নিরাপত্তার দিক থেকে ওয়েব ব্রাউজিং এর জন্য মজিলা ফায়ারফক্স অনেক প্রশংসনীয় এবং বিশ্বস্ত। আর বর্তমান সংস্করন 12 টি আগের সকল ভার্সন থেকে তুলনামূলক বেশি নিরাপদ। Technology -র সাথে তাল মিলিয়েই ফায়ারফক্স 14 এ আসছে প্লাগ ইন Security! ইহাতে মূলত plug-in install ( যেমন ফ্ল্যাশ বা অ্যাডোবি রিডার ) ইন্সটলের জন্য একটি ডিফল্ট deny setting থাকবে, ফলে নিজ থেকেই যেকোন রকমের প্লাগইন আপনার অগুচরেই ইন্সস্টল হতে পারবে না।
উল্লেখ্য যে, এই ধরনের plug-in install গুলো ম্যালওয়্যার ভেক্টর হিসাবে ব্যবহৃত হয়। এই feature টি বিভিন্ন সাইটে বিদ্যমান বিরক্তিকর JAVA and Flash embedded ফাইল সয়ংক্রিয় ভাবে লোড হতে বা চলতে দিবে না । যে কোনো ব্যবহারকারীর হস্তক্ষেপ ছাড়াই একটি কম্পিউটার সয়ংক্রিয় ভাবে ভাইরাস বা ম্যালওয়্যার দ্বারা সংক্রমিত হওয়ার হাত থেকে রক্ষা করবে।
আমি আহাদ মোশাররফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 19 টি টিউন ও 36 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Hi, This is Ahad Mosharraf. I'm an IT Professional. It's my pleasure to keep u updated with all the new technologies. Pls pray for me. Thanks.
chrome এ কি এই সুবিধা আছে???