কোন ব্রাউজার ছাড়াই গুগলের জনপ্রিয় সুবিধাগুলো ব্যবহার করা যাবে, এডোবি এয়ার অ্যাপলিকেশনের সংমিশ্রনে তৈরীকৃত এই সফটওয়্যারটি হচ্ছে জিএমডেক্স।
এতে একবার লগইন করে গুগল মেইল (জিমেইল), গুগল ক্যালেন্ডার, গুগল ম্যাপ, গুগল ডকুমেন্টস, গুগল রিডার এবং পিকাসা ওয়েব অ্যালবাম ব্যবহার করা যাবে। এমনকি ইন্টারনেট এক্সপ্লোরারে লগইন করা থাকলে নতুন করে এই সফটওয়্যারে লগইন করার প্রয়োজন হবে না।
১১০ কিলোবাইটের সফটওয়্যারটি http://www.robertnyman.com/gmdesk থেকে ডাউনলোড করতে পারবেন। তবে সফটওয়্যারটি ইনষ্টল করার পূর্বশর্ত হচ্ছে এডোবি এয়ার ইনষ্টল থাকতে হবে।
এই সফটওয়্যারটি উইন্ডোজ, লিনাক্স ও ম্যাক অপারেটিং সিস্টেমের ব্যবহার করা যাবে। তবে দূ:খজনক হচ্ছে এই সফটওয়্যারটি বাংলা ভাষা সমর্থন করে না।
আমি এস এম মেহেদী আকরাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 116 টি টিউন ও 113 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
+88-0155-2333272
Great website, the information is good, and the content will keep me coming back, thanks again.
জিএমডেস্ক এর ব্যাপারে অনেকদিন আগেই শুনেছি …… আপনার টিউনটিতে ইনফরমেশনের অভাব আছে বলে মনে হচ্ছে।
যা ই হোক ………. ধন্যবাদ আপনাকে।