Flagfox – যেকোন ওয়েব সাইটের এ টু জেড ইনফরমেশন দেখে নিন এক ক্লিকে

টিউন বিভাগ ফায়ারফক্স Addons
প্রকাশিত
জোসস করেছেন

হ্যালো টেকটিউনস জনগণ, কেমন আছেন আপনারা সবাই? আশাকরি সবাই ভাল আছেন। এখন থেকে নিয়মিত আবার নতুন টিউন নিয়ে আমরা হাজির হলাম আপনাদের কাছে। আর টেকটিউনসের নিত্যনতুন টপিক আর সার্ভিস নিয়ে ভালো না থেকে আর উপায় আছে? আর এই নিত্যনতুন টপিক আর সার্ভিসের ধারা বজায় রাখার নিমিত্তে, আজকে আমি আপনাদের সাথে একদম নতুন একটি টপিক নিয়ে হাজির হলাম। আর আপনারা এই টিউনের মাধ্যমে জানতে পারবেন অনেক নতুন নতুন সব তথ্য।

ফায়ারফক্স ব্রাউজারের জন্য Flagfox হচ্ছে খুবই উপকারী অ্যাড-অন। এই অ্যাড-অন ইন্সটল করা হলে আপনার ফায়ারফক্স ব্রাউজারের অ্যাড্রেস বারের ডানদিকে পতাকার মত একটি আইকন দেখতে পাবেন। আর এই পতকা আইকনে ক্লিক করলে আপনি যে ওয়েব সাইটটি ব্রাউজ করছেন তার লোকেশন ট্রাক করে। এর সাথে সাথে আপনি গুগল ম্যাপস ওপেন করে IP এর সোর্স এরিয়া সার্চ করে বের করতে পারবেন। এছাড়াও এই অ্যাড-অন এ আরও অনেক উপকারী টুলস রয়েছে যেমনঃ Security Check, Whois, Alexa Ranking, Translation, Similar Websites, Verification, Shortening URLs ইত্যাদি। এই প্লাগইন বা অ্যাড-অন অনেকগুলো টুলসকে একত্রিত করেছে যাতে করে ইউজাররা একটি টুলসের সাহায্যেই অনেকগুলো কাজ এক ক্লিকের মাধ্যমেই করতে পারে।

আমি আগেই বলেছি, Flagfox দিয়ে আপনি ওয়েব পেইজের র‍্যাঙ্ক দেখতে পারবেন, কিন্তু এই টুলসটি SEO সম্পর্কিত ডেটা প্রদর্শন করে না। বিল্ট-ইন টুলস গুলোর মধ্যে উল্ল্যেখযোগ্য রয়েছে Geotool (ওয়েব সাইটের লোকেশন বের করার টুলস), WolframAlpha, Whois, Alexa, SiteAdvisor, WOT Scorecard, virus scanning, Checking server status, Xmarks, Google Translate, Google Pages Archive, Internet Archive, W3C Validator, W3C CSS Validator ইত্যাদি আর তাই সামগ্রিকভাবে এই টুলসটি খুবই দরকারী এবং উপকারীও বটে এবং Flagfox অ্যাড-অন টি ফায়ারফক্স এর সিলেক্টেড অ্যাড-অন হিসেবে ফায়ারফক্স স্টোরে জায়গা করে নিয়েছে।

ফায়ারফক্স অ্যাড-অন ইনফর্মেশন

নামঃ Flagfox

সাপোর্টেড প্ল্যাটফর্মঃ ফায়ারফক্স ব্রাউজার

অফিসিয়াল ওয়েবসাইটঃ http://flagfox.net/

ইন্সটলেশন পেইজঃ Download from Firefox add-ons

যেভাবে ব্যবহার করবেন

ধাপ ১ঃ

Flagfox ইন্সটল করার জন্য ফায়াফক্স এর অ্যাড-অন পেইজ ওপেন করার পরে, ফায়ারফক্স ব্রাউজারে এটি ইন্সটল করার জন্য Add to Firefox বাটনে ক্লিক করুন। আর ইন্সটল হয়ে গেলে, অ্যাড-অন টি ব্যবহার করার জন্য ব্রাউজার রিস্টার্ট দিতে হবে না, মানে অ্যাড-অন টি ইন্সটল হওয়ার সাথে সাথেই ব্যবহার করতে পারবেন।

ধাপ ২ঃ

ব্রাউজারের অ্যাড্রেস বারের ডানদিকে একটি পতাকার মত একটি আইকন দেখতে পাবেন। আর এই পতাকাটি আপনি যে ওয়েব সাইটটি ব্রাউজ করছেন সেটা যে দেশে হোস্টিং করা আছে সেই দেশের পতাকাই দেখতে পাবেন। উদাহরণস্বরূপ, টেকটিউনস ওয়েব সাইটটি যুক্তরাষ্ট্রে হোস্টিং করা হয়েছে তাই ঐদেশের পতাকা দেখাচ্ছে। এছাড়াও পতাকাটির উপরে আপনার মাউস কার্সারটি ড্রাগ করলে দেখতে পাবেন, Domain name, IP address এবং Server location, Domain Nationality ইত্যাদি।

ধাপ ৩ঃ

আর আপনি যদি পতাকা আইকটিতে ক্লিক করেন তাহলে Geotool ওপেন হয়ে ওয়েব সাইট সম্পর্কে আরও বিস্তারিত ইনফর্মেশন দেখতে পাবেন যেমনঃ Hostname, ISP, Continent, Flag, Country, Country Code, Region, Local time, City, Postal Code, IP Address, Postal Code, Latitude, Longitude ইত্যাদি।

ধাপ ৪ঃ

Flagfox এগুলো ছাড়াও আরও অনেক অনেক সার্ভিস প্রদান করে থাকে। অ্যাড্রেস বারের ডান পাশে থাকা পতাকা আইকনে রাইট ক্লিক করলেও সম্পূর্ণ মেনুটি দেখতে পাবেন, আর এর মধ্যে উল্ল্যেখযোগ্য ফিচারগুলো হচ্ছেঃ Whois, Alexa, SiteAdvisor, virus scans, shortened URLs এবং আরও অনেক অনেক ফিচার।

ধাপ ৫ঃ

Flagfox এর পতাকা আইকনে রাইট ক্লিক করে More অপশন সিলেক্ট করে Option এ ক্লিক করুন। তাহলে নতুন একটি ট্যাব ওপেন হবে যেখানে Flagfox এর বিল্ট-ইন টুলসগুলো দেখতে পাবেন।

এখান থেকে আপনি চাইলে যেকোন টুলসকে মেইন অপশনে নিয়ে যেতে পারবেন, এজন্য আপনার প্রয়োজনীয় টুলসগুলোর বাপ পাশে থাকা টিক মার্কটি এনাবল করে দিন। এছাড়াও আপনি চাইলে নতুন কিছু অ্যাকশান অ্যাড করতে পারবেন এজন্য আপনাকে “Add New Action” বাটনে ক্লিক প্রয়োজনীয় তথ্য ইনপুট করতে হবে।

শেষ কথা

অনেক গুলো টুলসের সমাহারে ডেভেলপ করা হয়েছে এই প্ল্যাগ-ইনটি, আশাকরি এটি ব্যবহার করে আপনারা আপনাদের দরকারী সমস্ত কাজ করতে পারবেন। আর টিউনটি কেমন হল তা টিউনমেন্ট করে জানাবেন, আপনারা যদি কিছু নাই বলেন তাহলে আমার ভুলগুলো বুঝবো কিভাবে?

টিউন জোসস করুন, আমার টিউন শেয়ার করুন, টেকটিউনসে আমাকে ফলো করুন, আপনাদের মতামত জানান

আমি এরকম নিত্যনতুন কাজের সফটওয়্যার নিয়ে টেকটিউনসে হাজির হবো নিয়মিত। তবে সে জন্য আপনার যা করতে হবে তা হলো আমার টেকটিউনস প্রোফাইলে আমাকে ফলো করার জন্য 'Follow' বাটনে ক্লিক করুন। আর তা না হলে আমার নতুন নতুন টিউন গুলো আপনার টিউন স্ক্রিনে পৌঁছাবে না।

আমার টিউন গুলো জোসস করুন, তাহলে আমি  টিউন করার আরও অনুপ্রেরণা পাবো এবং ফলে ভবিষ্যতে আরও মান সম্মত টিউন উপহার দিতে পারবো।

আমার টিউন গুলো শেয়ার বাটনে ক্লিক করে সকল সৌশল মিডিয়াতে শেয়ার করুন। নিজে প্রযুক্তি শিখুন ও অন্য প্রযুক্তি সম্বন্ধে জানান টেকটিউনসের মাধ্যমে।

Level 8

আমি রায়হান ফেরদৌস। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 203 টি টিউন ও 131 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 73 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস