কখনো কি মনে হয় বেশ কিছু বিষয় এর উপর আপনি খুব বিরক্ত !
বন্ধু-বান্ধব , অভিভাবক অভিভাবিকা , সমাজের উপরে আপনি তিত বিরক্ত। তাদের বিরুদ্ধে রয়েছে আপনার হাজারো অভিযোগ ! আসুন তাহলে নীচের ছবি গুলিকে একটু দেখে নিই-
আমার আপনার সকলের দেশেই সর্বদা রয়েছে –দুই ধরনের সমাজ চিত্র। আমরা সর্বদা শুধু উপরতলার মানূষগুলির কথা ভাবি আর মনে মনে হয়তো হতাশা গ্রস্ত হয়ে পড়ি , হয়তো বা তাদের উপরে নীরবে বর্ষণ করি অভিসম্পাত।হয়তো বা মহান স্সৃষ্টিকর্তার উপরে হয় অভিমান!
কিন্তু মনে রাখবেন আপনি পৃথিবীর ৩০ % ভাগ্য বানদের মধ্যে অন্য তম ।আর বাকি ৭০ % মানুষের কাছে আপনার অবস্তাটাও একটা একটা স্বপ্নে পাওয়া আলাদিনের প্রদীপের দানের মত।
আমার আপনার সন্তান সন্ততি বা ভাই –বোনেরা কি একই পড়া বার বার পড়তে বিরক্ত?
কিন্তু একই কয়েনের উলটো পিঠটা একটু দেখুন –এরা কিন্তু পড়তে চাই , এদের কোন বিরক্তি নেই।
কারো সন্তানের গ্রীন ভেজিটেবলস নয় , পেস্ট্রীও নয় পিজা ই তার প্রথম পছন্দ ।
এদের কোনো পছন্দ নেই !
কেউ বা সন্তান দের ডায়েটিং এ এ রেখেছেন – যদি সোনা মনি একটু বাল্কি হয়ে যায় !
এরা ডায়েটিং বোঝে না – এরা শুধুই খেতে চায়!
কোনো কোনো বাবা মায়ের সন্তানের প্রতি অতি যত্ন, অতি ভালোবাসা (Super protection ) - তাদের সন্তানদের ই বিরক্তির কারন হয়ে দাঁড়ায়।
কারোর বাবা মা ই নেই !
কেউ কেউ একই একই ভিডিও গেম খেলে বোর হয়ে যায়।
এদের গেমের নতুন কোনো অপশন্ ই নাই !
আপনি যখন Adidas বা Nike পছন্দ করছেন তখন আপনার সন্তানের পছন্দ হয়তো Reebok
এদের কিন্তু একটিই ব্র্যান্ড !
বাবা মা যখন গেম বা টিভি ছেড়ে এদের ঘুমোতে যেতে বলে এরা অনেক আপসেট হয়।ঘুমোতে যেতেই চায় না ।
কে ? কে ? এদের উঠাবে বলেন ! এরা যে ঘুম থেকে উঠতেই চায় না !
তাই -
DON’T COMPLAIN...
AND IF, INSPITE OF EVERYTHING, YOU KEEP GETTING YOURSELF WORRIED...
LOOK AROUND YOU.. THANK ALLAH !
FOR EVERYTHING THAT HE ALLOWS YOU TO HAVE IN THIS BRIEF LIFE...
এই চিত্রকল্প যদি কয়েক সেকেন্ড ও আপনাকে ভাবায় তবেই এই টিউনের সার্থকতা ।
সকলেই ভালো থাকবেন , অপরকে ভালো থাকতে সাহায্য করবেন ।
*** এই টিঊন টি যদি কিছুক্ষনের জন্য মন ভারী করে দেয় , যদি কিছুক্ষনের জন্যেও আপনাকে ভাবায় তবে আপনার সেই সংবেদনশীল মননের জন্য আমার এই ধরনের আরো তিনটি টিউনের লিঙ্ক এখানে দিলাম -সময় পেলে একটু দেখবেন ,
https://www.techtunes.io/reports/tune-id/90226/আসুন নিজেদের ছবি একটু আয়নায় দেখি! কি বলছে ওই আরশি ? আয়না কি সঠিক কথাই বলে?চোখের জল কিম্বা পানি সে তো নোণতাই রয়ে যায়……।ভালো থাকবেন । দোয়া করবেন ।খোদা হাফেজ ।
আমি অপু.পশ্চিমবাংলা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 29 টি টিউন ও 706 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
i am azmalhossain, Native Place Kandi, Murshidabad, West Bengal.age 32 . MSc(Tech) in Agril Engg.Service-West Bengal Civil service WBCS(Executive) Officer , Presently posted as Deputy Magistrate and Deputy Collector, Malda.Hobby- painting, recitation. computer game .
@kaiyum mehedi: আসুন আমরা সবাই আল্লার দরবারে তার কাছে সুকরিয়া আদায় করি যে আমরা যে যেমনি আছি অন্তত অদের থকে অনেক ভালো আছি। ধন্যবাদ ভাই মন্তব্যের জন্য
@C/O D!pu…: ভাই আপনাদের কাছে বিষয় টি যে গুরুত্ব পেয়েছে তাতেই আমি পরিতৃপ্ত, আল্লা মেহের বান ,
@coder_ami: ধন্য বাদ , আপনাদের ভাল লেগেছে এটাই আমার পরিশ্রমের -মূল্য , যা দাম দিয়ে কেনা যায় না ।ভালো থাকবেন ।
@rashpur: আমি ভাগ্য বান । ধন্য আব্দ , আমার আগেরপোস্ট তা আজকেরি -সময় পেলে একটু দেখবেন । ধন্যবাদ আপনাকে ।
@সজিব আহমেদ: আজই আমার টিটি তে প্রথম দুইতী টিউওন । আগের টা দেখতে পারেন।ধন্যবাদ ভাই ।
@বিপু: আসুন সকলেই আল্লার কাছে দোওয়া করি যাতে আল্লা আমাদের যেভাবে রেখেছেন – তাতি আমরা সুখি হতে পারি । মন্তব্যের জন্য ধন্যবাদ।
@দুষ্ট _ছেলে: আপনাদের কাছে বিষয়টির গুরুত্ব তুলে ধরার চেষ্ট করেছি মাত্র । ভালো লেগেছে এতে আমি আনন্দিত ।ধন্যবাদ আপনাকে ।
@দুষ্ট _ছেলে: আপনাদের কাছে বিষয়টির গুরুত্ব তুলে ধরার চেষ্ট করেছি মাত্র । ভালো লেগেছে এতে আমি আনন্দিত ।ধন্যবাদ আপনাকে ।@Soab: বাই ইং রেজিতে একটা কথা আছেনা ” The sweetest songs are those which tell the sadest part of our life” । ধন্যবাদ ,ভালো থাকবেন ।
@AAJROBIBER: আপনাদের কাছে বিষয়টির গুরুত্ব তুলে ধরার চেষ্ট করেছি মাত্র । ভালো লেগেছে এতে আমি আনন্দিত ।ধন্যবাদ আপনাকে । ভাই ইংরেজিতে একটা কথা আছেনা ” The sweetest songs are those which tell the sadest part of our life” । ধন্যবাদ ,ভালো থাকবেন ।
@shopno balok: ধন্যবাদ । . THANK U ALLAH !
FOR EVERYTHING THAT U ALLOWS US TO HAVE IN THIS BRIEF LIFE…
@MIRAJ: ভাই আজকেই আর একটি টিউন প্রকাশিত হয়েছে দেখতে পারেন , আর আপনাদের জন্য ভবিষ্যতে চেষ্টা চালিয়ে যাব , চোখ রাখুন টিটি তে , ধন্যবাদ ।
প্রথমেই আল্লাহতাআলাকে শুকরিয়া জানাই, যে আমাদেরকে এতো সুন্দর জীবন দেয়ার জন্য। এরকম পোস্ট গুলা আসলেই আমাদেরকে একটু হলেও ভাবায়, তাই অপু আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে আপনাদের সবার জন্য Daughtry ব্যান্ড এর একটা মিউজিক ভিডিও শেয়ার করছি। অসাধারন একটা গান।
@নাইটিংগেল: ভাই আপনার শেয়ার করা গানটা আমার এই টিউনটিকে আরো সমৃদ্ধ করেছে , অসাআআআআআআ ধারন। ধন্যবাদ
@শাহ্রিয়ার কবীর: ধন্যবাদ ভাই , আপনার মন্তব্যটি আমার সবথেকে ভাল লাগল , ধন্যবাদ , ভাল থাকবেন , আজকেই টিটি তে আর অ একটি পোস্ট করেছি, যদি সময় পান একটু চোখ রাখবেন , ভালো লাগলে মন্তব্য করবেন ,
@জাবেদ মাহমুদ: ভাই আপনার কথায় মনে হচ্ছে নামকরণ টা ,সার্থক না হলেও কিছুতা মিলেছে । ধন্যবাদ ।@Rashed Kamal:
@Rashed Kamal: ধন্যবাদ , আগামী কাল আমাদের ছুটির দিন চেষ্ট আকরব আরো কিছু একটা উপহার দিতে , সহযোগিতা করবেন ।
@সুমন: ভাই অসাধারন আপনার এই মন্তব্য । বিশ্বাস করুন আপনার এই মন্তব্য আর নাইটিংগেল ভাই এর গানের সুর , গায়ের লোম গুলি শিহরিত হয়ে ওঠে ।অসংখ্য ধন্যবাদ
@anik1994: ধন্যবাদ ভাই , আপনাদের এই ভালবাসায়, আমি জানতাম বাংলাদেসের মানুষ অনেক ান্তরিক , অনেক সংবেদনশীল , আমার ধারনা সত্য , আল্লা আপনাদের মঙ্গল করুন ।
heart touching post
here I want to share another related vdo
http://www.youtube.com/watch?v=6ZrLH-0hXQE
@ইমন: ধন্যবাদ ইমন ভাই , আপনার গানের লিঙ্কটার জন্য , গান তা আমার অত্যন্ত প্রিয় , আবার একবার শুনে নিলাম ।World is so cold গানটিরও মুল কথা -অনেকট একই । may it start awekening from within ourselves . Thanx bro
@দরদিয়া: সহমত আপনার সঙ্গে । পারলে একবার আপনার আত্মীয় স্বজন্ দের মধ্যেও এটিকে শেয়ার করুন ।ধন্যবাদ
@ashrafulbright:
যত জন আমার এই টিউন টি দেখেছেন বা তাদের সুচিন্তিত মতামত দিয়েছেন -তাতে যত সময় লেগেছে আমার এই টিউন্ টি করতে তার ১০% সময় ও লাগেনি , আপনাদের ভালোবাসায় আমি মুগ্ধ , ধন্যবাদ
@himel452: ভাই মন আমি খারাপ করতে চায়নি , আমি শুধু এটা বোঝাতে চেয়েছি মহান আল্লাতলা তলনা মূলক ভাবে আমাদের অনেক অনেক ভাল রেখেছেন ।
@reepon: ধন্যবাদ । , সার্থক হবে তখন , যদি যে উদ্দেশ্য নিয়ে এটটা বানানো সেই উদ্দেশ্য সফল হয়,
আপনি যাদের ছবি দিয়েছেন এদের প্রায় সবারই দেশ সোনা, হীরায় ভর্তি। কিন্তু এরা থেতে পায়না, এদের সহস্র কোটি টাকার হীরা চুরি করে আমেরিকা মাঝে মধ্যে দুই পয়সার খাবার বিলি করে দেখিয়ে যায়। তখন বিবিসি-রয়টার্স-এএফপি এদের ছবি তোলে। সারা বিশ্বকে দেখায় যে আমরা তাদের সাহায্য করছি কিন্তু বলেনা যে আমরাই আসলে এদের হত্যাকারী।
@Shawon584: একদম সত্যি, সঠিক বিশ্লেষন , ধন্যবাদ আপনার সুচিন্তিত এই মতামতের জন্য ।
@মুনীর: য়াপনাকে ও ধন্যবাদ , মতামত দেওয়ার জন্য , সর্বোপরি মনো যোগ দিয়ে এটা পড়ার জন্য ।
@MITHU: ধন্যবাদ , মিঠুভাই আপনাকে , আপনি যথার্থই বলেছেন ।আমাদের উচিত সেই সকল মানুষের জন্য আললা পাকের কাছে দোওয়া করা , তারা যেন একটু ভালো থাকেন ।
@Md. Mamun or rashid: ভাই এটা আমার সৌভাগ্য । আপনিও ভালো থাকবেন , আবার পোস্ট করতে চলেছি , ভালো মন্দ যা হয় -আর একটা চেষ্টা করতে দোষ কি !
@ম্যাকসন: ভাই এটা কি “চোখে আঙ্গুল দাদা” না “চোখে এল পানি “? মজা করলাম , ধন্যবাদ ভাই এটা পড়ার জন্য । ভালো থাকবেন ।
@suman sikder: sumon bhai bhalo thakoben . next post is coming soon , as and when link is better .
@mohammad khalid hosain:
ভাই কেমন , আছেন আপনার লেখা টিঊন আমি নিয়মিত পড়ি , ধন্যবাদ আপনাকে আপনার মন্তব্যের জন্য । ভালো ঠাকবেন ।
@Rubel:
হ্যাঁ আর এই বাস্তব টার মখোমুখি হতেই আমরা সব থেকে বেশী ভয় পাই- ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য ।
@Ali Hasan Robin: @Ali Hasan Robin:
dont u know bro ! that a drop of tears is more glittering than a piece of dimond . i can feel the hallows of that drops of tears , i also can feel the sonnd of tears , its simply feelings …… that makes the difference …..
@আরিফ:
না ভাই , ইচ্ছা থাকলে অনেক কিছুই করা যায়, U need not to go to africa or Somalia , you ,ve to look arround u’r surroundings , dont try to help them , at 1st just try to feel their misery , their wretchedness , u see all ‘ii come subsequently .
আমি এর আগে টিটিতে এত অল্প সময়ে কমেন্ট দেখিনি।
আমিও কমেন্ট না করে পারলাম না।
আসলে আপনি যে সব নমুনা দেখিয়েছেন তাতে মনে হচ্ছে আমি যে এখন কমেন্ট করছি এটাই তো আমার অনেক বেশী পাওয়া।
অবশ্য আমার একটা দূরবীনের শখ আছে তাহলে আর পৃথিবীতে আমার আর চাওয়ার কিছু নাই!!!!!
এমনিতেই আল্লাহ আমাকে অঅঅঅঅনেক দিয়েছেন।
আলহামদুলিল্লাহ।
@abdus salam 120:
আলহামদুলিল্লাহ। ভাই… When all that is average becomes excellent, excellence becomes average
@gaziripon:
ইনশা আল্লাহ! আমরা নিজেদের জন্য যেমন শুকরিয়া আদায় করব ঠিক তেমনি দোওয়া করব ঐ সকল মানুষ গুলোর জন্যে ।( মিঠু ভাই এই গুরুত্বপূর্ন বিষয় এর উপর আলোকপাত করেছেন , তার কমেন্ট দেখতে পারেন ,)
@RJ Sourav:
na boss kono kotha bolochio na . Sudhu likhlam . valo thakoben .dhonybad .
??????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????
@sbn5233:
ধন্যবাদ ভাই আপনাকে । আর একটি কথা – ভোরে হিমেল হাওয়া গায়ে লাগান , ইমেল হাওয়া নয় । ভালো থাকবেন ।
@জামাল হোসেন শুভ:
ধন্যবাদ শুভ ভাই । আপনার মন্তব্য আমার -আমার বল — আমার ভরসা -আমার শক্তি – । শুভ হোউক -সকলের ।
@dukhe kamrul:
আপনাকেও ধন্যবাদ আপনার কাছে বিষয়টির গুরুত্ব পেয়েছে এটিই আমার টিউনের সার্থকতা
@barsha:
ধন্যবাদ বর্ষা আপনাকে । অসাধারন তেমন কিছু নয় শুধুই পাশা পাশি কিছু চিত্রকল্পকে রেফারেন্সে রেখে -সোজা জিনিসটিকে একটু অন্যভাবে দেখা ।
@nirgumrat:
ধন্যবাদ আপনাকেও । সত্যিই সঠিক কথাই বলেছেন । আল্লাহ আমাদের অনেক ভালো রেখেছেন ।
@উন্মাদ তন্ময়:
তন্ময় স্যার কি খবর পড়া শুনো কেমন চলছে ? খুব শীঘ্রই আবার নতুন একটি জিনিস নিয়ে আসছি ।আপনার নেক্সট লেসন কবে পাব ?
@অপু.পশ্চিমবাংলা: খুব শীঘ্র হয়তো পাবেন না। তবে যত তাড়াতাড়ি পারি দেওয়ার চেষ্টা করব
@নোমান হোসাইন:
ধইন্যবাদ ভাই ! এটা সিম্পলি একটি সেন্সিটাইজেশন ছাড়া আর কিছুই নয় ।
টিউনটি সত্যিই বিবেককে নাড়া দেওয়ার মত একটি টিউন, নিজেকে জানার সৌভাগ্য হল আপনার টিউনের মাধ্যমে। আসলেও চারপাশের সবকিছু নিয়ে আমার কত অভিযোগ; মাকে বলি এই মাছ খাব না, ওই মাছ খেতে ভাললাগে না; এই সব্জিটা খেতে চাই, ওই সব্জিটা খেতে বিচ্ছিরি লাগে।
বাবাকে বলি এই কলমটা দিয়ে লিখতে ভাল না, অন্য একটা ভাল কলম এনে দাও; পরীক্ষা সামনে ভাল মানের ১-২ রিম কাগজ লাগবে, ভাল পেন্সিল, সার্প্নার আরও কত কি? হয়তবা ভাইকে বলি এইটা কি গেম কিনে এনেছিস? থার্ড ক্লাস, ভাল কিছু নিয়ে আসিস।
আরও হাজারো বায়নাক্কা।
যে জাতি এখনো তাঁদের মৌলিক চাহিদা মেটাতে অক্ষম, তাঁদের জন্য কিছু করতে না পারি; অন্তত এই দোয়াটুকু পরম করুণাময় সৃষ্টিকর্তার কাছে করি তাঁরা যেন একটু ভাল থাকে।
আপনার টিউনটি তখনই সত্যিকার অর্থে সার্থক হবে যখন এই ধরণের যত জাতি পৃথিবীতে আছে, সেসব জাতিভুক্ত মানুষ একটু ভাল থাকবে।
অসংখ্য ধন্যবাদ এবং শুভকামনা রইল।
@নিওফাইটের রাজ্যে:
ণিও ভাই তুমি আমার এই টিউঙ্গুলি মনে হয় মিস করে গিয়েছিলে । সময় পেলে এই রকম আরো দুই তিনিটি টিউন আছে পড়ে নিও ।
আর তোমার বায়নাক্কার ঝুড়ি তো প্রছুর দেখছি , এত বায়নাক্কা আর করো না । অন্তত কিছু চেয়ে না পেলে সেটা নিয়ে খুব বেশি সময় দিও না । পড়াশুনো কেমন চলছে । পড়ায় কিন্তু ফাঁকি দিও না ।
আর পরিশেষে তোমার প্রতি রইল অনেক অনেক শুভ কামনা ।
bai montobbo korar moto amar vasa nai. ata akta kotin bastob. tarpor o amra vole jai. vole jai ora o manus. oder jonno amader kiso korar ase. sodo picture deke koro mone maya na o aste pare. tar jonno dorkar bastob deka. ami dekesi manus kotota osohai hote pare. HE ALLAH TOMI SOKOL KE SOMAN KORO ( Aaamin )
আপনার মত সত্তকে তুলে আনার সাহস সবার থাকে না। অসংখ্য ধন্নবাদ ভাই।
আসলে আমরা কেহই ALLAH কে সেটা জানতে চাই না, কারন আমরা মনে করি আমরাই তো সব, কিন্তু কখনও কি ভেবে দেখেছি সামান্ন অকছিজেন সে যদি বন্ধ করে দেন তাহলে কয়েক মিনিট পরই আমাদের আর খুজে পাওয়া যাবে না (বাকি নেয়ামতের কথা না হয় বাদই দিলাম)। আর আজ আমরা সেই আসল মালিককে ভুলে দুনিয়া নিয়ে মহা বাস্ত। পরকালের হিসাবে দুনিয়াটা মাত্র ৬ সেকেন্ডের, তাহলে আপনারাই বেছে নিন শুধু দুনিয়ার জন্য কাজ করবেন নাকি অনন্তকালের জন্যও কিছু করার দরকার। আল্লাহ সবাইকে বুদ্ধি দিয়েছেন একটু চিন্তা কইরেন ভাইয়েরা।
@Golden:
একদম ঠিক কথা বলেছেন ভাইয়া ! আপনাকে আপনার সুচিন্তিত বিশ্লেষনের জন্য ধন্যবাদ !
@প্রিন্স মাহমুদ:
প্রিন্স ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ ।আমার এই টিউনে আপনার মন্তব্য পেয়ে আমি সত্যিই ঋদ্ধ, আনন্দিত । ভাই ভালো থাকবেন ।
@Zahidul Islam:
ধন্যবাদ ভাই আপনাকে । আমাদের প্রত্যেকের মধ্যেই এক সংবেদনশীল মনণ রয়েছে মাঝে মাঝে সেটাকে জাগ্রত করান দরকার । এই টিউনটি সেই উদ্দেশ্যেই তৈরী ।
@রাজিব:
একদম সত্যি ! মানূষ মানেই কি শুধু তুমি আর আমি আর আমাদের সন্তান ! না তার বাইরেও কিছু আছে ?
@শহিদুল:
আপনাকে ধন্যবাদ ! আপনার জন্য এই ধরনের আরো তিনটি টিউনের লিঙ্ক এখানে দিলাম , সময় পেলে দেখে নিয়েন ।
https://www.techtunes.io/reports/tune-id/90226/
@zahid1975:
এটা পারলে অন্যের সাথে শেয়ার করুন । এমনকি চাইলে যে কেউ এট আনিজের নামেও অন্য কোথাও পোস্ট করতে পারেন । আমি শুধু চাই আমার আপনার মত প্রত্যেকে অন্ততঃ এই বিষয়টি উপলব্ধি করুক । আলাহামদুলিল্লাহ !
It’s going down the drain, it’s going down the drain
I can feel the pain, it’s messing with my brain
আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য ।
আপনাকে ধন্যবাদ ! আপনার জন্য এই ধরনের আরো তিনটি টিউনের লিঙ্ক এখানে দিলাম , সময় পেলে দেখে নিয়েন ।
https://www.techtunes.io/reports/tune-id/90226/
আপনাকে ধন্যবাদ ! আপনার জন্য এই ধরনের আরো তিনটি টিউনের লিঙ্ক এখানে দিলাম , সময় পেলে দেখে নিয়েন ।
https://www.techtunes.io/reports/tune-id/90226/
@rakibbd3:
আপনাকে আপনার প্রথম কমেন্টের জন্য স্বাগত ! ভালো থাকবেন আর পারলে ভালো মন্দ যাই মনে হয় কমেন্ট করবেন এতে উৎসাহিত হয় টিউনার রা আর সবথেকে বড় পাওনা একটা বিরাট সোস্যাল গ্যাদারিং …… যেট চাইলেই যেকোনো মঞ্চ এমনকি যেকোনো প্ল্যাটফর্ম দিতে পারে না ।
@M H BULBUL:
আরে না না । লেট ইস বেটার দ্যান নেভার ! দন্যবাদ আপনাকে আপনার মন্তব্যের জন্যে ।
dekhlam, porlam. bujlam but amar bujai lv ni………..karon ami kono upokara asbo na……….jara upokara asta parba tara dakhbao na dakhla bujta o ci ba na………….bangladesh ar footpath ar dika takala chokha pani asa jai. ai vhoinok cold ar modda tara kivaba suya acha……….patla kapor gaya dia kao pasa asa daranor ni…………hi hi hi hi hi hi ………..khoda amaka sokti da tadar help korar
Tech Tunes vhi ara tomra jadin milito hoba tadar jonno aktu vhabo…………………….
@Md. Tajul Islam:
আপনাকে ধন্যবাদ !আপনার সঙ্গে আমিও সহমত্র পোষণ করছি । আপনার জন্য এই ধরনের আরো তিনটি টিউনের লিঙ্ক এখানে দিলাম , সময় পেলে দেখে নিয়েন ।
https://www.techtunes.io/reports/tune-id/90226/
@TAPASFUN:
কি বন্ধু কেমন আছো ? তমার মেল কিন্তু আমি পায়নি । একবার অ্যাড্রেস টা চেক করে নিও । ও আর হ্যা ধন্যবাদ মন্তব্যের জন্য
@বকুল:
আপনাকে ধন্যবাদ ! আপনার জন্য এই ধরনের আরো তিনটি টিউনের লিঙ্ক এখানে দিলাম , সময় পেলে দেখে নিয়েন ।
https://www.techtunes.io/reports/tune-id/90226/
ভীষণ কষ্ট লাগে এ রকম কিছু দেখলে বা শুনলে। আমি মন থেকে বলছি, আমি মানুষের জন্য কিছু করতে চাই, যেখানে স্বার্থ থাকবে না, থাকবে একটু ভালোবাসা, একটু স্নেহ, একমুঠো খাবার, এক বাটি জল। কোন চোখের জল চাই না। ইচ্ছে করে যদি কখনো মরেও যাই তবুও যেন আমার আত্মা যেন এইসব মানুষের পাশে থাকে। জানি না, কতটুকু করতে পারবো, কিন্তু যতটুকু পারি সেটা পুরোপুরি করার চেষ্টা করবো।
অপু ভাই আপনাকে আমি অন্তরের অন্তস্থল থেকে ধন্যবাদ জানাই। আপনি একজন সত্যিকারের সাদা মনের মানুষ। আল্লাহ যেন আপনার মত মানুষ দিয়ে দুনিয়াটা ভরে দেয়. আমীন। তাহলে পৃথিবীতে মানুষের মর্যাদা প্রতিষ্টিত হবে। ধনী-গরিবের ভেদাভেদ থাকবে না। যারা আজকে পুথিবীতে অত্যাধুনিক অস্ত্র-স্বস্ত্র বানাচ্ছে মানুষ মারা জন্য এই টাকা দিয়ে মানুষের বাচার উপকরণ বানাবে।
আমি ও আমার দেখা আল্রাহ বিস্বয় আপনাদে শেয়ার করলাম
http://www.youtube.com/watch?v=yo_24_qTNac
আপনার সঙ্গে আমার ঝগড়া আছে-আপনি মানুষকে এত ভালোবাসেন কেন ?
আপনি তো পাগল করে দেবেন আমাকে !
টিঊনের ঠিকানা দেওয়া নিয়েও ঝগড়া আছে।
আপনাকে টিউনের ঠিকানা দিতে হবে না ,ওটা আমরাই খুঁজে নেব
অবশ্যই খুঁজে নেব
টিউনের ঠিকানা দেব আমরা ,আমাদের মতো টিউনাররা ,কেন না ঠিকানা না দিলে আমাদের কেউ খুঁজেইপাবেনা ।
আপনি এবং আপনার টিউন আগাগোড়া সুরময়
কী সুর যে বাজালেন ক্রমশ আমার ঘরে থাকাই দায় হয়ে পড়ছে
আপনি বিয়ে করেননি তো
প্লিজ , হ্যাঁ শব্দটা বলবেন না
আমি কিন্তু বিবাহিত
@Sobujer Abhijan: আমিও আপনার একজন ফ্যান । আমি আপনার সবগুলি লেখা পড়েছি । সেখানে আপনার লেখার মধ্যে দুষ্টু আর মিষ্টিরগল্পগুলি আমাকে দারুন লাগে । অনেকবার ভেবেছিলাম কমেন্ট করব । কিন্তু সেই সময় টা টেকটিউন্স থেকে অনেক দূরে চলে গিয়েছিলাম । তাই চাই নি কমেন্টের মাধ্যমে আমার কিছু সুহ্ররদ বন্ধু যারা টেকটিউন্স এ আছেন তারা আমাকে খোজ
পাক । মেল আইডি দিলাম [email protected]
হুম….. খুবই দুঃখজনক… কি আর করা যাবে… এসব তো ভগবানের পরিহাস……….তবে, হাঁ, আমরা খুবই সুখে আছি……… আমাদের দুঃখ বলতে ভালো জামা কিনতে পারলাম…… তা আবার 5000 টাকার উপরে বা আরও বেশী, ভালো মোটর বাইক কিনতে পারলাম না… যেমন আর ওয়ান 5, ভালো-মন্দ খেতে পারছি না…….. যেমন খাচ্ছি মাছ-মাংস……….আর আমরা চাই পোলাও, বিরিয়ানী প্রভৃতি…
আর যদি ওদের কথা ভাবা হয়——-
না, বুক কেঁপে ওঠে……….. ওরা বাইক, স্টাইলিস পোষাক, ভালো ঘর তো দূরের কথা, ওরা 10-15 দিনের পান্তা-ভাতও পায় না……….. দুঃখ সমস্ত মানুষের আসে…………… তবে এই যা, ওদের মতো নয়…………শেয়ার করার জন্ন আপনাকে ধন্নবাদ………..
ভাই আপনাকে না জানিয়েই এই টিউনটা আমি কপি করছি, আশা করছি কিছু মনে করবেন না। টিউনের নিচে অপু পশ্চিমবাংলা উল্লেখ থাকবে, তারপরও আপনার কোন কমপ্লেইন থাকলে আমাকে এই ঠিকানায় মেইল করতে পারেন, আমি টিউনটি আমার সাইট থেকে সরিয়ে নেব। [email protected]. sorry আমার সাইটটা এখনো testing পর্যায়ে আছে তাই exact url টি শেয়ার করলাম না। ভাল থাকবেন।
ধন্যবাদ অসাধারণ টিউনের জন্য…
আমি একটি এন্ড্রয়ড এপ তৈরি করেছি, বিক্রয়[ডট]কম এর অল্টারনেটিভ হিসেবে। ইচ্ছে হলে ট্রাই করে দেখতে পারেন।
এপটির ফীচার সমূহঃ
* কোনো রেজিস্ট্রেশন ছাড়াই এড পোস্ট করতে পারবেন
* দিনে আনলিমিটেড এড পোস্ট করতে পারবেন
* লোকেশন বেইসড এড সার্চ করতে পারবেন
* কোন হিডেন চার্জ নেই, একদম ফ্রী
* ইনশা আল্লাহ, আমি যতদিন বেঁচে থাকব, অতদিন সার্ভিসটা ফ্রী রাখব
* ইউজার ফ্রেন্ডলি ইন্টারফেস
* ছোট APK সাইজ ( মাত্র ৩ এমবি)
.
গুগল প্লে ডাউনলোড লিঙ্কঃ https://play.google.com/store/apps/details?id=p32929.buysellbd
APK ডাউনলোড লিঙ্কঃ http://tiny.cc/buy_sell_bd
.
এপটি ডাউনলোড করে দয়াকরে একটি হলেও এড পোস্ট করুন। অনেক খুশি হব। আগাম ধন্যবাদ…
vaiiii asole thik……… amra sotti nijer k amader uporer sathe kolpona kori………… r vabi amrai buji duniyate osohay..otooco amader theke oneke ace jader kotha chinta korle buja jay amra koto tuku shukhe aci………… allahr dorbare onek onek shukriya aday kori…………………..