অনেক সময় আমাদের কোন ওয়েবপেজ save করে রাখতে হয়। এক্ষেত্রে আমরা কীবোর্ড use করি। প্রক্রিয়াটি বেশ ঝামেলার। ছবি তুলে paint এ নিয়ে যাওয়া-উফ কি কষ্ট। তাও এ কষ্টের মূল্য থাকে যদি আমরা শান্তিমতো পড়তে পারি। কিন্তু কি বলব, এটা save হয় image হিসেবে !!! 😥 তাও আবার পুরো পেজ আসে না, আর save page as থেকে সেভ করলে পরবর্তীতে সেটা পড়তে নেট কানেকশন লাগে------বিরক্ত!!!!! 😡
এখন থেকে আপনি আপনার পছন্দের ওয়েবসাইট save করে রাখতে পারবেন এক ক্লিকে, তাও PDF ফরম্যাটে।
এর জন্য প্রথমে firefox'র এই add-ons টি install করে নিন।
Save as PDF 1.5এবার firefox রিস্টার্ট চাবে। রিস্টার্ট করুন।
এরপর দেখবেন আপনার firefox'র সার্চবারের পাশে লেখা Save as PDF । এখানে ক্লিক করলেই আপনার ওয়েবপেজ PDF এ save হয়ে যাবে।
বিঃদ্রঃ right button ক্লিক করে save page as দিয়ে সেভ করলে খরচ হয় 244 kb। কিন্তু এই add-ons-এ আপনি PDF পাচ্ছেন মাত্র 96 (avrg)kb তে।ভাল-মন্দ অবশ্যই জানাবেন। আজকের মতো বিদায়...
আমি মল্লিক গালিব শাহরিয়ার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 103 টি টিউন ও 1799 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
মল্লিক গালিব শাহরিয়ার, কম্পিউটার-প্রকৌশল বিভাগ, আহছানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ।
সুন্দর পোস্ট। কিন্তু আমি তো বাংলালায়ন সাফারি কিং ব্যবহার করি, তাই আমার এটার দরকার নাই। তবুও, চরম অ্যাডঅন।