হ্যাঁ এবার বাংলায় শিখতে পারবেন পিএইচপি। সম্পূর্ণ বাংলা ভাষায় পিএইচপি শেখার জন্য বাংলাদেশ পিএইচপি এক্সপার্ট গ্রুপ নিয়েছে এই উদ্যাগ। এই প্রজেক্টটির নাম হচ্ছে "বাংলা পিএইচপি বই"। আর এতে কাজ করছেন দেশের খ্যাত নামা পিএইচপি এক্সপার্টরা - হাসিন, মিজানুর, ইমরান, সুহৃদ (ব্লগ লিংকটা পেলাম না) এবং আরও পিএইচপি প্রেমীরা। তাই বুঝতেই পারছেন মান নিয়ে কোন সন্দেহের প্রয়োজন নাই। তবে স্টার্টটা মনে হয় হাসিন ভাই ই দিছে।
বাংলায় পিএইচপি উপর যেসব বই আছে সেগুলোর মলাট দেখে কিনা পর্যন্তই ভেতেরে কিছুই নাই। বাংলার উপর পিএইচপি এই বইটা বের হলে নিঃসন্দেহে পিএইচপি ডেভেলপারদের সংখ্যা কয়েক গুণ বৃদ্ধি পাবে। এই প্রজেক্টের উপর রইল আমার ১ টেরা শুভ কামনা।
আপনারও এই প্রজেক্টে অংশ নিতে পারেন। প্রজেক্টের হালহকিকত জানতে পারবেন এখান থেকে - http://groups.google.com/group/phpbook/
আমি মেহেদী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 118 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
মেহেদি ভাই,
আপনি ইমরান ভাই বোলতে Md. Emra Hassan ভাইকে রেফার করছেন 🙂
http://www.phpfour.com/blog/
তবে ধন্যবাদ 🙂
পিএইচপি ৩টা অক্ষর অনেক শুনে আসছি। আমি প্রোগ্রামিং এর পও জানিনা। আমি কি এই বই থেকে
লাভবান হতে পারবো। পরামর্শ চাই।
অনেক অনেক শুভ কামনা রইল এই টিমটির জন্য। তাদের উত্তোরোত্তর সাফল্য কামনা করছি। প্রতীক্ষায় আছি কবে পাব বইটি। কেউ যদি সম্ভাব্য তারিখটা বলতে পারেন তবে মনে একটু শান্তি পেতাম।
বই টি কবে হাতে পাব তা তো জানি না তবে হয়তো খুব শীঘ্রই হাতে পাবো। এই উদ্দ্যোগ নেওয়ার জন্য অশেষ ধন্যবাদ
বইটা হাতে পাবো কবে ??