ফেসবুক ব্যবহার করুন মোজিলা ফায়ারফক্স দিয়ে সহজ একটা ট্রিক্স এর মাধ্যমে

"সকলের তরে সকলে আমরা প্রত্যেকে মোরা পরের তরে"

 

প্রিও টেকটিউনস এবং প্রিও বন্ধুরা

আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই। আশা করি মহান আল্লাহ্‌ এর রহমতে সবাই ভাল আছেন। অনেক জল্পনা কল্পনা এর পর ও এখন আমাদের প্রিও ফেবুক আমাদের জন্য খোলা হয় নি কবে হবে সেটাও স্বচ্ছ না। আর তাই আজকে আমি আপনাদের জন্য নিয়ে এলাম একটা মোজিলা অ্যাডন্স বা মোজিলার একটা ট্রিক্স যেটা ব্যবহার করে খুব সহজেই আপনি সাধের ফেসবুক এ ঢুকতে পারবেন এবং স্পীড ও অনেক ভাল পাবেন। আরেকটা কথা বলে রাখি এই ট্রিক্স এ আপনি সুধু যে ফেসবুক ঢুকতে পারবেন সেটা না। এর মাধ্যমে ব্লক হউয়া যে কোন সাইট এ ভিসিট করতে পারবেন। তবে চলুন জেনে নেই এবং দেখে নেই কি ভাবে এইটা ব্যবহার করবেন

প্রথমে মোজিলা ফায়ারফক্স চালু করুন এর পর

Google গিয়ে সার্চ দেবেন Browsec Add-ons For Mozila Firefox দিয়ে এর পর add to firefox a ক্লিক করুন দেখবেন এইটা ইন্সটল হচ্ছে। ইন্সটল হউয়ার পরে মোজিলা ফায়ারফক্স এর ডান পাসে দেখবেন একটা চিনহ আসছে Browsec এর ওইটার উপরে মাউস নিলে দেখবেন দেখাবে Browsec inactive। এবার ওইটার উপর ক্লিক করুন দেখবেন লিখা আসবে Browsec active। এর পর গুগল এ গিয়ে দেখতে পারেন দেশ পরিবর্তন হইয়েছে। এবার ফেসবুক এর অ্যাড্রেস দিয়ে ইন্টার চাপুন দেখবেন ফেসবুক হাঁসতে হাঁসতে খুলে গিয়েছে 😀 😀 😀

ইউটিউব ভিডিও টিউটোরিয়াল

এইটা ইন্সটল করা অনেক সহজ বলে আমি কোন স্ক্রিন সর্ট ব্যবহার করি নি এর পরও বুঝতে কোন সমস্যা হলে প্রথমে ক্ষমা করবেন এর পর আমার এইটার উপরে একটা ভিডিও আপলোড আছে ইউটিউব এ সেটা দেখতে পারেন আশা করি আর সমস্যা হবে না। এর পরও কোন সমস্যা হলে দয়া করে আমাকে টিউনমেন্ট এ জানাবেন

ইউটিউব ভিডিও টিউটোরিয়াল

সকল প্রিও টিউনার এবং ভিসিটর দের আমার বুক ভরা ভাল বাসা দিয়ে আমার এই ছোট্ট টিউন এখানেই ইতি টানছি। এবং সকলের সুস্বাস্থ্য কামনা করছি মহান আল্লাহ্‌ এর কাছে। আল্লাহ্‌ হাফেয

ফেসবুক এ আমি
আমার ব্লগ
আমার ব্লগ

Level 2

আমি মোঃ ছাইদুর রাহমান সোহাগ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 42 টি টিউন ও 97 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

আমি খুবী সাধারণ একজন মানুষ তেমন কিছু জানি না তবে ইচ্ছা যতটুকু জানি সেটা না জানার মাঝে ছড়িয়ে দিতে এবং সবার সাথে শেয়ার করতে আমি দুই টা কথা ভীষণ ভাবে মানি প্রথম ঃ- বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র দ্বিতীয় ঃ- সকলের তরে সকলে আমরা প্রত্যেকে মোরা পরের তরে আর...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস