মজিলা ফায়ারফক্সের তিনটি দরকারী অ্যাডঅন

পিসি বা ল্যাপটপের একটি জনপ্রিয় ব্রাউজার মজিলা ফায়ার ফক্স। অনলাইনে বিচরণ মনের মত করার জন্য মজিলাতে আছে হাজারো আ্যডঅন।এর মধ্যে কয়েকটি অামার খুব প্রিয়। কাজে লাগবেই এমন তিনটি অ্যাডঅন - ইমেজ অ্যাণ্ড ফ্ল্যাশ ব্লকার,ফায়ারশট এবং ভিডিও ডাউনলোড হেল্পার। যারা ব্যবহার করেননি তাদের জন্য শেয়ার করলাম।

ইমেজ অ্যাণ্ড ফ্ল্যাশ ব্লকার

কোন ওয়েব পেজের ছবি কিংবা ফ্ল্যাশ ব্লক করা যায়।ব্যবহার করা খুব সহজ। মাউস রাইট ক্লিক করুন।Image flash blocker নির্বাচন করুন।চারটি অপশন আসবে- Images on, Flash on অথবা Images off, Flash on অথবা Images on, Flash off অথবা Images off, Flash off. যেটি প্রয়োজন ক্লিক করুন।এটি জাভা এমবেডেড ফটো ব্লক করতে পারে। অ্যাড অনটি ফ্রি হলেও এর ডেভেলপার কিছু সহযোগিতা আশা করেন। সম্ভব হলে সহযোগিতা করবেন। না করলেও সমস্যা নাই। মোবাইল অপারেটরদের ব্যাণ্ডউইথড নিয়ে প্রতারণায় ক্ষুদ্ধ হয়ে এটা ব্যবহার শুরু করেছি।ছবি বা ফ্ল্যাশ ব্লক করতে পারলে ওয়েব পেজ দ্রুত লোড হয়, কষ্টের টাকায় কেনা মেগাবাইটও বাঁচে।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

ফায়ারশট

কোন ওয়েব পেজের স্ক্রিনশট নেয়ার জন্য দারুণ একটা অ্যাড অন।এর মাধ্যমে কোন ওয়েব পেজ সম্পূর্ণ, দৃশ্যমান অংশ কিংবা মনোনীত অংশের স্ক্রিনশট নেয়া যায়। স্ক্রিনশট সম্পাদনা করে পিডিএফ, জেপিইজি, জিআইএফ, পিএনজি কিংবা বিএমপি ফরম্যাটে সেভ করা যায়। এটি প্রিন্ট, কপি কিংবা ইমেইলও করা যায়।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

ভিডিও ডাউনলোড হেল্পার

Video DownloadHelper ভিডিও ডাউনলোড করার জন্য  খুব ভাল একটি এক্সটেনশন। এর মাধ্যমে You tube, DailyMotion, Facebook, Periscope, Vimeo, Twitch, Liveleak, Vine, UStream, Fox, Bloomberg, RAI, France 2-3, Metacafe এবং আরো অনেক সাইট থেকে ভিডিও ডাউনলোড করা যায়। কোন ওয়েবসাইট ঘোরার সময় মিডিয়া জাতীয় কিছু থাকলে ভিডিও ডাউনলোড হেল্পারের তিনটি বল নড়াচড়া করে জানিয়ে দেবে আপনাকে।তখন সেখানে ক্লিক করলে ডাউনলোডের কয়েক রকম অপশন দেখাবে। ক্লিকের মাধ্যমে এমপিফোর, থ্রিজিপি, এফএলভি কিংবা আরও কোন ফরম্যাটের এবং মেগাবাইটের ডাউনলোড অপশন থেকে নির্ধারণ করে দিন।

Level 0

আমি মোস্তাফিজুর রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 11 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ফায়ারশট ta valo laglo. tobe ইমেজ অ্যাণ্ড ফ্ল্যাশ ব্লকার er jonno ad block plus user koren onek valo.

    অ্যাডব্লক প্লাস আমিও ব্যবহার করি । স্ক্রিনশটে আইকনটা খেয়াল করেছেন বোধ হয়। রেটিং-এ অ্যাডব্লক প্লাস ইমেজ অ্যাণ্ড ফ্ল্যাশব্লকারের অনেক উপরে কিন্তু ওতে বেশ ঝামেলা লাগে। মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ কবীর ভাই ।