ফায়ার ফক্স আনরেসপনসিভ স্ক্রিপ্ট প্রবলেম সলভ করুন

ফায়ার ফক্স ব্যবহার করার সময় আনরেসপনসিভ স্ক্রিপ্ট এর ঝামেলায় কম বেশি সবাই পরে| আমি মনে হয় একটু বেশিই পরি, পিসিটাই হ্যাং হয়ে যায়|

অনেকে ফায়ারফক্স ব্যবহার করার সময় এই রকম একটা বার্তা দেখে থাকতে পারেন "A script on this page may be busy, or it may have stopped responding. You can stop the script now, or you can continue to see if the script will complete.''

এইটা কন্টিনিউ করলে কাজ হয় না ম্যাক্সিমাম সময় স্টপ দিলে আবার কাজ শুরু করে দেয় ফায়ারফক্স|

এখন আপনি চাইলে স্ক্রিপ্টটার কাজ করার সময় বাড়িয়ে দিতে পারেন, অনেক সময় যথেষ্ট সময় না পাওয়াতে হ্যাং হয়ে যায়|

সময় বাড়াতে  লোকেশন বার থেকে টাইপ করুন about:config এবং এন্টার প্রেস করুন|

এর পর একটা মেসেজ আসবে  "This might void your warranty!" কন্টিনিউ করুন|

এবার ''dom.max_script_run_time'' এই লিখাটা সার্চ করে ডাবল ক্লিক করুন এবং ওখানে দেয়া ভ্যালুটা ২০ করে দিন, এবং ওকে প্রেস করুন|

এর ফলে স্ক্রিপ্ট রান করার ডিফল্ট টাইমটা বেড়ে গেল এবং ওই সমস্যা আর দেখা নাও দিতে পারে|

এটা ছাড়া আরো একটা পদ্ধতি আছে| একটা এডঅন এর সাহায্যে| ইয়েস স্ক্রিপ্ট এড করুন এখান থেকে

যদি কোনো নির্দিষ্ট ওয়েবসাইট এ এই সমস্যা হয়ে থাকে তাহলে ইয়েস স্ক্রিপ্ট থেকে ওই সাইট টা ব্ল্যাক লিস্ট করে দিন| তাহলে ওই স্ক্রিপ্ট গুলো আর রান করবে না|

আমার ফেসবুক এর জন্য বেশি সমস্যা হয় তাই ফেসবুকটা ব্ল্যাক লিস্ট করে দিসি| ফায়ারফক্স এর এডঅন থেকে ইয়েস স্ক্রিপ্ট টা বের করুন, অপশন এ গিয়ে ইউআরএল টা এড করে দিন|

ধৈর্য নিয়ে পচা টিউন পরার জন্য আপনাকে ধন্যবাদ|

টিউন পরে মাথা গরম হয়ে গেলে ঝরনার পানিতে মাথা ভিজান| এই গরমে ঝরনায় ভিজতে চাইলে সোজা চলে যান খাগরাছরিতে| অনেক গুলো ঝরনা পাবেন এখন|

আর থাকার জন্য আছে চমত্কার হোটেল ইকোছড়ি ইন |

Level 0

আমি Rickyrk। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 66 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level New

vai amar akta upokar koren. amar pc te chrome sara r onno kono browser e flash support kortesena. ki kora jay bolento ?

    Level 0

    @Parish:

    এইটা কি রিসেন্টলি হচ্ছে ?? কারণ আমার মজিলাতেও ফ্ল্যাশ কিছুক্ষণ পর পর ক্রাশ করে|

    আপনি ফ্ল্যাশ এর লেটেস্ট ভার্সনটা আপডেট করে দেখেন
    কাজ না হলে আনইনস্টল করে ১০.৩ ভার্সন এ ডাউনগ্রেড করে দেখেন