ফায়ারফক্স থিম বানান ও সাবমিট করুন।

ঈদ মুবারক সবাইকে।সবার ঈদ কেমন কাটল ???

আশা করছি ভালোই কাটছে।আমি জয়(ওজে ভাই)।দিনাজপুর,বাংলাদেশের একজন মজিলিয়ান।

এইটা বলতে গেলে একটা রিকুয়েস্ট টিউন।আমি ফায়ারফক্স অ্যাড-অন্স ডেভলোপমেন্ট নিয়ে কাজ করছি।

এইবার ইদে বানানো আমার একটি ফায়ারফক্স থিমঃএখানে ক্লিক করুন। 

এই টিউন মুলত থিম বানানো ও সাবমিট করা নিয়ে।আর কথা নাহ বাড়িয়ে শুরু করা যাক তাহলে।

প্রথমে,

এখানে ক্লিক করুন। 

উপরের লিঙ্ক এ গেলে এমন একটা রেজিস্টেশন ফর্ম পাবেন।

সব কিছু ঠিকঠাক মত দিলে আপনার ইমেইল এ একটা কনফার্মেশন মেইল যাবে।নিচের পিক টা দেখেন।

লিঙ্কটা তে ক্লিক করলেই আপনার অ্যাড-অন্স একাউন্ট খুলে যাবে।

এখন কি করা যায় ???কাজ শেষ তহ নাকি ???

আমি যাই ঘুমাই :p

একটু মজা করলাম আরকি :D।

এখন দেখা যাক কিভাবে থিম ও অ্যাড-অন্স সাবমিট করা যায়।

এখন,এই লিঙ্ক এ যান।  

উপরের পিক এর মত একটা পেজ আসবে।আপনার থিমের নাম,টাইপ,থিমের লিঙ্ক ইত্যাদি আপনার পছন্দ মত দিন।

এখন নিচের দিকে এমন একটা অপশন পাবেন।থিম এ কোন ইমেজ ব্যবহার করবেন সেটা সিলেক্ট করুন।

তার আগে সেই ইমেজের যেই অংশটা থিম এর হেডার হিসাবে ব্যবহার করবেন সেটা ৩০০০*২০০ পিক্সেল এ কর্প করে সেভ করুন।

বুঝতে অসুবিধা হলে নিচের পিক দেখুন।

আমি উপরের পিকটা ৩০০০*২০০ পিক্সেল কাটে কিছু এফেক্ট যোগ করছি।

আর হ্যাঁ footer image দাওয়ার কোন দরকার নাই।

 এইখানে আপনাকে ট্যাব এর ফন্ট গুলার কালার সিলেক্ট করতে হবে।

Foreground Color হল ফন্ট এর কালার।

এবং,

Background color হল ফন্ট এর বেকগ্রাউন্ড এর কালার।

নিচে "I Agree" বক্স মার্ক করে সাবমিট করুন।মজিলা আপনার থিমটা ম্যানুয়ালি দেখবে।তারপরে ২৪ ঘন্টার মধ্যে অ্যাড-অন্স এ আপনার থিমটা জায়গা করে নিবে :)। আমি নতুন টিউনার তাই ভুল হইলে ক্ষমা করে দিবেন।এবং কিছু বুঝতে সমস্যা হলে টিউমেন্ট করুন।

ফেজবুকে আমিঃhttp://www.facebook.com/thejoyofficial

১ম প্রকাশঃআমার ব্লগে

Level 0

আমি শফিকুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 30 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ দেখছি এটা আপনার প্রথম টিউন।টেকটিউনস পরিবারে আপনাকে স্বাগতম!!