গত কয়েকদিন থেকেই এই সমস্যা হচ্ছে। Firefox এ ঠিকভাবে বাংলা দেখা যাচ্ছে না। কিছু কিছু Site এ বাংলা পড়া যাচ্ছে আবার কিছু কিছু Site এ বাংলা পড়া যাচ্ছে না। যেমন- Techtunes ঠিকভাবে পড়া যাচ্ছে। কিন্তু Somewhereinblog, Prothom-alo, Facebook ইত্যাদি Site এ ঠিকভাবে বাংলা দেখা যাচ্ছে না। Firefox > Options > Content > Font & Content এ গিয়ে বাংলা Font Select করে দেওয়ার পরও একই সমস্যা। নতুন করে Firefox Setup দেওয়ার পরও একই সমস্যা। Somewhereinblog এর একটা ছবি দিলাম। সমাধান দিলে উপকৃত হব।
আমি সাইফুল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 34 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
সাহায্য বিভাগের পোষ্টগুলো কৌশলে ফ্রন্ট পেজে দেন কেন বুঝিনা।
এখানে দেখুন: