ভাল লাগার মতই একটি add ons

পোস্টটি কিন্তু খুবই ছোট, পাঠক স্বার্থে screen shot দিলাম তাই একটু বড় মনে হচ্ছে, ভয় পাবেন না কিন্তু। এবার মুল কথায় আসি,

আমরা যারা নেট use করি সবাই জানি ব্রাউজারের জগতে সেরা একটি ব্রাউজার হল “মজিলা ফায়ারফক্স”, এবং ব্রাউজারটি এত জনপ্রিয় হওয়ার পেছনে মুল কারন

গুলোর মধ্যে একটি হল তার কিছু চোখ ধাঁদানো add ons, ঠিক ওই রকমই একটি add ons হল fast dial add ons, এবং এই add ons টির যে কি মজা তা

হয়ত অনেকেই জানেন না। এবং আমার পোষ্টটিই হল যারা জানেননা তাদের জন্য। প্রথমেই আমার ব্রাউজারের হোম পেজটি দেখে নিন, নিচে………………

এখানে আমি আমার দরকারি সবগুলো ওয়েব সাইট সেভ করে রাখছি, আমি যখন যে ওয়েব সাইট ব্রাউজ করতে চাই তখন শুধু ওই ওয়েব সাইটে মাউস পয়েন্টার

রেখে ক্লিক করি ব্যাস। নতুন করে বার বার ব্রাউজারের এড্রেস বারে গিয়ে টাইপ করতে হয়না।

এই কাজটি করতে প্রথমে আপনি এখানে ক্লিক করুন, নিচের মত একটি ছবি আসবে……………………

এবার add to firefox এ ক্লিক করুন, আপনাকে আর কিছু করতে হবেনা, ওটা নিজে নিজেই ১৫০ কেবি এর মত ডাউনলোড হবে, তারপর নিচের মত আসবে……

এবার install now তে ক্লিক করুন, তারপর আপনার ব্রাউজারটি restart করুন, আবার restart করুন। নিচের মত আসবে………………………

এবার লাল দাগ চিহ্নিত জায়গায় ক্লিক করুন, কতগুলো বক্স দেখতে পাবেন, সেখান থেকে যে কোন একটি বক্সের উপর মাউসের রাইট বাটন ক্লিক করুন, নিচের মত…

এবার preferences এ ক্লিক করুন, নিচের মত একটি ছবি আসবে………………………………

এখানে quantity মানে বক্সগুলো পাশাপাশি এবং উপর নিচে ৩ / ৩ করা আছে, আপনি চাইলে কমাতে বাড়াতে পারেন, তারপর current tab এ গিয়ে new tab

সিলেক্ট করুন, এবং তারপর close বাটনে ক্লিক করুন। এবার আপনি ব্রাউজারের মেনু বারের tools থেকে options এ ক্লিক করুন, তারপর

এই লিঙ্কটি chrome://fastdial/content/fastdial.html কপি করে home page এ পেস্ট করুন এবং ok করুন। নিচে দেখুন………………………………

এবার ব্রাউজারটি আবার restart করুন, তারপর আপনি যে ওয়েব সাইটটি ব্রাউজারের হোম পেজে সেভ করতে চান তা এড্রেস বারে টাইপ করে এনটার চাপুন।

ওয়েব সাইটটি ওপেন হওয়ার পরে পেজের যে কোন স্থানে মাউসের রাইট বাটন ক্লিক করে add to fast dial এ ক্লিক করুন, তারপর ব্রাউজারের উপরে

বাম পাশে লাল দাগ দিয়ে চিহ্নিত জায়গায় ক্লিক করুন, এবং সাথে সাথে ওয়েব সাইটটি সেভ হয়ে যাবে। নিচের ছবিটা দেখুন তাহলে আর

আশা করে বুঝতে সমস্যা হবেনা……………………………

এভাবে আপনি যত ইচ্ছা তত ওয়েব সাইট সেভ করে রাখতে পারবেন।

লিখাটি সর্বপ্রথম kamrulIT নামক সাইটে প্রকাশিত হয়েছিল……………………………

ভাল লাগলে জানাবেন। 

Level 0

আমি kamrulbhuiyan। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 136 টি টিউন ও 406 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি খুবই সাধারন একজন মানুষ, কিছুই করিনা, মাঝে মাঝে ব্লগে লিখালিখি করি, আর অন্য সময় খেলাধুলায় ব্যাস্ত থাকি.....।।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level New

Bhai Apnare kivabe je dhonnobad dibo vahsa harae felsi. onek onek nice tune. onek upokar holo.
amon akta addon onek din khujtesilam. thanks boss.

Thanks bro for share excellent add-ons, hope you will be post more tutorial about useful add-ons.

……………………………….
Granite worktops wales

আপনাদেরকেও অনেক ধন্যবাদ উৎসাহ দেওয়ার জন্য।

Level 0

জাক্কাস টিউন ।