সবাইকে সালাম জানাই।আশা করি সবাই ভাল আছেন।আমিও ভাল আছি।তো আজ আপনাদের মজার একটা বিষয় শেয়ার করব।আমরা প্রত্যেকেই যখন অনলাইনে বসি তথন অনেকগুলো ট্যাব খুলে বসি এবং নিজেদের পছন্দের সাইটগুলোতে ১ বার হলেও যাই।তথন দেখা যায় সময়ের অভাবে পছন্দের আর্টিকেল,ভিডিও,বা অন্য কিছু পড়তে পারিনা বা পড়ে কাজে লাগতে পারে তাই
অনেকে বিভিন্ন ভাবে সেব করে।অনেক সময় তা খুজে পেতে সময় লাগে।এ সকল সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে আপনার ব্রাউজারে pocket save নামে softwareটি ব্যবহার করে। mozila firefox এর জন্য যান এই ঠিকানায়
পরে সাইনআপ করে লগিন করুন google crome জন্য যান এই ঠিকানায়
একইভাবে গুগুল ক্রম এর জন্য। কোন সমস্যা হলে টিউমেন্ট করে জানান।
একটা কথা অনেক কস্ট করে আমাদের লিখতে হয়।আমি জানি আপনারা অনেক অভিজ্ঞ।তাই কোন সমস্যা হয়না।তারপরও টিউমেন্ট করে অন্তত ধন্যবাদ দিলেও আমরা অনেক খুশি থাকি।
কস্ট করে পড়ার জন্য সবাইকে ধন্যবাদ।
পূর্বে প্রকাশিত হয়েছে এই খানে
সৌজন্যেঃ বিডি টেকটিউনস
আমি druntopothik। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 13 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Thanks A Lot Bro! Valo Jinis Share korlen.