ওয়েব ডিজাইনারদের চাই ক্রিয়েটিভ আর দারুন আইডিয়া। আর চাই ডিজাইনিং এর জন্য নজরকারা ডিজাইনিং এলিমেন্টস। আর ওয়েব ডিজাইনে আইকন একটি অন্যতম ডিজাইনিং এলিমেন্ট। খুব সিমপল ডিজাইনে চমৎকার আইকনের ব্যবহার, আপনার ওয়েব পেইজটিকে আরও আকর্ষনীয় করে তুলতে পারে। আর ওয়েব অ্যাপলিকেশন এর উইজার ইন্টারফেস ডিজাইনের ক্ষেত্র রিলেভেন্ট আইকন ইউজার accessibility আরও বাড়িয়ে দেয়। তাই ওয়েব ডিজাইনারদের সুবিধার জন্য নিচে পুরো ৫৮৫ টি চমৎকার আইকনের একটা তালিকা তৈরি করলাম। আপনারা এগুলো আপনাদের বিভিন্ন প্রজেক্টে ব্যবহার করতে পারবেন। তবে যেখানেই ব্যবহার করেন না কেন আইকন ক্রিয়েটরকে ক্রেডিট দিতে ভুলবেন না।
আমি মেহেদী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 118 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ধন্যবাদ মেহেদী সাহেব। অনেক ইনফরমেশন আছে এখানে। আজই প্রথম টেকটিউনসে ঢুকলাম। আবার আসবো।
ধন্যবাদ মেহেদী ভাই, ফাইলগুলো একসাথে থাকলে ডাউনলোডের জন্য সুবিধা হতো। তারপরও ধন্যবাদ। একটা ছোট্ট টিপস দিবেন! আমার ব্যক্তিগত ওয়েবসাইটের জন্য একটা বাংলা কন্টেন্ট ম্যনেজমেন্ট সিস্টেম ব্যবহার করতে চাই। অবশ্যই সম্পুর্ন বাংলা। ব্লগ সিস্টেম হলেই চলবে। একটা সাজেশন দিবেন প্লিজ?
ব্লগ সিস্টেমের জন্য ওয়ার্ডপ্রেসই বেস্ট। কারণ এটা খুবই ফ্রেক্সিবেল.. আপনি সেলফ হোস্টেড অথবা ওয়ার্ডপ্রেস.কম ব্যবহার করতে পারেন।
ব্যডবয় ভাই, জুমলা তো ওপেন সোর্স। শেখার জন্য যথেষ্ট সাহায্য পাবেন আশা করি। আর আমি খুবই অল্প জানি। তবুও যদি আপনার সাহায্যে আসতে পারি, তাহলে সেটা আমার সৌভাগ্য মনে করবো। আর আপনাকে ইমেইল দিয়েছি। সেখানেই যোগাযোগ হবে আশা করি।
ধন্যবাদ।
ধন্যবাদ।