ফায়ারফক্স ২০.০ (Firefox 20.0) যা কিছু নতুন

মোজিলা ফায়ারফক্স- বিশ্বব্যাপী পরিচিত এক নাম। কম্পিউটার আছে অথচ ফায়ারফক্স ব্যাবহার করেননি এমন মানুষ আমার মনে হয় খুব কম আছে পৃথিবীতে। লিন্যাক্স, উইন্ডোজ কিংবা ম্যাক, সকল অপারেটিং সিস্টেমের জন্য সমান ভাবে জনপ্রিয় এই ব্রাউজারটি। গত ২ এপ্রিল ফায়ারফক্সের নতুন একটি সংস্করণ ফায়ারফক্স ২০ ছাড়া হয়। আসুন দেখে নেই এই সংস্করণে নতুন কি কি থাকছে।

উন্নত প্রাইভেট ব্রাউসিং

ফায়ারফক্সের অন্যতম বড় একটি সুবিধা প্রাইভেট ব্রাউসিং। আপনি যখন ফায়ারফক্সের প্রাইভেট ব্রাউসিং ব্যাবহার করেন তখন ফায়ারফক্স আপনার ব্রাউসিং হিস্ট্রি, পাসওয়ার্ড, কুকি কোনো কিছু ক্যাশ করে না।

ফায়ারফক্স এর আগের সংস্করন গুলোতে Start Private Browsing এ ক্লিক করলে আপনার চলমান উইন্ডো বন্ধ হয়ে নতুন সেসন চালু হত।কিন্তু ফায়ারফক্স ২০ এ আপনি যত খুসি তত গুলো প্রাইভেট এবং নন-প্রাইভেট উইন্ডো একসাথে  চালাতে পারবেন।

ডাউনলোডের নতুন অভিজ্ঞতাঃ

ফায়ারফক্সের ডিফল্ট ডাউনলোডার কে আরো উন্নত করা হয়েছে। এই সংস্করনে সার্চবারের পাশেই ডাউনলোড আইকন যোগ করা হয়েছে। এই আইকনে ক্লিক করলে একটি ড্রপডাউন মেনুর মাধ্যমে ডাউনলোড আইটেম গুলো দেখাবে এবং ডাউনলোড হতে কত সময় লাগবে সেটাও দেখাবে।

প্লাগিন্স এর উন্নত স্থিতাবস্থাঃ

বিভিন্ন ধরনের প্লাগিন্স এর ব্যাবহার এর ফলে ফায়ারফক্স এর হ্যাং এবং ক্র্যাশ করার ঝুকি বাড়ে। কিন্তু সৌভাগ্যক্রমে ফায়ারফক্স ২০ যে সব প্লাগিন্স হ্যাং এবং ক্র্যাশ ঘটাতে পারে সেগুলো সনাক্ত করতে পারে এবং ব্রাউসিং চলাকালিন সময়ে ব্রাউসার রিস্টার্ট না করেই সেসব প্লাগিন্স বন্ধ করে দিতে পারে। এর ফলে আশা করা যায় নতুন ফায়ারফক্স আগের তুলনায় খুব কম হ্যাং অথবা ক্র্যাশ করবে।

রয়েছে উন্নত html5 সাপোর্ট

এখন আরও সুন্দর ভাবে html5 অডিও এবং ভিডিও উপভোগ করা যাবে। এছাড়া <canvas> ট্যাগ টি এখন blend modes সাপোর্ট করবে।

আরও আছে উন্নত ডেভলপারস টুলস

এতে ডেভলপারদের জন্য নতুন profiler tool যুক্ত করা হয়েছে। ওয়েব ডেভলপাররা এখন আরও সাচ্ছন্দে কাজ করতে পারবেন এটি ব্যাবহার করে।

তাহলে আর দেরি কেন? ফায়ারফক্স ২০ ডাউনলোড করুন এখান থেকে এবং উপভোগ করুন ব্রাউসিংএর নতুন অভিজ্ঞতা।

Level 0

আমি মেহেদী হাসান বাপ্পী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 94 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি মেহেদী হাসান বাপ্পী, ভালবাসি সবসময় সময়ের সাথে তাল মিলিয়ে চলতে। ভালোবাসি স্বপ্ন দেখতে। জীবনটাকে সহজ ভাবে সাজাতে চাই, কিন্তু পারি না। কারণ মানুষ মহান আল্লাহ্‌ তায়ালার সবচেয়ে জটিল সৃষ্টি, আমি তারই সৃষ্ট সেই এক জটিল, একটু বেশিই জটিল সৃষ্টি, আমি একজন মানুষ। ফেসবুকে আছি www.facebook.com/iammhb এখানে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

সুন্দর হয়েছে

ধন্যবাদ নূর ভাই 🙂

সুন্দর হইছে

আপনাকেও ধন্যবাদ শরীফ ভাই 🙂

thanks

Level 0

thanks. you’re invited to my blog http://shikkhar-alo501.blogspot.com

থিম,ডাউনলোড স্ট্যাটাস বার,ডেভেলপার টুল সহ অনেক কিছুই উন্নত করা হয়েছে কিন্তু এই ভার্সনটা অনেক ক্রেশ,ফ্রিজ করে! আমি বলবোনা যে এই ব্রাউজার খারাপ কিন্তু বলব যে এই ভার্সনটা এখনো অনেক আন্সটেবল!

আমারটা ২০.০.১!!
[img|http://ciu.somewherein.net/ciu/image/undefined/small/?token_id=4333b89eb3da6deb6c9412697afb95c4]

আমারটা ২০.০.১!!
[img|http://prntscr.com/11dn1e]

ami 21 use korchi