কম্পিউটারে নতুন সেটয়াপ দিলে বা নতুন করে মজিলা ফায়ারফক্স ইনস্টল করলে সাধারণত বুকমার্ক, থিম, হিস্ট্রি, প্লাগ-ইনস, এক্সটেনসন, ইউজারনেম ও অ্যাড-অনস প্রোগ্রামগুলো মুছে যায়। তবে চাইলে এই
প্রোগ্রামগুলোর ব্যাকআপ রেখে দিতে পারেন। এ জন্য আপনার ‘FEBE - Firefox Environment Backup Extension’ নামের একটি ফায়ার ফক্স অ্যাডঅন লাগবে।
এখানে ক্লিক করে ওয়েবসাইট থেকে অ্যাডঅনটি ফায়ার ফক্সে এড করে নিন। এখন ফায়ারফক্স পুনরায় চালু (রিস্টার্ট) করুন।
কয়েক দিন পর পর এ ভাবে ব্যাক আপ গুলোকে আপডেট করে রাখুন। তাহলে আপনার প্রিয় বুক মার্ক সহ অন্যান্য ডাটা হারানোর ঝুকি থাকবে না।
আমি জাকির হোসাইন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 224 টি টিউন ও 1487 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
পৃথিবীতে অল্পকয়েক দিনের জন্য অনেকেই আসে, হেঁটে খেলে চলে যায়। এর মধ্যে অল্প কয়েক জনই পায়ের চাপ রেখে যায়।ওদের একজন হতে ইচ্ছে করে। প্রযুক্তির আরেকটি সেরা ব্লগ টেকটুইটস। আপনাদের স্বাগতম, যেখানে প্রতিটি বন্ধুর অংশ গ্রহনে গড়ে উঠেছে একটি পরিবার। আপনাদের পছন্দ হবে আশা করি। ফেসবুকে আমি - ?জাকির!
Vai ,new windows install korar por backup gulo use korbo kamon kore ?