মজিলা ফায়ারফক্সের সাতটি জোসস্ স্ক্রীন ক্যাপচারিং অ্যাডঅন

মজিলা ফায়ারফক্সের অ্যাডঅনের গুনের কথা যত বলি ততবারই মনে হয় কি যেন বাকি রয়ে গেল। আমাদের অনলাইন এবং অফলাইনের অনেক কাজের প্ল্যাটফর্ম হিসেবে এই অ্যাডঅন গুলো ব্যবহার হয়ে থাকে।

আমরা অনেকে অনেক সময়ে কাজে অকাজে স্ক্রীন শট নিয়ে থাকি। এই স্ক্রীনশট নেয়ার জন্যে আমরা অনেকে অনেক রকম টুল অথবা এক্সটেনসন ব্যবহার করে থাকি।

স্ক্রীনশট নেয়ার কাজে মজিলার কিছু ফিচারড্ অ্যাডঅন আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করলাম  -

১.অ্যাবডাকশান

abduction.jpg

স্ক্যীন শট নেয়ার পাশাপাশি এটি আপনাকে ওয়েব পেজ এর কোন এরর থাকলে দেখাবে। অ্যাবডাকশান একটি ওয়েব পেজ এর সমস্ত পোর্শন সেভ করে থাকে। আপনি চাইলে তা জেপিজি অথবা পিএনজি ফরম্যাটে সেভ করতে পারবেন।

২. ফায়ারশট

fireshot_editor.png

এটি আমি ব্যবহার করে আসছি। খুবই হ্যান্ডি একটি অ্যাডঅন যা আপনাকে ওয়েব পেজ এর দৃশ্যমান এরিয়ার শট নিতে সহয়তা করবে অথবা আপনি চাইলে সমস্ত পেজ এর ও শট নিতে পারবেন। এই ক্ষেত্রে সাইজ কোন ব্যপার না। আবার আপনি চাইলে এই অ্যাডঅনটি আপনার ইন্টারনেট এক্সপ্লোরারে ও পেতে পারেন। আরো যদি চার আপনি সহজেই এর প্রোফেশনাল ভার্সনে সুইচ করতে পারবেন।

৩. গ্র্যাব দেম অল

grabthemall.png

একটু ভিন্ন ধরনের স্ক্রীনশট নেয়ার টুল। এতে আপনি চাইলে মাল্টিপল ইউআরএল এন্টার করতে পারবেন, আপনি চাইলে আপনি কি ধরনের ইমেজ শট নিবেন তা ডিফাইন করে দিতে পারবেন এবং পাশাপাশি কোথায় সেভ করবেন তা সহজেই টার্গেট করতে পারবেন। আপনি যখনই এই এক্সটেনশনে আপনার ইউআরএল অ্যাকটিভ করে দেবেন তখনই এই সুপার অ্যাডঅনটি সেই সমস্ত ইউআরএল থেকে অটোম্যাটিক্যালি ছবির শট নিয়ে নিবে। আপনার আপনি চাইলে সেই সমস্ত ইউআরএল এর কতটুকু শট নিবেন তা ও ডিফাইন করে দিতে পারবেন।

৪. iimmgg.com tools

iimmgg.png

এর মাধ্যমে আপনি ওয়েবপেজ এর সম্পূর্ণ এরিয়া অথবা সিলেক্টেড এরিয়ার শট নেয়ার পর iimmgg.com থেকে সরাসরি আপ করে দিতে পারবেন।

৫. স্ক্রীনগ্র্যাব

screengrabwupload.gif

এর মাধ্যমে আপনি শুধুমাত্র জেপিজি অথবা পিএনজি ফরম্যাটে সেভে করতে পারবেন। আপনি আপনার নির্দিষ্ট ডিফাইনড এরিয়া শট নেয়া সহ পুরো পেইজের স্ক্রিনসট নেওয়ার পাশাপাশি  আপনি কোন ফ্রেম এর সেকশন ও শট হিসেবে নিতে পারবেন।

৬. স্ক্রীন গ্র্যাব (with upload)

screengrabwupload1.gif

এটা স্ক্রিনগ্র্যাবের বর্ধিত ভার্সন। যার মাধ্যমে আপনি আপনার নেয়া সটগুলো অনলাইন সার্ভারে শেয়ারের জন্য আপলোড করে রাখতে পারবেন।

৭. স্ন্যাপার

snapper.jpg

স্ন্যাপারের মাধ্যমে আপনি ওয়েবপেইজের কোন বিশেষ অংশ সেভ করে রাখতে পারবেন। যদিও এটি এখনও পরীক্ষামূলক এক্সটেনশন। তাই এটি ইন্সটল করতে আপনাকে মজিলার অ্যাডঅন সাইটে সাইনআপ করতে হবে।

আপনি কোনটি ব্যবহার করতে পছন্দ করেন? আমাকে জানাতে ভুলবেন না।

Level 0

আমি দুঃসাহসী টিনটিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 200 টি টিউন ও 1531 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 34 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

মানুষ হিসেবে তেমন আহামরি কেউ নই আমি। সাটামাটা জীবনটাই বেশী ভালো লাগে। আবার মাঝে মাঝে একটু আউলা হতে মন চায়। ভালো লাগে নিজেকে টিনটিন ভাবতে .... তার মত দুঃসাহসী হতে মন চায় ..... কিন্তু ব্যক্তি জীবনে অনেকটা ভীতুই বটে ..... অনেক কিছুই হাতছাড়া হয়ে গেছে জীবনে এই কারনে ..... আবার...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

সোহান ভাই আপনি যে ফায়ারফক্সের দারুন দারুন এডঅন গুলো আমাদের সামনে তুলে ধরেন সেজন্য আপনাকে ধন্যবাদ দেওয়ার ভাষা আমাদের নাই। শুরু বলবো থামবেন না।

আরও একটি চমৎকার টিউন। ফায়ারসট টাই ভাল। আপনাকে ধন্যবাদ।

আপনাকে ও অনেক ধন্যবাদ।

ফায়ারফক্স এর অ্যাডওন খুব কম,বিশেষ করে মিউসিকম্যাক্স,রিড অ্যালাউড বা ফ্লোটিং ইউটিউব নেই

ধন্যবাদ অসাধারণ টিউনের জন্য…
আমি একটি এন্ড্রয়ড এপ তৈরি করেছি, বিক্রয়[ডট]কম এর অল্টারনেটিভ হিসেবে। ইচ্ছে হলে ট্রাই করে দেখতে পারেন।
এপটির ফীচার সমূহঃ
* কোনো রেজিস্ট্রেশন ছাড়াই এড পোস্ট করতে পারবেন
* দিনে আনলিমিটেড এড পোস্ট করতে পারবেন
* লোকেশন বেইসড এড সার্চ করতে পারবেন
* কোন হিডেন চার্জ নেই, একদম ফ্রী
* ইনশা আল্লাহ, আমি যতদিন বেঁচে থাকব, অতদিন সার্ভিসটা ফ্রী রাখব
* ইউজার ফ্রেন্ডলি ইন্টারফেস
* ছোট APK সাইজ ( মাত্র ৩ এমবি)
.
গুগল প্লে ডাউনলোড লিঙ্কঃ https://play.google.com/store/apps/details?id=p32929.buysellbd
APK ডাউনলোড লিঙ্কঃ http://tiny.cc/buy_sell_bd
.
এপটি ডাউনলোড করে দয়াকরে একটি হলেও এড পোস্ট করুন। অনেক খুশি হব। আগাম ধন্যবাদ…

সুন্দর একটি টীউন করার জন্য ধন্যবাদ। আশা করি পরবর্তীতে আরো টিউন পাবো