ডেস্কটপে দেখুন যে কোন ডিভাইসের ভিউ [ওয়েব ডেভেলপারদের জন্য গুরুত্বপূর্ণ]

কেমন আছেন সবাই?

টেকটিউনসে এটাই আমার প্রথম টিউন।আজ আমি আপনাদের সাথে একটি ফায়ারফক্স অ্যাড অনের পরিচয় করিয়ে দিব।এই অ্যাড অনটি দিয়ে আপনি ডেস্কটপেই অনেক ধরনের ডিভাইসের ভিউ দেখতে পারবেন।যারা ওয়েব ডেভেলপার তারা এর গুরুত্ব বুঝতে পারবেন। 😛

এর আগে আমি Mobilizer নামে একটি সফটওয়্যার পেয়েছিলাম।কিন্তু আমি ঐ সফটওয়্যারটা থেকেও এটি ব্যবহার করে বেশি সুবিধা পেয়েছি।এর User interface টা অনেক ফ্রেন্ডলি।অ্যাড অনটির নাম User Agent Switcher। আমার জানা মতে এটি মুলত আপনার ব্রাউজার অ্যাজেন্ট পরিবর্তন করে।অভিজ্ঞরাই এটা ভাল বলতে পারবে। চলুন তাহলে শুরু করা যাক। 😯

প্রথমে এই লিঙ্ক থেকে অ্যাড অনটি ডাউনলোড করে নিন।

User Agent Switcher

এরপর ইন্সটল করুন।এবার যথারীতি ফায়ারফক্সকে রিস্টার্ট দিন। 😆

অ্যাড অনটি যদি ঠিকমত ইন্সটল হয় তাহলে এমন একটি আইকন দেখতে পাবেন।

User Agent Switcher icon

এখন ধরুন আমি Iphone 3.0 এর ভিউ দেখতে চাই।তাহলে অ্যাড অনটির আইকনটিতে ক্লিক করুন।

সবকিছু ঠিকঠাক থাকলে আইকনটি নীল হয়ে যাবে।

এখন আমি গুগলে যাচ্ছি।এটা iPhone ভিউ।

iPhone view

আর এটা ডেস্কটপ ভিউ।

Google_desktop
Desktop View

ডেস্কটপ ভিউতে ফিরে আসতে চাইলে Default user Agent এ ক্লিক করলেই হবে।

আপনি চাইলে অ্যাড অনটি দিয়ে Internet Explorer ভিউ ও ব্যবহার করতে পারবেন।তাছাড়া আপনার জন্য Search Robot এর ও ব্যবস্থা আছে।পাশাপাশি যারা অ্যাডভান্সড তারা তো চাইলে নিজেরাই  User Agent তৈরি করতে পারবেন।না পারলেও কোন সমস্যা নাই।

সরাসরি এই লিঙ্কটিতে চলে যান।এখানে অনেকগুলো User Agent পাবেন।

আশা করি সবাই বুঝতে পেরেছেন। 😈

সবার শেষে একটি কথা,আমি টেকটিউনসে টিউনার হিসেবে একদমই নতুন।তাই ভুল হতেই পারে।এটাই স্বাভাবিক।আমি চাই আপনারা ভুলগুলোকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।😕

ফেসবুকে আমি 😉

সবাইকে ধন্যবাদ 😳

Level 2

আমি শাহরিয়ার হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 145 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস