আশা করি সবাই ভাল আছেন? আজ আমি প্রিন্টারের কিছু সমস্যা এবং তার সমাধান নিয়ে এসেছি। প্রিন্টার কেনার আগে অনেকের অনেক রকম প্ল্যানিং থাকে যে সে কোন ধরণের কাজ(প্রিন্ট) প্রিন্টার দ্বারা করাতে চাচ্ছেন। যারা এব্যপারে আমার মত অজ্ঞ, তাঁরা প্রিন্টার কিনে বাসায় আনার পর কোথায় শান্তিমত প্রিন্ট করবেন তা না, অনেক সমস্যার সমাধান করে তারপর প্রিন্ট করা লাগে। অনেকের এক্সপার্ট লোকজনের সাথে চেনাজানা না থাকলে সমস্যা হয় আরও প্রকট। সেকারণে আমি আজ এই টিউনে দেখাব যে Epson Inkjet (CISS সহ) প্রিন্টার এর কত ধরণের সমস্যার সম্মুখীন আমাকে হতে হয়েছিল এবং সেসব সমস্যার সমাধান কী ছিল যাতে করে যারা নতুন প্রিন্টার কিনবেন তাঁরা একটু সাবধান হতে পারেন এবং এই ধরণের সমস্যা সম্পর্কে অবগত থাকতে পারেন। তাহলে শুরু করা যাক, কী ধরণের সমস্যার মুখোমুখি আমি হয়েছিলাম।
আগে জানা যাক CISS কাকে বলে,
CISS হল Continuous ink supply system এর সংক্ষিপ্ত রূপ। এটা নানা সংক্ষিপ্ত রূপে পরিচিত। যেমন: CIS (continuous ink system), continuous flow system (CFS)automatic ink refill system (AIRS), bulk feed ink system, off-axis ink delivery system ইত্যাদি। সবগুলোই একটি জিনিসকে নির্দেশ করে। বিভিন্ন জায়গায় ড্রাম হিসেবেও পরিচিত।
প্রিন্টার কিনতে দোকানে গেলাম। একটা পছন্দ হয়ে গেল, মডেল হল Epson Stylus Inkjet T13। CISS এর কথা বললে দোকানদার বলেন যে CISS নিলে নাকি প্রিন্টারের Warranty Void/ Invalid হয়ে যাবে। হোক তাতে কী?! Warranty ধুয়ে পানি খাব নাকি? Warranty তে তো আমাকে নতুন প্রিন্টার কিংবা যন্ত্রাংশ দিবে না; আর CISS অনেক সস্তা। অতদাম দিয়ে বারবার কার্ট্রিজ কিনতে গেলে আমার বাপ-দাদা চৌদ্দগুষ্টি ফতুর হয়ে যাবে। তারচেয়ে CISS লাগানো অনেক ভাল। দোকানদারকে দিয়ে CISS লাগিয়ে নিলাম; উনি ফ্রিতে লাগিয়ে দিলে আমি শুধু শুধু কষ্ট করতে যাব কেন? (আসলে এইসব কাজে ভয় পাই 8) ) যাই হোক, প্রিন্টার কিনতে ৪০০০/-৳ এবং CISS এর দাম পড়ল ৯০০/-৳। বাকি ১০০/-৳ দিয়ে বাসায় এসে পড়লাম।
আসার সময় নানা ধরণের রঙ্গিন চিন্তাভাবনা করতে করতে এলাম। এটা প্রিন্ট করব, ঐটা প্রিন্ট করব;ভাবনা আর ফুরাইতেই চায় না। তারপর বাসায় এসে প্রিন্টার সেট করে কম্পুটার চালু করি।
এরপর প্রিন্টারের বাক্স ভালভাবে ঘাটাঘাটি করে একটা সিডি পেলাম। স্বভাবতই প্রিন্টারের সাথে দেওয়া সিডিটা ডিভিডি রমে ঢুকিয়ে ইন্সটল করা শুরু করি।
ইন্সটল শুরু হল, ভাবলাম সময় লাগবে কিছু তাই একটু ঘুরে আসি। ঘুরে আসার পর দেখলাম; হুম ইন্সটল হয়েছে।
এরপর দেখি ড্রাইভার নোটিফিকেশন আসল। ক্লিক করলাম। বলে Automatic Driver ইন্সটল করব নাকি ম্যানুয়ালি সিলেক্ট করব? অটোমেটিক সিস্টেম থাকতে আবার ম্যানুয়ালি কেন? দিলাম Automatic এরপর নেক্সট দিলাম। কিছুক্ষণ ছুমন্তর(কিছু কাগজ পত্র উড়ে অন্য ফাইলে যাওয়া :P) করার পর হঠাৎ বলে:
অর্থাৎ RPC নামক দাগী আসামীকে পাওয়া যাচ্ছে না! 😡
মেজাজ খ্রাপ হয়ে গেল, ফিনিশ দিলাম তারপরও।
অর্থাৎ মশাইয়ের মেমরি লস হয়েছে, (সফটওয়্যার এর ও অ্যামনেসিয়া আছে দেখা যায় :P)। নতুন করে ইন্সটল করতে বলে। আমিতো প্রিন্টারের বান্দা চাকর! ইচ্ছামত মেমরি লস হবে উনার আর মেমরি ঠিক করতে হবে আমার! ইচ্ছা করেছিল বাংলা ছিঃনেমার মত চিপিউ অথবা প্রিন্টারকে একটা ভালমত উত্তম-মধ্যম দিয়ে হারানো স্মৃতি ফিরিয়ে আনি।
সেটা শুধু সিনেমাতেই সম্ভব বলে বাস্তবে আর খাটাতে গেলাম না।
শুরু করলাম গুগলিং, উল্টাপাল্টা যত্তসব জিনিস নিয়া হাজির হচ্ছে; বলি Epson Inkjet T13 driver installation problem, গুগল মিয়া উত্তর দেয় Driver Update; মেজাজ অষ্টমে চড়ে গেল। ঢুকলাম হাউটুগিকে এ গিয়ে একই কথা বলার পর যাইহোক একটা উত্তর পেলাম। সেটা মনঃপূত না হওয়াতে সমস্যার মেইল দিলাম মিনহাজুল হক শাওন ভাইকে; দেখি উনিও একই সমাধান দিলেন। এরপর সেটা অ্যাপ্লাই করে কম্পুটার রিস্টার্ট করলাম। বাঃ, চমৎকারভাবে চালক নিযুক্ত করা গেল অর্থাৎ কিনা ড্রাইভার ইন্সটল হয়ে গেল। 😀
- Run এর ডায়লগ বক্সে services.msc লিখে ওকে দিন। (না বুঝলে Run ছবির মধ্যে দেওয়া আছে সেটা হুবহু লিখুন)। এবার দেখুন নিচের মত একটা উইন্ডো ওপেন হয়েছে:
- ডানপাশে অর্থাৎ নিচের ছবির মত জায়গায় Name কলামের নিচে খুঁজুন Print Spooler। এটা A,B,C…এইভাবে সাজানো আছে। আপনি P তে খুঁজলেই পাবেন।
- খুঁজে পেয়েছেন? তাহলে ওটার উপ্রে রাইট ক্লিক করে Properties এ ক্লিক করুন।
- প্রপার্টিজ এ ক্লিক করলে নিচের মত একটি উইন্ডো ওপেন হবে, সেইটার Recovery ট্যাবে ক্লিক করুন:
- যে তিনটি ট্যাব ছবিতে আলাদা বক্সে দেখানো হল সেগুলোতে যা-ই লেখা থাকুক না কেন, আপনি তা পরিবর্তন করে তিনটি ড্রপ ডাউন বক্সের ক্ষেত্রে Restart the Service সিলেক্ট করুন।
এর ঠিক নিচের দুইটি বাক্সে 1 দেওয়া আছে কিনা তা লক্ষ্য করুন। যদি না দেওয়া থাকে তাহলে দুটি বক্সে 1 লিখে অ্যাপ্লাই এবং পরে ok দিয়ে বের হয়ে আসুন।
এবার আপনি ড্রাইভার রি-ইন্সটল করুন এবং দেখুন কোন সমস্যা ছাড়াই ড্রাইভার ইন্সটল হচ্ছে এবং কম্পুটার প্রিন্টারকে চিনে ফেলেছে।
ড্রাইভার ইন্সটল করার পর মনের আনন্দে প্রিন্ট করা শুরু করে দিলাম; ৩০টার মত প্রিন্ট করে আপাতত সেই দিনের জন্য ইস্তফা দিলাম।
পরদিন সকালে উঠে ভাবলাম আজকে আরও কিছু প্রিন্ট করি। যেই ভাবা সেই কাজ। প্রিন্ট করতে দিয়ে আমি একটু ঘুরে আসলাম। এসে আমার চক্ষু ছানাবড়া!! প্রিন্টার কয় ও নাকি কার্ট্রিজ চিনেনা, 😮 একটা কাগজের ঠিক অর্ধেক পরিমাণ প্রিন্ট করে হঠাৎ বলে কার্ট্রিজ চিনেনা, কেমন লাগে বলেনত? দেখুন তাহলে:
আরে CISS না হয় নকল(ছাইনিজ), কিন্তু কার্ট্রিজতো অর্জিনাল কিন্সি। :(, যেহেতু কার্ট্রিজ চিনতে পারছে না তাই দোকানদারকে ফোন করে একটু ঝাড়লাম। দোকানদার কয় এমন নাকি হওয়ার কথা না; উপদেশ দিল CISS টা এট্টু উচা কইরা ধরতে যাতে ইঙ্ক ফ্লো ঠিকমত হয়। কিন্তু এমন কাজ আপনারা স্বপ্নের মধ্যেও করবেন না সাবধান!! এই কুপরামর্শ শাওন ভাইও আমাকে দিয়েছিলেন। 😡 CISS আর প্রিন্টার একই সমতলে রাখতে হয়। এদিক ওদিক হলে কিন্তু আপনার সাধের প্রিন্টার নষ্ট হয়ে যেতে পারে। নয়শো টাকার CISS কে একটু বেশি গুরুত্ব দিতে গিয়ে সাড়ে চার হাজার টাকার প্রিন্টার নষ্ট করবেন না। পরে ঐ দোকানের মালিকের সাথে কথা বলে জানতে পারি একজন লোক CISS কে উঁচু তাকে রেখেছিলেন এবং প্রিন্টারকে নিচে রেখেছিলেন। এতে CISS এর কালি প্রিন্টারের ভিতরে পরে প্রিন্টার তৎক্ষণাৎ নষ্ট হয়ে যায়। তাই, একবার বললাম; দরকার হলে আরও অনেকবার বলব: CISS সহ প্রিন্টার কিনলে মনে রাখবেন CISS সর্বদা প্রিন্টারের একই সমতল বরাবর রাখতে হবে। প্রিন্টারকেও উচুতে রাখবেন না এবং CISS কেও উচুতে রাখবেন না। দুইটার মর্যাদাই সমান।
আপনার প্রিন্টারের মেইনটেনেন্স বাটনটি চেপে কার্ট্রিজের এমন অবস্থানে আনুন যাতে কার্ট্রিজের উপরের সুইচটি টিপ দেওয়া যায়। তারপর সুইচটি ৫-৬ সেকেন্ড টিপে ধরুন এবং আবার মেইনটেনেন্স বাটনটি চাপুন। তাহলে ইঙ্ক রিসেট হয়ে যাবে। এই পদ্ধতি উইন্ডোজ,লিনাক্স সব অপারেটিং সিস্টেমের জন্য প্রযোজ্য।
[দ্রষ্টব্য: আমি এটার সমাধানের জন্য সারা ইন্টারনেট ঘেঁটেছি, একে জিজ্ঞাসা করেছি, ওকে জিজ্ঞাসা করেছি কিন্তু সমাধান পাই নি।]
ক) কন্ট্রোল প্যানেল থেকে
খ) কোন কিছু প্রিন্ট করা থেকে
এই উইন্ডো আবার আরেকভাবে ওপেন করা যায়। দেখুন তাহলে।
এভাবে আপনি প্রিন্টিং প্রেফারেন্সে যেতে পারেন। উপধাপ আপাতত শেষ। এবার চলুন কিভাবে কিভাবে প্রিন্টারকে কার্ট্রিজ চিনিয়ে ছাড়বেন। হুহ!!
আপনার প্রিন্টারের পাওয়ার দিয়ে প্রিন্টার অন করুন এবং কম্পুটারের সাথে ইউএসবি কেবল দিয়ে ইউএসবি পোর্ট কানেক্ট করুন।
এবার আপনার কার্ট্রিজটা ক্লিপ উঠিয়ে ধীরে ধীরে খুলে ফেলুন। বেশি বল প্রয়োগ না করাই ভাল। প্রিন্টার নতুন হলে আর দোকানদার গাট্টা-গোট্টা হলে একটু শক্তি প্রয়োগ করে কার্ট্রিজ খুলে ফেলুন। সাবধান, আপনার কম্পুটার যেভাবে একটা একটা করে খুলতে বলছে সেভাবে খুলবেন না। ক্লিপগুলো উঠিয়ে সম্পূর্ণ কার্ট্রিজটাই উঠিয়ে আনুন। নিচের ছবি দেখুন:
কার্ট্রিজ লাগানোর জন্য প্রথমে কার্ট্রিজকে নিজ স্থানে সেট করুন, তারপর ছবির মত করে যেই কয়টা কার্ট্রিজ আছে সেই কয়টা আঙ্গুল ব্যবহার করে হাল্কা চাপ দিন। কট করে আওয়াজ হলে এবং ক্লিপগুলো লেগে গেলে বুঝবেন কার্ট্রিজ ঠিকভাবে স্থাপন করতে সক্ষম হয়েছেন।
যদি সব কাজ ঠিকঠাক হয়ে থাকে তাহলে এবার আপনার প্রিন্টারের কার্ট্রিজটি নিজের মগজ ধোলাই কিংবা মস্তিষ্ক প্রক্ষালন অথবা Head Cleaning যাই বলুন না কেন সেটা করতে যাবে। নিচের ছবিতে দেখুন আমার প্রিন্টারের কার্ট্রিজের মগজ ধোলাই হচ্ছে!
যদি Head Cleaning না শুরু হয় তাহলে আবার ১ম ধাপ থেকে একই কাজ করতে থাকুন কিন্তু কার্ট্রিজ খোলা এবং লাগানোর ক্ষেত্রে একটু মনযোগী হন। এইভাবে আমি ২০ বারের মত ইঙ্ক লেভেল ফুল- এ এনেছি। কাজ না করার কোনই কারণ নাই।
বিশ্বাস হচ্ছে না?
আপনাকে তাহলে আসলেই কিছু বলার নেই। প্রিন্টারের পাওয়ার অন আছে কিনা এবং ইউএসবি কানেক্ট করা আছে কিনা সেটা আগে দেখুন! তারপর ইঙ্ক লেভেল চেক করুন!
CISS সহ Epson Inkjet printer কিনলে আপনি কী কী সমস্যার মুখোমুখি হতে পারেন এবং তার সমাধান আপাতত এটাই। হ্যাপি প্রিন্টিং :D।
বিশ্বাস না করলে আমার কিছু করার নেই। আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ১০০০+ পেজের মত প্রিন্ট করেছি এবং কালার পেজ ৭০-৮০ টার মত প্রিন্ট করেছি, বারংবার একই পদ্ধতি অনুসরণ করে। অর্থাৎ, যখন আমার প্রিন্টার আমার কার্ট্রিজ চিনেনা তখনই এই পদ্ধতি অনুসরণ করি এবং ইঙ্ক লেভেল ফুল হওয়ার পরেই প্রিন্ট করতে থাকি। এখনো পর্যন্ত অন্য ধরণের সমস্যা দেখা দেয় নি। আমার CISS এর অবস্থা দেখলেই বুঝবেন আমার কথা সত্যি নাকি মিথ্যা:
ক্যামেরা ভাল না, বামপাশেরটার লেভেল অনেক নিচুতে গিয়েছে; তাই এটাই হল কাল কালির লেভেল। 😛
এটা ছাড়া প্রিন্টিং অসম্ভব! তাই এটার প্রতি একটু বেশি গুরুত্ব দিতে হবে। যাদের টাকার পরিমাণ বেশি তাঁরা Double A কিনতে পারেন। লোকাল ৫০০ কাগজ ৪৫০/-৳ [ব্যাটারা ডাকাইত! পাইকারী দোকান থেকে আরও অনেক কমে কিনতে পারেন]
অথবা, বসুন্ধরা অফসেট কাগজ কিনতে পারেন, আমি এটাই ব্যবহার করি। সাধারণ প্রিন্টিং কিংবা ফটোকপির জন্য এটা আদর্শ। পাইকারী দোকান থেকে ৫০০ কাগজ কিনি মাত্র ২৬৫/-৳ দিয়ে। কাগজের মান ভালৈ। 😀
এর রিফিল পাওয়া যায়। আপনার যেই রঙয়ের কালি বেশি ব্যবহৃত হচ্ছে আপনি ইচ্ছা করলে সেটার রিফিল কিনতে পারেন। দাম মাত্র ৯০/-৳। আমার কাল কালির অবস্থা খারাপ বিধায় একটা রিফিল কিনে রেখেছি। CISS এর কাল কালি শেষ হওয়ার একটু আগেই ফিলাপ করব। :D।
আগেই বলেছি, পুরো সেট CISS ৯০০ টাকা, যদি ৪টা কার্ট্রিজ হয়। রঙ বাড়লে কার্ট্রিজের সংখ্যা বাড়বে সেইসাথে CISS এর দামেরও হেরফের হবে।
Epson Inkjet সিরিজের প্রিন্টারগুলো ৩৮০০ থেকে শুরু হয়। দরদাম আমার ঠিক খেয়াল নাই। কেউ জানলে টিউমেন্টে বলার অনুরোধ রইল।
অবশ্যই ভাল! এতে আপনার প্রচুর অর্থের সাশ্রয় হবে। এটা আপনি প্রোফেশনাল কাজেও ব্যবহার করতে পারবেন। ২০০৫-৬ সালে এতকিছু জানতাম না; তখন কেউ রঙ্গিন প্রিন্ট করার কথা কইলে ঘরের থিকা বাইর কৈরা দিতাম। 😛 এখন কেউ একটা প্রিন্ট করতে চাইলে আরও পাঁচটা প্রিন্ট করে দিয়ে হিরু সাজি। যাই হোক, কার্ট্রিজের দামের সাথে কিছু টাকা যোগ করলেই নতুন প্রিন্টার পাওয়া যেত। আর রিফিলের কথা কী বলব?! পশু চিকিৎসকের কাছে যেই ধরণের সিরিঞ্জ থাকে সেই ধরণের সিরিঞ্জ দিয়ে কালি ভরা লাগত। উফফ, কী যে যন্ত্রণা! হাতে পায়ে কালি লেগে একাকার। বাসায় Lexmark এর দুইটা ডট প্রিন্টার আছে আর ১৯৯৯ সালের ক্যানন বাবলজেট প্রিন্টারও আছে। প্রিন্টার নিয়ে আমার স্মৃতিগুলো অতটা সুখের নয়। এখন অবশ্য CISS এর কল্যাণে নানাভাবে উপকৃত হয়েছি।
কোনটা কিনবেন সেটা আমার বলার অধিকার নেই। টাকা আপনার চয়েসও আপনার।
প্রিন্টার নিয়ে ম্যালা বকবক করলাম। এবার কাজের কথায় আসি:
জানালা ভেঙ্গে বের হতে পারছেন না? জানালা দিয়েই অন্তত চেয়ে দেখুন আকাশটা কতই না বিশাল [ফ্রি-ওয়্যার সমাচার, ফ্রি-ওয়্যার নিয়ে সচিত্র ও মোটামুটি বিস্তারিত মেগাটিউন]
পদার্থবিজ্ঞান এখন অনেক সহজ! [ঘর্ষণ, আপেক্ষিক গতি + বোনাস, ৫৫০০ শব্দের বিস্তারিত মেগাটিউন]
আমরা ইন্টিগ্রেশন ভয় পাই না, ইন্টিগ্রেশনই আমাদের ভয় পায় [২০০০ শব্দের এবং ৩৫ ছবির বিস্তারিত মেগাটিউন]
অ্যালিফেটিক হাইড্রোকার্বনের বিক্রিয়া ও প্রস্তুতি মেকানিজমসহ
সহজ পদ্ধতিতে জটিল বর্তনী সরলীকরণ এবং তুল্যরোধ নির্ণয়
টেকটিউনসে ব্যবহারযোগ্য কিছু ইমো:
অনেক স্প্যামার আছেন যারা নিজের ব্লগসাইটের লিঙ্ক দিয়ে বেড়ান এবং শুধুশুধু অন্যের বিরাগভাজন হন। তাঁদেরকে বলছি, নিজের ব্লগসাইটের চেয়ে আপনি যদি গ্র্যাভাটার সেট করার এই লিঙ্কটি অন্তত দিতে থাকেন; অনেকেই উপকৃত হবেন। দিহান ভাইয়ের এই চমৎকার টিউনের মাধ্যমে আপনি আপনার প্রোফাইল পিক অ্যাড করতে সক্ষম হবেন।
অর্থাৎ, এইখানে নিজের পছন্দমত ছবি কীভাবে অ্যাড করবেন সেটা জানতে এই টিউন দেখুন।
আমার টিউন পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভাল লাগলে/ খারাপ লাগলে টিউমেন্টের মাধ্যমে জানিয়েন। সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন সেই শুভকামনা আমার পক্ষ থেকে থাকল।। 😀
আমি নিওফাইটের রাজ্যে। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 1392 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
শ্রবণ, মনন , অনুশীলন
wow !! জাটিল টিউন ।
প্রিয়তে………