টেকটিউনসের আডমিন প্যানেল, ম্যানেজার প্যানেল এবং নির্বাচত সাব-মডারেটরদের এর চূড়ান্ত তালিকা (একটুখানি আপডেট)

টিউন বিভাগ খবর
প্রকাশিত

আজকে টেকটিউনসের সাব-মডারেটর নির্বাচন অনুষ্ঠিত হলো পুর্ণ গণতান্ত্রিক ভাবে এবং সরাসরি টিউনারদের ভোটে। টেকটিউনসের সামিট এবং এর ভবিষ্যত পরিকল্পনা তুলে ধরেন আমাদের CEO মেহেদি ভাই এবং CCO শাহাজালাল ভাই। আর মডারেটর নির্বাচন করেন আমাদের টিনটিন ভাই।

আমাদের এই মিটিং এর ভিডিও YOUTUBE এ দিয়ে দেয়া হবে। টেকটিউনসের রিক্রুমেন্ট মিট-আপের ফুল কাভারেজ নিয়ে টিউন করবেন হাসিব। আর আপনারা যারা অনেক অপেক্ষা করে আছেন ফলাফল জানতে। তাদের জন্যই এই টিউন করা।

আডমিন প্যানেল

  • মেহেদী হাসান আরিফ – CEO
  • মোঃ শাহাজালাল – CCO
  • টিনটিন – Moderator

ম্যানেজার প্যানেল

  • সাবটাইটেল / বৈধ মামুন - Poll Manager
  • সাম্য – Event Manager
  • রনি পারভেজ - Tune Roundup Manager
  • শাকিল আরেফিন - Promotion Manager

নির্বাচিত সাব-মডারেটর গণের তালিকা

  • হাসিব।
  • রকিবুল হায়দার।
  • শিমুল।
  • ফাহিম রেজা বাধন।

উপস্থিত ছিলেন

  • মেহেদী হাসান আরিফ – CEO
  • মোঃ শাহাজালাল – CCO
  • টিনটিন – Moderator
  • সাবটাইটেল / বৈধ মামুন
  • সাম্য
  • হাসিব
  • রকিবুল হায়দার
  • রনি পারভেজ
  • ফাহিম রেজা বাঁধন
  • Hasan Jubair (Al-fatah)
  • Ismail
  • অনুপম শুভ
  • তানভীর আহমেদ
  • Arif7
  • মোস্তফা আরাফাত
  • শাকিল আরেফিন
  • শিমুল
  • নাজমুল হাসান লানজু
  • মিশুক
  • আরিফ নিজামী
  • রলিন

Level 0

আমি সাম্য। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 1108 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Techtunes এগিয়ে যাবে দূর্বার গতিতে। শুভ কামনায়

সাম্য আমার আরেকটা পদ আছে তাড়াতাড়ি লেখো না হয় কিন্তু…….. আমি কিন্তু পুল ম্যানাজারও।

Level 2

ধন্যবাদ সাম্য। সারসংক্ষেপ হিসেবে এই টিউন ঠিক আছে। আশা করি হাসিব বিস্তারিত লিখবে।
আজকের মিটিং-এ সবার আন্তরিক উপস্থিতি, আলোচনায় অংশগ্রহণ, ঊদার মানসিকতা সবকিছুই আমাকে মুগ্ধ করেছে। যদিও আমি সবার চেয়ে কিছুটা আলাদা ছিলাম, তবুও সবাই আমাকে অত্যন্ত স্বাভাবিক ও আন্তরিকভাবে গ্রহণ করায় আমি আনন্দিত। বিশেষ করে টিনটিন ও মেহেদী’র আন্তরিকতা আমার খুব ভাল লেগেছে।
সবাই ভাল থাকুন। শুভ রাত্রি।

    ইসমাইল ভাই আপনি সবার চাইতে আলাদা কেন একটু জানতে পারি????????????????

    Level 2

    মিটআপে যে সকল টিউনার উপস্থিত ছিলেন তার সবাই প্রায় সমবয়সী ছিল একমাত্র আমি ছাড়া। তাই সে কথা বলেছিলাম। ধন্যবাদ।

    Level 2

    Sorry ‘তারা’ লিখতে গিয়ে ‘তার’ লিখে ফেলেছি।

টেকটিউনসের আডমিন প্যানেল এবং নির্বাচিত সাব-মডারেটরদের এবং উপস্থিত টিউনার সবার প্রতি শুভেচ্ছা এবং অভিনন্দন ইল। টেকটিউনসের অগ্রগততিতে অগ্রনী ভূমিকা রাখুন এই প্রত্যাশায়, সবাইকে ধন্যবাদ।

মিট আপে আনেন গুরুত্বপূর্ন আলোচনা হয়েছে মনে হয়। আসতে না পেরে খুব খারাপ লাগছে। কিভাবে যে ভুলে গেলাম।

খুবই ভালো সংবাদ টেকটিউন প্রেমীদের জন্য….
আরো সমৃদ্ধ হয়ে উঠবে আমাদের প্রিয় টেকটিউন সেই শুভ কামনা সবসময়।
অভিনন্দন এবং শুভেচ্ছা নব নির্বাচিত’দের প্রতি। আশা রাখি নিজ নিজ দ্বায়িত্ব যত্নের সাথে পালন করবে
এবং টেকটিউনস্’কে আরো এগিয়ে নিবে সামনের পথে….

ধন্যবাদান্তে –
নাবিল

টেকটিউনসের আডমিন প্যানেল এবং নির্বাচিত সাব-মডারেটরদের এবং উপস্থিত টিউনার সবার প্রতি শুভেচ্ছা এবং অভিনন্দন রইল। এধরনে উদ্দেগ, টেকটিউনসের অগ্রগততিতে অগ্রনী ভূমিকা রাখবে।

জাতির বিবেকের কাছে অনেক প্রশ্ন, কি তৈরী তো? দয়া করে বাজে মন্তব্যের অজুহাত দেখাবেন না বরং মন্তব্যকে শিক্ষণীয় হিসেবে নেবেন। কি শুরু করবো?

    জি জনাব। শাকিল ভাই, আপনি নিজেই দেখেছেন পুরো নির্বাচন প্রক্রিয়া টি। কাজেই আশা করি সছ্বছতা নিয়ে প্রশ্ন করবেন না।

Level 0

Best of luck. & Go Ahead……..>>>>>>>>>>>>>>>>>>>> 🙂

আশা করা যায় টেকটিউনস এখন থেকে আরো বেগবান হবে…..এবং কোয়ালিটি সম্পন্ন টিঊনের সংখ্যা আরো অনেক বাড়বে।

সবার প্রতি শুভেচ্ছা এবং অভিনন্দন রইল

টেকটিউনসের সবাইকে অনেক ধন্যবাদ।
টেকটিউনসের সবাই খুব আন্তরিক এবং মজার । 🙂
আমি আংশ গ্রহন করতে পেরে খুব খুশি এবং টেকটিউন্স কে ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য ।
সবাই ভালো থাকুন ।

আশা করি টেকটিউন আরো এগিয়ে যাবে। ধন্যবাদ সবাইকে যারা নতুন নির্বাচিত হইয়েছেন।

Level 0

শাকিল ভাই ও সাম্য কে অভিন্দন। আর ও অভিন্দন টেকটিউনস এর সকল নতুন কমিটির সদস্যদের।
সম্য নতুন আহবায়ক হিসেবে মিষ্টির কিন্তু খাওয়াতে হবে।

সাম্য ভাই এইডা কিতা করলেন???
আমার নাম কই?

    রলিন কি আসছিলা নাকি? 😛 😛

Level 0

খুব ভাল লাগল, এ যাত্রা শুভ হোক এই কামনায়…ইস! চট্টগ্রামে যদি কখনো হত……

সাংগাঠনিক তৎপরতা শুরু করার জন্ব সবাইকে ধন্যবাদ । আশা করি টেকটিউন আরো এগিয়ে যাবে। ধন্যবাদ সবাইকে যারা নতুন নির্বাচিত হইয়েছেন।

Level 0

এই প্রথম টেকটিউনসের অফিসে আমি আমত্রণ পাই।আমার খুবই ভাল লেগেছে।সবার মধ্যে এত আন্তরিকতা ্যা দেখে আমি মুগ্ধ হই।আশা রাখি আমাদের এই টেকটিউনস অনেক দূর এগিয়ে যাবে ও সমৃদ্ধ হয়ে উঠবে এবং সম্মানিত সদ্য নির্বাচিত সাব-মডারেটরগন টেকটিউনসের অগ্রগততিতে অগ্রনী ভূমিকা পালন করবে। ধন্যবাদ।

Level 0

টেকটিউন এর সকল সদস্যদেরকে আমার সালাম এবং শুভেচ্ছা ও অভিনন্দন

nice…..

sadinota yorgoner cheye rokka kora kotin amar bissas sobai ta rokka korte parben .sobaike sovessa

টেস্ট কমেন্ট।

আপডেটটা কি?
তবে আডমিন , গণতন্ত্রিক, টেকটিউনের, পানেল, নিউস, উপ্সথিত, আপডেত সহ আরো যে ভুল গুলো আছে তা খুব চোখে লাগে। আশা করব এগুলো আপডেট করা হবে।

    .Thank you Shakil vai 🙂 . Electricity aslei thik korbo

নতুনদের জন্য শুভ কামনা থাকলো।
অভিনন্দন টেটি এর মডারেশন টিম।

টেকটিউনসের আডমিন প্যানেল, ম্যানেজার প্যানেল এবং নির্বাচত সাব-মডারেটরদের সবাইেক ধন্যবাদ।

টেকটিউনসের আডমিন প্যানেল এবং নির্বাচিত সাব-মডারেটরদের এবং উপস্থিত টিউনার সবার প্রতি শুভেচ্ছা এবং অভিনন্দন ইল। টেকটিউনসের অগ্রগততিতে অগ্রনী ভূমিকা রাখুন এই প্রত্যাশায়, সবাইকে ধন্যবাদ।

ভিডিও কবে আপলোড হবে?