দেখে নিন কিভাবে কোন Site কে আপনার Pc এর Firefox Browser এ Block করবেন [With Video](কোন Site কে আপনার Pc তে Block করার System এর ১ম পর্ব)

আস সালামু আলাইকুম।
কেমন আছেন আপনারা ?
আশা করি ভালো আছেন।
আজ আমি আপনাদের সামনে নিয়ে আসলাম একটি গুরুত্বপূর্ণ Tips।
কিছু কিছু Site আছে যেগুলু আমরা পছন্দ করি না বা চাই না যে হঠাত করে আমাদের সামনে চলে আসুক।
অথবা এমন কিছু Site আছে যেগুলু আমরা চাই না যে সে Site গুলু আমাদের Friends রা বা অন্য কেও দেখুক।
কিন্তু সে Site গুলু তো আর আমাদের Control এ না তাই আমরা সে Site গুলুতে কিছু করতে পারবো না কিন্তু আমাদের Browser এ কিছু কাজ করতে পারবো যেগুলুর মাধ্যমে আমাদের Select করা Site গুলুকে সকলের কাছে Hide করতে পারবো।
আমি আজ যে Browser এর System দিবো তা হলো Firefox কারণ সাধারণত আমরা Firefox & Chorom Browser ব্যবহার করি।
আমার পরের Post এ Chorom এর System দিবো।
তাহলে শুরু করা যাক।
প্রথমে দেখাচ্ছি Firefox এর System।
Add get payoneer mastercard with 25 dollar
প্রথমে Firefox টি Open করুণ। তারপর Tools>Add-ons এ যান অথবা Ctrl+Shift+A চাপুন।
এখন যে Page আসবে সেখানে Search Box এ Block Site লিখে search করুন।
দেখুন নিচের ছবিতে
Search Block Site
এবার প্রথমে Block Site এর যে Add-on টি আসবে সেটাতে Install এ Click করুন। এবার নিচের মতো Page আসবে এখান থেকে Restart now এ Click করবেন।
Restart Browser
এবার Browser Restart হয়ে Add-on Page টি আসবে। যদি Add-on Page না আসে তাহলে আবার Tools এর Add-ons এ যান এবং এখান থেকে Extensions এ যান।
তারপর Block site Add-on এর Options এ Click করুন।
তাহলে নিচের মতো আসবে।
দেখুন।
Option
এখানে Enable BlockSite, Enable warning messages & Enable link removal এ টিক দিন এবং Blacklist এর Radio button এ Click করুন।
তারপর Add এ Click করুন।
Add
এবার যে Window টা আসবে সেখানে Location এ যে Site টি Block করতে চান সে Site এর Link দিন এবং Ok চাপুন।
নিচের ছবিটি দেখুন।
Ok
এবার আগের Page টি আসবে। এখানে দেখতে পাবেন যে আপনি যে Site টি Block করতে চাচ্ছেন তার Link।
এবার Ok চাপুন।
block website
ব্যাস কাজ শেষ।
এখন যদি সে Site টি Block থেকে Free করতে চান তাহলে Add-on এর Page এ গিয়ে Option এ Click করে Site Link টি Select করে Remove এ Click করুন তারপর Ok চাপুন।
ব্যাস Site টি এখন আপনি Browse করতে পারবেন।
নিচে দেখুন Video :
Link : Block Site in firefox

।।ধন্যবাদ।।

Level 0

আমি কাজী মামুন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 42 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস