কীবোর্ড দিয়ে Webpage-এর Screenshot নেওয়ার দিন শেষ, এখন থেকে আমরা এক ক্লিকেই পছন্দের Webpage-কে PDF এ রূপ দেব। (আপনি যদি Firefox ইউজার হন তাহলে অবশ্যই একবার পড়ুন)

অনেক সময় আমাদের কোন ওয়েবপেজ save করে রাখতে হয়। এক্ষেত্রে আমরা কীবোর্ড use করি। প্রক্রিয়াটি বেশ ঝামেলার। ছবি তুলে paint এ নিয়ে যাওয়া-উফ কি কষ্ট। তাও এ কষ্টের মূল্য থাকে যদি আমরা শান্তিমতো পড়তে পারি। কিন্তু কি বলব, এটা save হয় image হিসেবে !!! 😥 তাও আবার পুরো পেজ আসে না, আর save page as থেকে সেভ করলে  পরবর্তীতে সেটা পড়তে নেট কানেকশন লাগে------বিরক্ত!!!!! 😡

এখন থেকে আপনি আপনার পছন্দের ওয়েবসাইট save করে রাখতে পারবেন এক ক্লিকে, তাও PDF ফরম্যাটে।

এর জন্য প্রথমে firefox'র এই add-ons টি install করে নিন।

         Save as PDF 1.5
 

এবার firefox রিস্টার্ট চাবে। রিস্টার্ট করুন।

এরপর দেখবেন আপনার firefox'র সার্চবারের পাশে লেখা Save as PDF । এখানে ক্লিক করলেই আপনার ওয়েবপেজ PDF এ save হয়ে যাবে।

বিঃদ্রঃ  right button ক্লিক করে save page as দিয়ে সেভ করলে খরচ হয় 244 kb। কিন্তু এই add-ons-এ আপনি PDF পাচ্ছেন মাত্র 96 (avrg)kb তে।
 
 

ভাল-মন্দ অবশ্যই জানাবেন। আজকের মতো বিদায়...

Level 0

আমি মল্লিক গালিব শাহরিয়ার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 103 টি টিউন ও 1799 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

মল্লিক গালিব শাহরিয়ার, কম্পিউটার-প্রকৌশল বিভাগ, আহছানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

সুন্দর পোস্ট। কিন্তু আমি তো বাংলালায়ন সাফারি কিং ব্যবহার করি, তাই আমার এটার দরকার নাই। তবুও, চরম অ্যাডঅন।

    @বীভৎস আমি: অনেক ধন্যবাদ প্রথম কমেন্ট করার জন্য।
    আপনি তো সত্যিই আমার নিয়মিত রিডার হয়ে গেছেন!!!

ভাল চালিয়া জান।

ভাল জিনিস শেয়ার করেছেন। যদিও আমি এই অ্যাড অন আরও আগে থেকেই ব্যবহার করছি। আপনি বলছেন মাত্র ৯৬কেবি খরচ হয়। কিন্তু আমি দেখছি এটি একেক পেজ অনুপাতে একেক রকম কেবি খরচ করছে। যেমন এই পেজটি ৫৪৭.১৯ কেবি ডাটা খরচ করল। এই ব্যপারে আপনার মন্তব্য জানতে চাই।

    @ইউসুফ: দুঃখিত! reply দিতে দেরি হল।
    আসলে আমি নরমাল পেজগুলোর কথা বলেছিলাম (ব্র্যাকেটে avrg লিখা আছে)। আমার কথায় কিছু ত্রুটি ছিল। এটা সম্পূর্ণ নির্ভর করে webpage-এর গঠনের ওপর।

    Thanks for your comment….

ধন্যবাদ @ Black Dragon ভাই সুন্দর পোষ্টের জন্য ।আমি নিজেও এটি নিয়ে পোষ্ট করতে চেয়েছিলাম

Webpage Screenshot in Firefox (♥♥♥♥♥) 0.98.31 এটা দিয়ে PDF এ সেভ করুন । কোন KB / MB খাবে না । লিঙ্ক ঃ— https://addons.mozilla.org/en-US/firefox/addon/fireshot/

Level 0

bt there is is easiest way…just press Ctrl+P.Then from the print option go to destination and clickon “Change” behind “save as pdf”. There click on save as pdf….and you r done….

Level 0

সম্পূর্ণ website PDF korer কোন soft নাই ?

আমার জানা মতে এমন soft নাই।