আপনার ফায়ারফক্স ব্রাউজারে দিন মাস্টার পাসওয়ার্ড ।।

আস্সালামু ওয়ালাইকুম । আশাকরি সবাই ভাল আছেন ।
আমরা সাধারনত কোন ওয়েব সাইটে লগইন করার সময় আমাদের পাসওয়ার্ড রিমেম্বার করে রাখি।এতে পরবর্তিতে আমরা যখন লগইন করি তখন আর পাসওয়ার্ড দিতে হয় না।এতে করে যেমন বার বার পাসওয়ান্ড টাইপ করে লগইন করতে হয় না তেমনি ঝুকিও কম না।পরবর্তি সময়ে ঐ কম্পিউটারের পাসওয়ার্ড অন্য কেউ দেখেও নিতে পারে ।।তবে আপননি চাইলে আপনার ফায়ারফক্স ব্রাউজারে মাস্টার পাসওয়ার্ড দিয়ে তা রক্ষা করতে পারেন।আর সব থেকে সুবিধা হলো এই মাস্টার পাসওয়ার্ড অন্যরা কেউ দেখার সুযোগ পাবে না ।
মাস্টার পাসওয়ার্ড সেট করবেন যেভাবে।। 
প্রথমে ফায়ারফক্স টুল থেকে option এ যান।

এখন security ট্যাবে ক্লিক করুন।এবার use a muster password এ টিক মার্ক দিন।

use a muster password এ টিক মার্ক দিলে একটি পপআপ পেইজ ওপেন হবে।সেখানে পাসওয়ার্ড দিয়ে ok বাটনে ক্লিক করুন।

আপনার সেভ পাসওয়ার্ডটি যদি দেখতে চান তাহলে security ট্যাব থেকে view save password এ ক্লিক করুন।সেভ পাসওয়ার্ডটি দেখার জন্য অবশ্যই মাস্টার পাসওয়ার্ডটি আগে দিতে হবে।এবং মাস্টার পাসওয়ার্ড ছাড়া সেভ পাসওয়ার্ড দেখা এবং মুছে ফেলা যাবে না।

টিউনটি পূর্বে এখানে প্রকাশিত

Level 0

আমি Naeem Islam। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 27 টি টিউন ও 199 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

অসাধারণ টিপসের জন্য ধন্যবাদ।

Level 0

ভাল লাগল

    Level 0

    @azambd: আপনার ভাল লাগলে আমার সার্থকতা