আসসালামু আলাইকুম।
সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ মেহেরবানীতে সবাই ভাল আছেন।আমি জানি আপনারা সব সময় ভালই থাকেন।আমিও আপনাদের দোয়াতে ভাল আছি।যাই হোক কাজের কথায় আসি।
“”"মোজিলা”"”
মোজিলা ফায়ারফক্স সম্বন্ধে বলার কিছু নাই।যারা ইন্টারনেট ব্যবহার করেন তারা ভাল করেই মোজিলাকে চিনেন।মোজিলার আমরা যারা মোজিলা ব্যবহার করি সবই কিন্তু ইংলিশ এ।একবার ভাবুন তো এই মোজিলাকে যদি আমরা সম্পূর্ণ আমাদের মাতৃভাষা বাংলায় ব্যবহার করতে পারতাম তাহলে কেমন হত?চিন্তার বিষয় তাই না??
হ্যাঁ মোজিলাকে আমরা আমাদের মাতৃভাষা বাংলায় ব্যবহার করতে পারি।এ জন্য আপনাকে বেশি কিছু করতে হবে না।শুধু
নিচের লিঙ্ক থেকে মোজিলাটি ডাউনলোড করে নিন।আর উপভোগ সম্পূর্ণ বাংলায় মোজিলা ফায়ারফক্স ২০।
সবগুলো স্ক্রীনশট দিতে পারলাম না।
মোজিলাটি ডাউনলোড কারুন এখান থকে ।
যদি সময় পান আমার ব্লগে একটু ঘুরে আসুন পিসি বাংলাদেশ ।
আমি শাফিউল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 8 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
নিজের সম্মন্ধে তেমন বলার কিছু নাই। নাম মোঃ শাফিউল ইলাম। বাড়ি টাঙ্গাইল জেলায়। কম্পিউটার সম্মন্ধে আমার তেমন কোন ধারনা নেই।সবার দেখাদেখি আমিও লিখি।
ভাইয়া আমার ত উল্টা বাংলা দেখাচ্ছে যেমন-http://s4.postimg.org/jdyv246h9/Capture.png