Good bye Buffering! হ্যাঁ, এখন থেকে youtube দেখুন বাফারিং ছাড়াই!

আসসালামু-আলাইকুম,

কেমন আছেন সবাই? আশাকরি সবাই ভাল আছেন।

অনেকদিন পর টিউন করতে বসলাম। টিউন করব করব করেও করা হয় না!

যাই হোক, শিরোনাম দেখেই হয়ত বুঝে গেছেন কি নিয়ে টিউন করব!

হ্যাঁ, আজ আপনাদের দেখাব কিভাবে Buffering ছাড়াই আরামসে Youtube -এ ভিডিও দেখবেন।

চলুন শুরু করি.

প্রথমে,

Mozilla Firefox ইউজাররা এখান থেকে,

Google Chrome ইউজাররা এখান থেকে,

Opera 15+ ইউজাররা এখান থেকে

Youtube Center নামক Add-On টি ইন্সটল করে নিন।

এরপর,

youtube এ ঢুকুন এবং উপরে ডানপাশে দেখুন Settings-এর চিহ্ন আছে, ওখানে ক্লিক করুন।

Screenshot দিলামঃ

এরপর,

নিচের Screenshot গুলোর মত Settings করুনঃ

এবার,

512 'র কম স্পীড যাদের, তারা 240p

512 বা বেশি স্পীড যাদের, তারা 360p সিলেক্ট করুন।

[তবে আপনার স্পীড 512 কিন্তু proper speed পান না, তবে 240 সিলেক্ট করতে পারেন-সবচেয়ে ভাল হয় সবাই 240p দিলে, কোন জরুরী ভিডিও দেখলে না হয় বাড়িয়ে নিলেন]

আবার,

আপনার settings করা মোটামুটি শেষ। আপনি চাইলে আরও নিজের মত customize করে নিতে পারেন।

Enjoy করুন buffering মুক্ত youtube! 🙂

সবাইকে ধন্যবাদ কষ্ট করে টিউনটি পড়ার জন্য।

সময় পেলে আমার ছোট্ট ব্লগে ঘুরে আসতে পারেন।

আমার ব্লগ

Level 0

আমি মল্লিক গালিব শাহরিয়ার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 103 টি টিউন ও 1799 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

মল্লিক গালিব শাহরিয়ার, কম্পিউটার-প্রকৌশল বিভাগ, আহছানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আমি তো Buffering ছাড়াই আরামসে Youtube -এ ভিডিও দেখতে পাই কোন সেটিং ছাড়া 3G তে @ ধন্যবাদ শেয়ার করার জন্য ।

ধন্যবাদ – প্রথম টিউমেন্টের জন্য ।

ক্রোম এর এক্সটেনশন কই?? অইটা তো অপেরা’র ।

    @ফ্রীওয়্যার সিজান: ধন্যবাদ । লিঙ্ক আপডেট করে দিয়েছি 🙂

link for crome is not valid.

    @James Wilson: হুম, দেখলাম । ক্রোম কিছুক্ষণ আগে এটা ডিলিট করে দিয়েছে 🙁