বাংলা বানানের ভুল ধরবে ফায়ারফক্স (পড়ুন, কিছুটা হলেও আপনার উপকারে আসবে) [দ্বিতীয় টিউন]

————————–— بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ ————————–—

 

সম্মানিত টিকটিউনস আসসালামু ওয়াইলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহ পাকের দোয়াই এবং নবী করিম (সঃ) এর রহমতে- আল-হামদুলিল্লাহ সবাই ভালোই আছেন।  🙂

আমার প্রথম টিউনটি-তে আপনাদের ভালো সাড়া পাওয়ায়- বেপক ভিউয়ার হওয়াই- আপনাদের ভালো টিউমেন্ট গুলো আমাকে উৎসাহিত করাই তাই আবারো নিয়ে আসলাম আপনাদের জন্য আমার দ্বিতীয় টিউন।  😀

আমার আগের টিউনটি যারা দেখেন-নি, চাইলে দেখে আসতে পারেনঃ

➡ সচল থাকুক সিডি বা ডিভিডি-রম ড্রাইভ (পড়ুন, কিছুটা হলেও আপনার উপকারে আসবে) [প্রথম টিউন]

 

টিকটিউনস এ এটি আমার দ্বিতীয় টিউন। জানি না আমার আজকের এই টপিক নিয়ে এর আগেও কেউ টিউন করেছেন কিনা? এ কথা বলার কারন, আমি সার্চ করেও পাইনি। যদিও এর আগে এই টপিক নিয়ে কেউ টিউন করে থাকেন তার জন্য আমি আন্তরিক ভাবে দুঃখিত।

চলুন, কথা না বাড়িয়ে আজকের মূল টপিকে ফিরে যাওয়া যাকঃ

ইন্টানেটে ওয়েবসাইট দেখার সফটওয়্যার মজিলা ফায়ারফক্সে একটি বাংলা অভিধান রয়েছে। সে্টি সক্রিয় করে বাংলা লিখলে লেখার সময় বানানে ভুল হলে সতর্ক করা হয়। ভুল বানানের নিচে লাল দাগ পড়ে। এ সুবিধা পেতে হলে আপনাকে মজিলা ফায়ারফক্সে একটি অ্যাড-অন ইনষ্টল করতে হবে।

ইনষ্টল করার জন্য আপনি দু’টি পদ্ধতি অবলম্বন করতে পারবেন।

প্রথমে মজিলা ফায়ারফক্স ব্রাউজার ওপেন করুন। তারপর Open Menu থেকে Add-ons-এ ক্লিক করুন।

প্রথম পদ্ধতিঃ Search Box-এ টাইপ করুন “Bengali Bangladesh Dictionary”। তারপর নিচের ছবিটির মত আসবে। তারপর Install-এ ক্লিক করুন। ব্রাউজার রিস্টার্ট চাইবে, সুতরাং রিস্টার্ট দিন।

 

দ্বিতীয় পদ্ধতিঃ প্রথমে মজিলা ফায়ারফক্স ব্রাউজার ওপেন করুন। তারপর Address Bar-এ টাইপ করুন

https://addons.mozilla.org/en-US/firefox/addon/bengali-bangladesh-dictionary/

অথবা সরাসরি ওয়েবসাইটে প্রবেশ করার জন্য এখানে ক্লিক করুন

এখন ঠিকানা অনুযায়ী ওয়েবসাইটে গিয়ে Add to Firefox-এ ক্লিক করুন। নতুন উইন্ডো এলে Install now-এ ক্লিক করুন।

একটি ফাইল স্বয়ংক্রিয়ভাবেই যুক্ত হবে। এরপর Restart Firefox –এ ক্লিক করুন। ফায়ারফক্স Close হয়ে আবার Open হবে।

এতোক্ষন দেখালাম Add-ons -টি ব্রাউজারে কিভাবে Add করাতে হয় বা করাবেন। যদিও সিস্টেমটি আপনারা সেই ছোট কাল খেকেই জানতেন বা শিখেছেন Add-ons ব্রাউজারে কিভাবে Add করাতে হয়। তারপরও আমি একটু মাষ্টারি দেখাইলাম আর কি  🙂 দেইখেন, মনে আবার কিছু নিয়েন না  😕

যাই-হোক, মূল কথাটাই তো এখনো বলা হয়নি। Add-ons টি ব্রাউজারে Install করার পর অ্যাকটিভ করবেন কিভাবে? এটাই যদি না বলি তাইলে তো বাশঁ খাইতে সময় বেশি লাগবে না। 😀  তাহলে এবার দেখুন Add-ons-টি ব্রাউজারে কিভাবে অ্যাকটিভ করতে হয় বা করবেন।

এবার ফায়ারফক্স দিয়ে কোনো কিছু মধ্যে যেমনঃ ওয়েবসাইট, ব্লগ, মেইল ইত্যাদি  খুলে লেখার স্থানে কোনো কিছু বাংলায় লিখে মাউসের রাইট বাটন ক্লিক করে Language থেকে Bengali (Bangladesh)  নির্বাচন করুন।

এরপর কোনো কিছু লিখলে দেখবেন ভুল বানানের নিচে লাল কালির দাগ পড়েছে। Add-ons -টি ফায়ারফক্সের সব ভার্সনে কাজ নাও করতে পারে। তাই Add-ons -টি ডাউনলোড করার আগে ওই পেজের নিচে থেকে দেখে নিবেন আপনার ব্রাউজারটি এ Add-ons -টি সমর্থন করবে কিনা।

 

[বিঃদ্রঃ] টিউনটি-তে শুধু মাত্র আপনাদের মতামত ব্যক্ত করছি। টিউনটি কেমন হয়েছে, কেমন হলে আরো ভালো হতো, লেখার ধরন কেমন ছিলো, ঠিকঠাক করতে পেরেছি কিনা বা কাছাকাছি হলেও যেতে পেরেছি কিনা, টেকটিউনসের নিয়মানুসারে টিউনটির মধ্যে কোনো ক্রুটি হয়েছে কিনা? ইত্যাদি- ইত্যাদি।।।

আপনাদের-কে ঘিরেই কিন্তু অনলাইনে আমার পথ চলা। সুতরাং বুঝতেই পারছেন, আপনাদের এক একটা মতামত আমার কাছে অনেক গুরুত্বপূর্ন।

এবার যেতে হবে

আজ চলে যা্চ্ছি কিন্তু যাচ্ছি না। পরবর্তীতে নতুন কোনো টিউন নিয়ে আবারো হাজির হবো আপনাদের সামনে। সে পযর্ন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।  যদি পারেন তো সব সময় নিজেকে কপি-পেষ্ট থেকে বিরত রাখবেন। নিজের মেধা দিয়ে যা পারেন তৈরি করার চেষ্টা করবেন। আশা করছি একদিন আপনি পূর্ণাগ্যভাবে সফল হবেন। শুধুমাত্র নিজের উপর আস্তা ও বিশ্বাস রাখুন। আপনি পারবেন।

 

আপনাদের সাহায্যার্থে  আমাকে পাবেন  ➡  

Level 1

আমি JafarVP। , Orchid Tour & Travels, Chittagong। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 59 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

সব সময় নতুন কিছু শিখার এবং নতুন কিছু জানার আগ্রহ প্রবনতা বেশী এবং তা অন্যদের শিখাতে পারলেই নিজেকে সার্থক বলে মনে করি।।। চেষ্টা করবো আপনাদের সব সময় নতুন কিছু উপহার দেওয়ার জন্য।।।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

টেকটিউনসে যে হারে টিউনারগণ বানান ভুল করেন তাতে এই টিউন তাদের জটিল রোগের মলমের মতো কাজ করবে মনে হচ্ছে। শুদ্ধ বাংলা বানানে সহযোগিতার জন্য আপনার এই টিউন জাতির অনেক ভালো লেগেছে। আপনাদের মতো প্রযুক্তিপ্রেমিদের কল্যাণে সমৃদ্ধ হোক আমাদের বাংলা ভাষা। টিউনের জন্য অনেক ধন্যবাদ টিউনার। তবে নিজের নামে লিখলে মনে হয় আরেকটু ভালো হতো। আমি ব্যক্তিগত ভাবে ফেইক নামে লেখাটা সাপোর্ট করিনা। কারন টেকটিউনসে আমরা সবাই একটা পরিবার। এখানে ছদ্ববেশ ধারন না করাটাই কি ভালো না?

    সানিম মাহবীর ফাহাদ: ধন্যবাদ আপনার এমন অসাধারন মন্তব্য করার জন্য ফাহাদ ভাই 😀 হ্যা আপনি হইতো ঠিক বলেছেন কিন্তু কেনো জানিনা প্রযুক্তি টাইপের এই ধরনের নাম গুলা আমার অনেক ভঅলো লাগে। তবে Display Show nickname অপশনটা আমার ইতিমধ্যে হাইড হয়ে আছে তাই কিছুটা সমস্যাই আছি। single নেম ইউজ করতে ভালে লাগে 🙂