাগই ব্রাউজার বলতে মজিলা ফায়ারফক্সকেই বুঝি । এর কারন তো অবশ্যই ইউজার ফ্রেন্ডলি ইন্টারফেস তাছারাও রয়েছে এর বিপুল অ্যাড-অন সম্ভার যা ব্যবহারকারীকে সম্পূর্ণ কাস্টমাইজেসনের সুবিধা দেয় ।
ফায়ারফক্স প্রধানত তিনটি ফরম্যাট এ রিলিজ হয় -
এটা আমরা প্রধানত পিসিতে ব্যবহার করে থকি । ডেক্সটপ ভার্সন উইন্ডোজ পিসি , মাক ওএস এবং লিনাক্স ওএস এর জন্য । এর লেটেস্ট ডেক্সটপ ভার্সন টি হল ৩৩.১.১ যেটি এই নভেম্বর এ রিলিজ করেছে ।
বাংলা (ভারত) , বাংলা ( বাংলা দেশ) , ইংরেজি(British) , ইংরেজি (South African) , ইংরেজি (US) , হিন্দি (India) , আরবি(عربي) , পাঞ্জাবি (India) , তামিল(தமிழ்), তেলেগু(తెలుగు)
বাংলা (ভারত) , বাংলা ( বাংলা দেশ) , ইংরেজি(British) , ইংরেজি (South African) , ইংরেজি (US) , হিন্দি (India) , আরবি(عربي) , পাঞ্জাবি (India) তামিল(தமிழ்) , তেলেগু(తెలుగు)
বাংলা (ভারত) , বাংলা ( বাংলা দেশ) , ইংরেজি(British) , ইংরেজি (South African) , ইংরেজি (US) , হিন্দি (India) , আরবি(عربي) , পাঞ্জাবি (India) , তামিল(தமிழ்) , তেলেগু(తెలుగు)
যে ভাষা গুলি মোটামুটি পরিচিত সেগুলি দেয়া হল । অন্য ভাষা লাগলে কমেন্ট করবেন , আপডেট করে দেব । অথবা এখানে ক্লিক করুন ।
বাংলা ( বাংলা দেশ) , ইংরেজি(British) , আরবি(عربي) , পাঞ্জাবি (India) , তামিল(Sri Lanka)
বাংলা ( বাংলা দেশ) , ইংরেজি(British) , আরবি(عربي) , পাঞ্জাবি (India) , তামিল(Sri Lanka)
বাংলা ( বাংলা দেশ) , ইংরেজি(British) , আরবি(عربي) , পাঞ্জাবি (India) , তামিল(Sri Lanka)
যে ভাষা গুলি মোটামুটি পরিচিত সেগুলি দেয়া হল ।আশা করি অন্য ভাষা লাগবে না । অন্য ভাষা লাগলে কমেন্ট করবেন , আপডেট করে দেব ।
বর্তমানে Android Device এ এটি একটি জনপ্রিয় browser । ডাউনলোড করুন প্লে স্টোর থেকে ।
গান , সফটওয়্যার , মুভি , গেম , ই-বুক , ট্রিক্স , নিউজ , ফান সব কিছু এক জায়গায় পেতে হলে গুরে আসুন আমার ব্লগ অল-ইন-ওয়ান থেকে ।
আমি নীলোৎপল বেদী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 1346 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
কেনো যে এতোদিন কোন টিউন করেন নি বুঝলাম না !! এরকম টিউনই আমরা আশা করি 🙂 আগে শুধু টিউমেন্টেই দেখতাম এখন টিউনেও আপনাকে দেখবো 😀