আসসালামুআলাইকুম !
আশা করি পরম করুণাময় আল্লাহর দয়ায় সবাই ভালো আছেন ।
আমি আপনাদের আজকে দেখাবো কি করে মজিলা ফায়ারফক্সে Untrusted Connection মেসেজটি বন্ধ করা যায়!!
কখনো কখনো কোন সাইট ব্রাউজ করতে গেলে নিচের চিত্রের মতো মেসেজ আসে!
আপনার পছন্দ আপনি চাইলে Get me out of here এ ক্লিক করতে পারেন, ফলে আপনি ফায়ারফক্স স্টার্টআপ পেইজে চলে যাবেন অথবা click Add Exception (when you expand the I Understand the Risks section) এবং চির জীবনের জন্য পেইজটি বন্ধ করে দিন!
মোজিলা ফায়ারফক্স মধ্যে Untrusted Connection page নিষ্ক্রিয় করার জন্য
১. On the Untrusted Connection page, expand I Understand the Risks section and click Add Exception.
২. In the Add Security Exception dialog box, click Get Certificate.
৩. To make this exception permanent, make sure that the Permanently store this exception option is checked. This option is checked by default.
৪. Click Confirm Security Exception.
৫. Restart your browser for the changes to take effect.
তবে খেয়াল রাখতে হবে আপনার কম্পিউটারের টাইম এবং সময় যেন ঠিক থাকে! না হলে সার্টিফাইড হবেনা!
এই বিষয়ে আগে কেউ টিউন করে থাকলে আমি দুঃখিত!
এটি টেকটিউনসে আমার প্রথম টিউন!
তাই অনেক ভূল থাকতে পারে!
আল্লাহ হাফেজ
আমি Imrul Dot Azim। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 42 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
Read in B.Sc in CSE. Blood Group: B+ https://www.facebook.com/ImrulDotAzim
Onek Jalayche