নিয়ে নিন মজিলা ফায়ারফক্সের লেটেস্ট ভার্সন ৮০ টি ভাষায় সব ডিভাইসের জন্য

সকলকে নমস্কার জানিয়ে টিটিতে আমি আমার প্রথম টিউন লিখতে যাচ্ছি । ভুল হলে ক্ষমা করবেন । প্রায় ২০১২ সাল থেকে আমি টিটির সাথে আছি কিন্তু কোন দিন কোন টিউন সাহস করি নি কারন যদি সেগুলো টিটি উপযুক্ত না হয় । যখন সাহস করে রেজিস্ট্রেশান করব ভাবলাম তখন আবার তা বন্ধছিল 👿 । যাই হোক আজ তিনমাস হল রেজিস্ট্রেশান করেছি কিন্তু সাহস হয়নি টিউন করার । এখন অনেককেই দেখছি নানা অপ্রয়োজনীই টিউন করতে , তাই ভাবলাম একটি টিউন করে দেখি যদি কারো কাজে লাগে । জানি টপটিউনারদের মত হবে না , তবুও .........

এখন আপনাদের সাথে শেয়ার করব মজিলা ফায়ারফক্সের লেটেস্ট ভার্সন ।

আমরা যারা নেট ইউস করি তাদের বেশিরভাগই ব্রাউজার বলতে মজিলা ফায়ারফক্সকেই বুঝি । এর কারন তো অবশ্যই ইউজার ফ্রেন্ডলি ইন্টারফেস তাছারাও রয়েছে এর বিপুল অ্যাড-অন সম্ভার যা ব্যবহারকারীকে সম্পূর্ণ কাস্টমাইজেসনের সুবিধা দেয় ।

ফায়ারফক্স প্রধানত তিনটি ফরম্যাট এ রিলিজ হয় -

  1. ডেক্সটপ ভার্সন
  2. ডেভলপার ভার্সন (যেটি বিটা নামে পরিচিত )
  3. অ্যান্ডরয়েড ভার্সন

ডেক্সটপ ভার্সন-

এটা আমরা প্রধানত পিসিতে ব্যবহার করে থকি ।  ডেক্সটপ ভার্সন উইন্ডোজ পিসি , মাক ওএস  এবং লিনাক্স ওএস এর জন্য ।    এর  লেটেস্ট ডেক্সটপ ভার্সন টি হল ৩৩.১.১ যেটি এই নভেম্বর এ রিলিজ করেছে ।

ডাউনলোড লিঙ্ক - আপনাদের সুবিধার জন্য ডিরেক্ট লিঙ্ক দিয়েছি । জাস্ট ভাষার উপর ক্লিক করুন ।

উইন্ডোজ -

বাংলা  (ভারত)   ,      বাংলা ( বাংলা দেশ)     ,          ইংরেজি(British)    ,           ইংরেজি (South African)  ,           ইংরেজি  (US)   ,           হিন্দি (India)    ,      আরবি(عربي)   ,               পাঞ্জাবি (India)   ,             তামিল(தமிழ்),                      তেলেগু(తెలుగు)

মাক ওএস -

বাংলা  (ভারত)   ,      বাংলা ( বাংলা দেশ)     ,          ইংরেজি(British)    ,           ইংরেজি (South African)  ,           ইংরেজি  (US)   ,           হিন্দি (India)    ,      আরবি(عربي)   ,          পাঞ্জাবি (India)                        তামিল(தமிழ்)   ,                      তেলেগু(తెలుగు)

 লিনাক্স ওএস -

বাংলা  (ভারত)   ,      বাংলা ( বাংলা দেশ)     ,          ইংরেজি(British)    ,           ইংরেজি (South African)  ,           ইংরেজি  (US)   ,           হিন্দি (India)    ,      আরবি(عربي)   ,           পাঞ্জাবি (India)   ,           তামিল(தமிழ்)   ,                      তেলেগু(తెలుగు)

যে ভাষা গুলি মোটামুটি পরিচিত সেগুলি দেয়া হল । অন্য ভাষা লাগলে কমেন্ট করবেন , আপডেট করে দেব । অথবা     এখানে ক্লিক করুন ।

Firefox Add-on এর দুনিয়ায় এক ক্লিক এ প্রবেশ করতে এখানে ক্লিক করুন । 

ডেভলপার ভার্সন (বিটা)- 

আসলে এটি হল একটি Pre-released ভার্সন যা ফাইনাল ভার্সন রিলিজ করার আগে বাগ চেক করতে ব্যবহার করা হয় । latest Version হল ৩৪.০ বিটা ১ যেটি অনেক ফাস্ট & স্মার্ট । এতে অনেক নতুন ফিচার আছে যা ইউস করলেই বুঝতে পারবেন ।

 

ডাউনলোড লিঙ্ক - আপনাদের সুবিধার জন্য ডিরেক্ট লিঙ্ক দিয়েছি । জাস্ট ভাষার উপর ক্লিক করুন ।

উইন্ডোজ -

 বাংলা ( বাংলা দেশ)     ,          ইংরেজি(British)    ,       আরবি(عربي)   ,         পাঞ্জাবি (India)   ,                তামিল(Sri Lanka)

মাক ওএস 

বাংলা ( বাংলা দেশ)     ,          ইংরেজি(British)    ,           আরবি(عربي)   ,             পাঞ্জাবি (India)   ,                তামিল(Sri Lanka)

লিনাক্স ওএস -

 বাংলা ( বাংলা দেশ)     ,          ইংরেজি(British)   ,           আরবি(عربي)   ,            পাঞ্জাবি (India)   ,                তামিল(Sri Lanka) 

যে ভাষা গুলি মোটামুটি পরিচিত সেগুলি দেয়া হল ।আশা করি অন্য ভাষা লাগবে না । অন্য ভাষা লাগলে কমেন্ট করবেন , আপডেট করে দেব ।

Firefox Beta Version এর Add-on এর দুনিয়ায় এক ক্লিক এ প্রবেশ করতে এখানে ক্লিক করুন ।

অ্যান্ডরয়েড ভার্সন -

বর্তমানে Android Device এ এটি একটি জনপ্রিয় browser  । ডাউনলোড করুন   প্লে স্টোর থেকে ।

Post টি প্রথম প্রকাশিত হয়েছে এখানে  ।

গান , সফটওয়্যার , মুভি , গেম , ই-বুক , ট্রিক্স , নিউজ , ফান সব কিছু এক জায়গায় পেতে হলে গুরে আসুন আমার ব্লগ    অল-ইন-ওয়ান থেকে ।

Level New

আমি নীলোৎপল বেদী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 1346 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

কেনো যে এতোদিন কোন টিউন করেন নি বুঝলাম না !! এরকম টিউনই আমরা আশা করি 🙂 আগে শুধু টিউমেন্টেই দেখতাম এখন টিউনেও আপনাকে দেখবো 😀

    @অদৃশ্যলোক:প্রথম টিউনে প্রথম কমেন্ট এর জন্য থাঙ্কস । আসলে অলসতার জন্য টিউন করা হয়নি ।
    ভালো লাগলে অবশ্যই টিউমেন্ট করবেন , নাহলে টিউন করতে ভালো লাগবে না ।
    টিউনারদের উৎসাহ করার জন্যই আমি বেশির ভাগ টিউনে টিউমেন্ট করার চেষ্টা করতাম , তাছাড়া ভালো লাগলে করব নাই বা কেন ?
    নিয়মিত টিউন করার ইচ্ছা রইল । টিটির পাশে থাকবেন ।

টিউনার জগতে আমার তরফ থেকেও অভিনন্দন।
পারলে আমাকে একটা ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠাবে https://facebook.com/profile.php?id=100002647161682

Level 0

sundor…

কিছুদিন আগেও টিওকমেন্টস দেখতাম… এত সুন্দর টিঊন দেখে খুশি হলাম।

    @moner antor: আপনার ভাল লেগেছে জেনে ভাল লাগল । আপনাদের জন্যই তো টিউন করা । আশা করি সাথে থাকবেন ।

Level 0

nice tune….but i have a question, Firefox er latest version e ki idm add-ons support korbe?

করা উচিত ।না করলে IDM Integration তা Re-install করে নেবেন । তবে লেটেস্ট ভার্সন অবশ্যই করবে । যেমন আমি IDM 6.21 build 2 ভার্সন তা ইউস করছি ।