আমি কিছুদিন আগে youtube এ ঢুকতে পারা নিয়ে একটি টিউন করেছিলাম। অনেক ভাই ঢুকতে পেরেছিলেন, তারা অনেক খুশি হয়েছিলেন। কিন্তু আজকের টিউনটা সেই ভাইদের জন্য যারা ঢুকতে পারেননি। তো আসুন...
প্রথমে আপনার Mozilla Firefox ওপেন করুন।
এবার Youtube লেখাতে ক্লিক করুন।
ব্যস.........
যাদের home page এ বাংলাদেশ google আসে, তারা
নিচে দেখুন google.com আছে, সেখানে ক্লিক করে উপরের কাজগুলো করুন।
এবার ইচ্ছামত youtube দেখুন।
বিঃদ্রঃ এটি শুধুমাত্র যারা পূর্বে ইউটিউবে ঢুকতে পারেননি তাদের জন্য।
ইউটিউবে এমন কিছু ভিডিও আছে যেগুলো দেখতে হলে আপনাকে sign in করতে হয়। এটা অনেক ঝমেলার। মজার ব্যাপার হল sign in না করেও ওইসব video দেখা যায়। এর জন্য...
ধরুন আপনি এই লিঙ্কের ভিডিও দেখবেনঃ https://www.youtube.com/watch?v=wF8LhlNtctY
তাহলে লিঙ্ক দিনঃ https://www.youtube.com/v/wF8LhlNtctY
অর্থাৎ মুছুন রঙ করা অংশটুকুঃ https://www.youtube.com/watch?v=wF8LhlNtctY
আর v এর পর "/" চিহ্ন দিন।
কাজ শেষ। এবার video দেখুন।
কেমন লাগলো অবশ্যই জানাবেন... বিদায়।
আমি মল্লিক গালিব শাহরিয়ার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 103 টি টিউন ও 1799 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
মল্লিক গালিব শাহরিয়ার, কম্পিউটার-প্রকৌশল বিভাগ, আহছানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ।
ধন্যবাদ. আপনার টিউনটি পড়ে ভাল লাগল. আমার সমস্যা হচ্ছে আমি অনেক আগে থেকেই youtube এ ঢুকতে পারি কিন্তু ভিডিও play করলে “An error occurd while playing the video” এই লেখাটি আসে আর video দেখা যায় না.