আপনি নিজে আর পড়তে হবেনা, “মজিলা ফায়ারফক্স” আপনাকে পড়ে শোনাবে।

সবার ভাল কামনা করে শুরু করলাম আজকের মজার এই পোস্টটি, আশা করি আপনাদের অনেক ভাল লাগবে।

মজিলা ফায়ারফক্সের কথা নতুন করে পরিচয় দেওয়ার কিছু নেই, কারন এটা এত জনপ্রিয় যে পরিচয়ের অপেক্ষা রাখেনা।

আর এটি জনপ্রিয় হওয়ার পেছনে রয়েছে তার কতগুলো চোখ ধাঁদানো add ons, ঠিক ওই রকমই একটি add ons

উপহার দেব আপনাদেরকে, অনেকদিনতো পড়তে পড়তে ক্লান্ত, এবার নিজে কিছু রেস্ট নিয়ে ফায়ারফক্সকে বলুন পড়ে শোনাতে।

তার জন্য প্রথমে এখানে ক্লিক করুন, নিচের মত দেখবেন……………………

এবার continue to download এ ক্লিক করুন, নিচের মত দেখবেন……………………

এবার add to firefox এ ক্লিক করুন, ৬-৭ সেকেন্ড অপেক্ষা করুন ওটা নিজে নিজে ৭০ কেবির মত

ডাউনলোড হবে, তারপর নিচের মত দেখবেন………………………

এবার আপনি install now তে ক্লিক করুন, ব্যাস এবার আপনার ব্রাউজারটি restart করুন ২ বার।

এবার ব্রাউজারের ভিতর কোন লিখা যখন শুনতে চাইবেন তখন শুধু ওই লিখাটিকে মার্ক ( সিলেক্ট ) করে রাইট বাটন

ক্লিক করুন, speak it নামের একটি অপশন দেখতে পাবেন, সেখানে ক্লিক করলেই আপনাকে পড়ে শোনাতে শুরু করবে।

নিচের ছবিটা দেখুন তাহলে আর বুঝতে সমস্যা হবেনা……………………

আশা করি বুঝে ফেলেছেন। তাহলে আজকের মত বিদায়, সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।

পোস্টটি কেমন লাগলো জানাতে ভুলবেননা কিন্তু………………

লিখাটির প্রথম প্রকাশ kamrul it তে

Level 0

আমি kamrulbhuiyan। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 136 টি টিউন ও 406 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি খুবই সাধারন একজন মানুষ, কিছুই করিনা, মাঝে মাঝে ব্লগে লিখালিখি করি, আর অন্য সময় খেলাধুলায় ব্যাস্ত থাকি.....।।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level New

আপনাকে অসংখ্য ধন্যবাদ মজার একটি add ons শেয়ার করার জন্য।

Level 0

দারুন…!!! ধন্যবাদ আপনাকে…।

খুব সুন্দর একটি পোষ্ট, এরকম পোষ্ট আরও দিবেন বলে আশা করি। ধন্যবাদ। একটা কথা বলে রাখা ভালো স্যামসাং গেলাক্সি এস ৪ ব্যাবহারে সাবধান হউন, হংকং এর এক লোকের বাড়ি এবং মার্সিডিজ গাড়ি পুড়ে গেছে। বিস্তারিত দেখুন এখানে http://www.lecturesheet.com/2013/07/galaxy-s4-burned-house-in-hong-kong.html

Level 2

বাসায় গিয়ে চেষ্টা করবো। অসাধারন টিউন।

Level 0

vai ami ata……koresi. pore sonai o kintu ki bole atai boja muskil..