আপনারা অনেকেই ফায়ারফক্স ব্যবহার করেন। তবে আপনাদের দৈনিক জীবন সহজ করার জন্য ফায়ারফক্সের কাছে যে কি কি আছে, তা কি আপনি জানেন? আসুন জেনে নেই।
১। Ad-Block Plus - এড-ব্লক প্লাস
=> এর মাধ্যমে আপনি আপনার ইন্টারনেট-এর বিরক্তিকর অ্যাডভার্টাইজমেন্ট-গুলো সরিয়ে দিতে পারবেন।
২। VideoDownload Helper - ভিডিও ডাউনলোড হেল্পার
=> এর মাধ্যমে আপনি ডাউনলোড করতে পারবেন শুধু ভিডিও নয়, সব ধরনের মিডিয়া।
৩। FireBug - ফায়ার বাগ
=> এর মাধ্যমে আপনি যেকোনো পেজ এর লাইভ ইডিট করতে পারবেন।
৪। Download Status-Bar - ডাউনলোড স্ট্যাটাস বার
=> এর মাধ্যমে আপনার ডাউনলোডগুলো স্ট্যাটাস বার হয়ে ফায়ার ফক্স এর নিচে দেখাবে।
৫। WOT (Web Of Trust) - উট (অয়েব অফ ট্রাষ্ট)
=> এর মাধ্যমে আপনার ব্রাউজার-এর প্রতিটি লিঙ্ক-এ একটি মিটার দেখা যাবে যাতে আপনি ঐ পেজ সম্পরকে আগেই জানতে পারেন।
এটি আমার ৩য় টিউন। আশা করি আপনাদের ভালো লাগবে।
আমি বীভৎস আমি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 220 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
কিছু বলার নাই।
VERY NICE. Thank you for giving important information for firefox..